555 Timer IC: প্রোজেক্ট:: ৩ :: এলইডি বিপার

আসসালামু আলাইকুম,
নতুনদের জন্য এই পোস্টে নতুনদের স্বাগতম ও সালাম,
পুরাতনদের তো অবশ্যই।

এখন আমার মজার সার্কিটটি তোমাদের দেবো।
এটা যেকোনো এলইডি বাতিকে ব্লিপ করাতে পারে, যেটাকে আমরা ব্লিঙ্ক বলি (Blink)




১ কিলো ওহমের রিসিস্টর এবং 1uF ক্যাপাসিটর বদলে আরও বেশি মানের দিলে বা কম দিলে ব্লিঙ্কের স্পীড কমবে বা বাড়বে।
আমার ১ কিলো ওহম রিসিস্টর না থাকায় ১ কিলো ওহমের পট ব্যাবহার করেছি।

এটা বানানোর জন্য তোমাদের লাগবে,
  • ৫৫৫ টাইমার আইসি
  • ৫ ভোল্ট সাপ্লাই
  • ১ কিলো ওহম রিসিস্টর
  • ক্যাপাসিটর 1uF
  • ৪৭০ কিলো ওহম রিসিস্টর 
  • এলইডি

এখন ডায়াগ্রাম দেখো,




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত