আসসালামু আলাইকুম,
মনে আছে আপনাদের ? একটা নাইট ল্যাম্প বানিয়েছিলাম ইউএসবি পাওয়ার ইউজ করে?
এবার আমরা ফ্যানও বানাব!
প্রথমেই ইলেক্ট্রনিক্সের দোকান থেকে নিচে পার্টস গুলো কিনে আনুন, যদি বাসায় থাকে তবে খুবই ভালো-
মনে আছে আপনাদের ? একটা নাইট ল্যাম্প বানিয়েছিলাম ইউএসবি পাওয়ার ইউজ করে?
এবার আমরা ফ্যানও বানাব!
প্রথমেই ইলেক্ট্রনিক্সের দোকান থেকে নিচে পার্টস গুলো কিনে আনুন, যদি বাসায় থাকে তবে খুবই ভালো-
- ৩ ভোল্ট ডিসি মোটর। (৩০ টাকা, বাসায় থাকতে পারে। পুরাতন খেলনায়)
- ছোট মোটরের পাখা। (১০ থেকে ২০ টাকা)
- ১০৪ সিরামিক ক্যাপাসিটর (অপশনাল, ২০ টাকার মধ্যে)
- পুরাতন সিডি
- টিস্যু পেপারের খালি রিল
- ইউএসবি ক্যাবল
- 5v 550mAh সাপ্লাইয়ের ইউএসবি আডপ্টার
এখন আশা করি ভিডিও দেখেই বানিয়ে ফেলতে পারবেন। আমি ডায়াগ্রাম ও আনুসঙ্গিক ছবি দিয়ে দিয়েছি। ধন্যবাদ আপনাকে।