555 Timer IC: বেসিক জ্ঞান

আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। ভাল থাকবেন আশা করি। আমার জন্য দোয়া করবেন।



আপনারা যারা ইলেকট্রনিক্স পাগলা, তারা সম্ভবতই ৫৫৫ টাইমার আইসি-এর নাম শুনেছেন? ঘড়ি ও বিভিন্ন টাইমার তৈরি করতে এর বহুল ব্যাবহারের কারনে নাম হয়ে গেছে ৫৫৫ টাইমার আইসি।

কি? দেখেননি? না দেখলে সমস্যা নেই। এইযে ছবি,
এর ৮ খানা পিন দেখেই একে চেনা যায়। সব ক্ষেত্রে একে ডাকা হয় NE555N নামে।
একেএ ৫৫৫ টাইমার।



তো এই আইসি যে কেবল ঘড়ি বানাতেই লাগে তা কিন্তু নয়, যেকোনো ছোটখাটো সেন্সর ও মোটর অপারেশনে ইউজ করা হয় একে।

এখন এর পিন গুলো চিনে নিই,


খেয়াল করেছেন? ১ নম্বর পিনের উপর একটা ছোট গোল ফুটো একে বলে "নচ" (Notch) এটা দ্বারা বোঝা যায় কোনটা ১ নম্বর পিন।
গোল গর্তটা দেখেছেন?


  • ১ নম্বর পিনে নিগেটিভ বা গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে।
  • ২ নম্বর পিনে ট্রিগার , এটা ৬ নম্বর পিনের আউটপুট নিয়ন্ত্রণ করে। এটা ১ ও ৩ নম্বর পিনের ইনপুট ভোল্টেজের পার্থক্য যাচাই করে আউটপুট হাল্কা বা গাঢ় করে।যদি পিন ২ ও পিন ৬ লো হয় তবে আউটপুট হাই হয়ে যাবে।যদি পিন ৬ হাই ও পিন ২ লো হয় তবে আউটপুট লো থাকবে। 
  • ৩ নম্বর পিনে সব রকম আউটপুট কারেন্ট আসে যা মুলত পজিটিভ কারেন্ট যা প্রায় ২০০mA
  • ৪ নম্বরে পজিটিভ কারেন্ট দিলে সাথে সাথে পুরো টাইমার রিসেট হয়ে যাবে। ভেতর থেকে প্রায় ১০০K রোধ দিয়ে সংযুক্ত। চিপটিকে রিসেট করতে ০.৮ ভোল্ট লাগবে।
  • ৫ নম্বরে ভোল্টেজ কন্ট্রোল, ভেরিয়েবল রিসিস্টর দিতে হবে ভিসিসি থেকে বা পজিটিভ থেকে।
  • ৬ নম্বর পিনে থ্রেসহোল্ড।
  • ৭ নম্বর পিনে ডিসচার্জ পিন।
  • ৮ নম্বরে পজিটিভ কারেন্ট সাপ্লাই যার মান ৩ থেকে ৯ ভোল্ট।

আচ্ছা, এর ভেতরে কি আছে?

555 টাইমার চিপ হল একটি Intergrated Circuit (IC) এবং এতে সিলিকনে ঢাকা একটি ছোট্ট সার্কিট আছে।
প্রতিটি পিন যে সার্কিটে কানেক্টেড তাতে আছে ২০ টা ট্রাঞ্জিস্টর, ২ টা ডায়োড এবং ১৫ টা রিসিস্টর।

তিনটা 5k রিসিস্টর লক্ষ করেছো? এইজন্যেই এর নাম 555 




এই টাইমারের বিভিন্ন সার্কিট বানাতে যে আউটপুট পাওয়া যাবে তার একটা অনলাইন ক্যালকুলেটর আছে।





Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত