লাব্বাইক আল্লাহুম্মা ...একমিনিট! আগে সেলফি তুলে নেই!

লাব্বাইক আল্লাহুম্মা ...একমিনিট! আগে সেলফি তুলে নেই!
আমি বুঝি না, সামনে কা'বা, রাব্বে কারীমের দরবার, বিভিন্ন স্টাইলে চলছে ফটোসেশন, কাকে খুশি করতে?
রাব্বে কারীমের সামনেই তাঁকে অবজ্ঞা?
নাহ, আমি আতঙ্কিত, ভিত ও সন্ত্রস্ত! আমার বুজে আসেনা এসব হাজিগন কি তাদের ফরজ ইবাদাত করতে গেছেন নাকি এই বর্তমানের মারাক্তক একটা ব্যাধি সেলফি তুলতে গেছেন ?? হয়ত আল্লাহ এই
সীমালংগনে বিরক্ত হয়েছেন তাই এই দুর্ঘঠনা হয়েছে !!এটা সেই মহান রাব্বে কারিমের দরবার যিনি শেষদিনের বিচারের মালিক তাকে অবজ্ঞা না না এ হতে পারে না !!আশ্চর্য্য এদের কানা খুড়া বিবেক দেখে যারা এই মহান ইবাদতে মহামারিতে ব্যাধিতে লিপ্ত । ধিক এসব বিবেকের যারা সেই মহান রব কে অবজ্ঞা করে >

সোশ্যাল মিডিয়া আমাদের narcissistic বানিয়ে ছাড়ল!! আস্তাগফিরুল্লাহ!! এমন এক দুনিয়াতে আমরা বর্তমানে বসবাস করছি যেখানে আমরা সেলফি তে নিজেদের পারফেক্ট করাতে ব্যস্ত,অথচ নিজেদের
ঈমান পারফেক্ট করার কোনো খবরই নেই!! চিন্তা করা যায়?? কিভাবে মানুষ বিবেকহীনের মতো কাজগুলো করছে? সেলফির ভূত হাজীদের ও ছাড়লো না। বুঝা মুশিল তারা কি ইবাদাতের জন্য সেখানে
গিয়েছে নাকি সেলফির জন্য নাকি রিয়া?
মক্কায় যাওয়ার আগেই ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম গুলুতে খবর দেয়া হয়ে
যায়! চেক-ইন তো থাকেই! এতোটাই
আত্নকেন্দ্রিক হচ্ছি আমরা যে সব
জায়গাতেই আমাদের সেলফি তুলতেই
হবে,হোক সেতা বাথরুম/ বেডরুম/ কিচেন/
খাটের নিচে / খাটের উপরে/ ঝুলন্ত
অবস্থায় / উড়ন্ত অবস্থায় / খাওয়ার
আগে,মাঝখানে,শেষে/ ইত্যাদি ইত্যাদি !
আর এখন ধর্মীয় স্থানেও!!!

সুত্রঃ নক্সা ফেসবুক

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত