555 Timer IC: প্রোজেক্ট:: ২ :: টিউন করা যায় এমন অ্যালার্ম





আসসালামু আলাইকুম,
নতুনদের জন্য এই পোস্টে নতুনদের স্বাগতম ও সালাম,
পুরাতনদের তো অবশ্যই।

এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।
এটা ৭ রকমের সাইরেন দিতে পারে।

কেবল পটটি ঘুরিয়ে ইচ্ছে মত ফাইন টিউন করেতে হবে। 
(ঘোরাতে স্ক্রু ড্রাইভার ইউজ করো)


পট


পটের পিছের দুই পিন রিসিস্টান্স হিসাবে সংযোগ দিতে হবে। সামনের একটা পিন পজিটিভে দিতে হবে। 


এটা বানানোর জন্য তোমাদের লাগবে,
  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ১ কিলো ওহম পট (পটেনশিওমিটার)
  • ক্যাপাসিটর 2uF
  • ক্যাপাসিটর 4uF
  • সুইচ
  • স্পিকার বা বাযার

এখন ডায়াগ্রাম দেখো,



Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত