ইলেকট্রনিক্স প্রোজেক্ট বানাতে যা যা লাগবে


আসসালামু আলাইকুম,
আগের পোস্টে বলেছিলাম ৫৫৫ টাইমার আইসিএর কথা। সেখানে এর ব্যাখ্যা ছিল।
এখন নিশ্চয়ই এর প্রোজেক্টগুলোর ডায়াগ্রাম ও ছবি দেখতে ইচ্ছে হচ্ছে?




আগে জেনে নেওয়া লাগবে কি কি সাধারণ পার্টস লাগবে ৫৫৫ টাইমারের প্রোজেক্ট বানাতে,
  • ব্রেড বোর্ড ১টি  -  ১০০-২০০ টাকা
  • জাম্পার তার ৩ গজ/২০ গেজ  -  ২০-৩০ টাকা (জাম্পার তার না পেলে সাধারন তারেও হবে)
  • ৩ ভোল্ট থেকে ১২ ভোল্ট মাল্টিপাওয়ার সাপ্লাই ১ টা  -  ১০০ টাকা।
  • ক্যাপাসিটর 1uF  ২ টা  -  ১০ টাকা।
  • ক্যাপাসিটর 2uF  ২ টা  -  ১০ টাকা।
  • ক্যাপাসিটর 10uF ২ টা  -  ১০ টাকা।
  • বাজার ১ টা - ৩০ থেকে ৪০ টাকা। (কিনতে অসুবিধা হলে সাধারন কম ভোল্টের স্পিকার ইউজ করতে পারো)
  • রিসিট্যান্স 1k ৫টা  -  ১০ টাকা।
  • রিসিট্যান্স 150k ২টা  -  ৪ টাকা।
  • রিসিট্যান্স  330 ২ টা  -  ৪ টাকা।
  • পট 5k ২টা  -  ১০ টাকা।
  • পট 600k ১টা  -  ২০ টাকা।
  • এলইডি ১০ টা ভিন্ন রঙের  -  ২০ টাকা।
  • এলডিআর ১ টা - ২০ টাকা।
  • ট্রানজিস্টার BC547 ২টা  -  ১০ টাকা।
  • আর প্রয়োজনীয় গুলো নির্দিষ্ট পোস্টে উল্লেখ করবো।

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত