সিম্পল লেজার সিকিউরিটি সিস্টেম

কমদামে সিকিউরিটি সিস্টেম?! হাসাইলি MAN!!!

হ্যাঁ, বন্ধুর এই কথাটা টেক্কা দিতে মাত্র ২০০ টাকায় সিকিউরিটি সিস্টেম বানালাম।

যদিও এখন আমি এর ইম্প্রুভমেন্ট করছি।










কাজটা পানির মত সোজা।

আসো দেখি।

প্রথমে বাজারে যাও, আর ইলেকট্রনিক্সের দোকান থেকে নিচের পার্টস যোগার করো।
  1. একটা LDR, পারলে বড় সাইজের। দাম ১০ থেকে ২৫ টাকার মধ্যে।
  2. BC547 ট্রাঞ্জিস্টর, বড়জোর ৫ টাকা দাম।
  3. একটা বাজার (Buzzer) ২০ থেকে ৪০ টাকা।
  4. বাজার না পেলে উজ্জ্বল রঙের LED, দাম নেবে ২ থেকে ৫ টাকা।
  5. তার, অথবা ভাল হয় ব্রেকবোর্ড। তার=২০ টাকা, ব্রেকবোর্ড=১৫০ থেকে ২৫০ টাকা।
  6. ৬ ভোল্ট ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই।
  7. একটা লেজার লাইট। (মোটেও ২০ মেগাওয়াটের ওপর নিবে না, এটা তোমার ত্বক, চোখ ও যন্ত্রপাতির ক্ষতিই করবে না, পুরিয়ে ফেলবে।)


এবার তোমাদের চিনতে হবে ট্রানজিস্টর। 
ট্রানজিস্টর দেখতে হয় নিচের ছবির মত। তবে এখন ন্যানো ট্রানজিস্টর পাওয়া যায়।


ট্রানজিস্টরের লেগ (পা) কিভাবে চিনবে? নিচের ছবি দেখো। আমাদের দরকার BC547, তাই সেটার ছবিই দিলাম,
কালেক্টার লেগে আমাদের পসিটিভ কানেক্সান দিতে হবে। আর বেস হবে কারেন্ট সেন্সর। আর এমিটার নেগেটিভে যাবে। আর ট্রানজিস্টার অনেকটা অর্ধচন্দ্রাকৃতির। আমি নিচের ডায়াগ্রামে ঠিক যেভাবে কানেকশান দিয়েছি ঠিক সেভাবে কানেকশান দিবে।

১৫০ কিলো ওহম রিসিস্টর এতো বেশি মানের হলেও এই সামান্য পরিমান ইলেকট্রিক কারেন্ট ট্রান্সিস্টারকে একটিভ করার জন্য যথেষ্ট।

আর এখানে সেন্সর হল এলডিআর। যেটা আলোর উপস্থিতিতে পরিবাহী হয়ে যায়, এবং অনুপস্থিতিতে অপরিবাহি হয়ে যায়।

যখন এলডিআর নিষ্ক্রিয় বা অপরিবাহী হয়, তখন ট্রানজিস্টর বাজার বা এলইডি এর সংযোগ চালু করে দেয়। তাই আলো বাধা পাওয়া মাত্র বাজার বেজে ওঠে বা আলো জলে ওঠে।




এবার ডায়াগ্রাম দেখো


জটিল

রিয়েলিস্টিক



এবার ছবি দেখো,
(আমি বাজারের জায়গায় এলইডি লাইট বসিয়ে দিয়েছি)


সিস্টেম একটিভ

বাঁধা পেয়ে আলো জলে উঠেছে।






বি.দ্রঃ এই প্রোজেক্ট কাজ করলেও কেউ যদি এটি ব্যাবহার করেও চোরের হাত থেকে রেহাই না পান, তবে আমি কেন, কেউ দায়ি থাকবে না। 


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত