আসসালামু আলাইকুম,
নতুনদের জন্য এই পোস্টে নতুনদের স্বাগতম ও সালাম,
পুরাতনদের তো অবশ্যই।
এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।
এটা ৭ রকমের সাইরেন দিতে পারে।
কেবল পটটি ঘুরিয়ে ইচ্ছে মত ফাইন টিউন করেতে হবে।
(ঘোরাতে স্ক্রু ড্রাইভার ইউজ করো)
পট |
পটের পিছের দুই পিন রিসিস্টান্স হিসাবে সংযোগ দিতে হবে। সামনের একটা পিন পজিটিভে দিতে হবে।
এটা বানানোর জন্য তোমাদের লাগবে,
- ৫৫৫ টাইমার আইসি
- ৫ ভোল্ট সাপ্লাই
- ১ কিলো ওহম পট (পটেনশিওমিটার)
- ক্যাপাসিটর 2uF
- ক্যাপাসিটর 4uF
- সুইচ
- স্পিকার বা বাযার