ফটোশপের কার্সর প্লাগিন!

আসস্লালামু আলাইকুম,
কেমন আছেন ভাই ও বোনেরা? আশা করবো সকলে যেন ভালো থাকেন, এবং এখনো ভালো আছেন।

আপনারা যারা এই পোস্ট পড়ছেন, তাদের নিশ্চয়ই উইন্ডোজ পিসি আছে। না থাকলেও সমস্যা নেই, জেনে রাখা ভালো।

নিজের মনমতো কার্সর লাগাতে পারলে ভালই লাগে। নিজের পিসি নিজের পিসি ফিলিং পাওয়া যায় (-_-)
যাই হোক, আমি আপনাদের www.cursor.cc নামের একটা ওয়েব সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। কিভাবে ইউজ করতে হয় তাও বলে দিয়ে ছিলাম।



এখন যারা ফটো শপে কাজ করেন তাদের বলছি, আপনারাও কার্সর বানাতে পারেন।

কেবল নিচের লিঙ্ক থেকে একটা 8bi ফরম্যাটের ফটোশপ প্লাগিন ফাইল ডাউনলোড করে নিতে হবে।

Download Photoshop Carsor Plugin From Mediafire


আর প্লাগিন কিভাবে সেটআপ করবেন?
কাজটা খুবই সোজা!

যেই ফোল্ডারে ফটোশপ সেটআপ করেছেন, সেই ফোল্ডারে প্লাগিন (Plug -In) নামে একটা ফোল্ডার আছে, অখানে 8bi ফাইলটা কেবল পেস্ট করে দিবেন। তারপর ফটোশপ রিস্টার্ট দিবেন।

ডিফল্ট ভাবে ফটোশপের সেটআপ ফোল্ডার হয়ে থাকে " c:/Programme Files/Adobe/Photoshop CS5"


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত