আমি কোনও সেলিব্রেটি নই

মুভির প্রডিউসার সাক্ষী,
সাক্ষী মুভির ক্যামেরাম্যান, এই

সকালে বাঁশবাগানের বিস্তর সিসিটিভি সাক্ষী,
সাক্ষী এই শুকনো ঘাসের দলা, সাক্ষী

এসপিএসসি, তার মরা কৃষ্ণচূড়ার ডালের শকুন 
দৃষ্টির শফিক ভাই আমাকে চেনে।

আমি কোনও সেলিব্রেটি নই।
খোদার কসম আমি কোনও চাকিপ খান বা ক্যাট-রিনা নই।

আমি কোনও সেলিব্রেটি নই,

আমি কোনও সেলিব্রেটি নই, আমি
ছিলাম ফেসবুকে, আমি স্মার্ট নিয়মে
সেখানেই থাকি আর সেখানে থাকার নাম সর্বত্র থাকা-
সারা দেশে।

আমি কোনও সেলিব্রেটি নই, এই

ঠাডা রোদ্দুর বিসাক্ত বাতাসে ক্লান্ত গোধূলিতে
কাকেরা আমাকে চেনে।

তারা জানে আমি কোনও সেলিব্রেটি নই।


(মুল কবিতা - আমি কোনো আগন্তুক নই - আহসান হাবিব এবং এটা আমি নিজেই লিখেছি, কোনো কপি মারি নাই)

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত