Trainer +2 :: কনফ্লিক্ট: ডেজার্ট স্টর্ম :: Conflict: Desert Storm Tested

Trainer +2 :: কনফ্লিক্ট: ডেজার্ট স্টর্ম :: Conflict: Desert Storm Tested

ডাউনলোড করে নিন



যেভাবে ব্যবহার করবেন,
  • যেখানে গেইম শর্টকাট আছে বা গেইমের মেইন ফাইল আছে, সেখানে এক্সট্রাক্ট করুন।
  • trainer.exe চালু করুন
  • গেইম চালু করুন
  • মিশনে যান
  • F5, F6, F7, F8 দিয়ে হ্যাক গুলো চালু করে নিন
  • গেইম উপভোগ করুন। :D

আরও পড়ুন

কনফ্লিক্ট: ডেজার্ট স্টর্ম :: Conflict: Desert Storm

কনফ্লিক্ট: ডেজার্ট স্টর্ম :: Conflict: Desert Storm
আসসালামু আলাইকুম,
আজকে ১৪ বছর পুরনো একটা অ্যাকশন গেইমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। '৯০ দশকে কুয়েত-ইরাক যুদ্ধের কাহিনী ভিত্তি করে বানানো হয়েছে এই গেইমটি, এর নাম ডেজার্ট স্টর্ম। অপারেশন ডেজার্ট স্টর্ম বা গালফ ওয়ারের নামে এর নামকরন। কনফ্লিক্ট সিরিজের প্রথম গেইম এটি। আমি ধিরে ধিরে সবগুলোর রিভিউ দেবো।


এটি ২০০২ সালে রিলিজ পায় একটা ট্যাক্টিক্যাল টিপিএস অ্যাকশন গেইম হিসেবে, পিভোটাল গেইম এর ডেভেলাপ করে এবং এসসি ইন্টার‌্যাক্টিভ একে বাজারজাত করে।


এই গেইমে আপনি একা নন, আপনাকে একাই সামলাতে হবে চার জনের একটি স্পেশাল ফোর্স টিমকে। অবশ্য কম্পিউটারও সাহায্য করবে। যখন আপনি একটা প্লেয়ারের কন্ট্রোল নিবেন, তখন কম্পিউটার বাকিগুলো কন্ট্রোল করবে। বেশ মজার গেইমপ্লে, তবে গ্রাফিক্যাল অনেক বাগ আছে।

গেইমটি খেলতে তেমন আহামরি কম্পিউটার লাগবে না, নরমাল হলেই হবে।
  • প্রসেসর ১ গিগাহার্জ
  • র‍্যাম ৫১২ এমবি
  • গ্রাফিক্স মেমরি ১২৬ এমবি
  • হার্ড ডিস্ক স্পেস ১ জিবি



আপনাকে দুটি অপ্সন দেয়া হবে, আপনাকে হয় ইউএস ডেল্টা ফোর্সের ভুমিকায় খেলতে হবে নয়তো ব্রিটিশ এসএএস হিসেবে। চার জনের চার রকম স্পেশালিটি আছে, ব্র্যাডলি এসাল্ট রাইফেল এক্সপার্ট, মানে আসাল্ট রাইফেলে তার একারেসি ভালো। তেমনি কনর মিসাইল, মেশিন গান, জোন্স ডেমোলিশন বা বোমা চার্জ করা এবং ফোলে দক্ষ স্নাইপার।

আছে নানা রকম অস্ত্র। ডেসার্ট ইগল পিস্টল থেকে এম১৬ রাইফেল পর্যন্ত। 



এখানে বিশেষ কিছু মজার অপশন আছে, যেমন আর্টিলারি স্ট্রাইক নেওয়া যাবে, ট্যাংক চালানো যাবে।

ইরাক ১৯৯০ সালের ২ আগস্ট কুয়েতে আক্রমন করে।ইরাক কুয়েত বর্ডারের একটা ব্রিজ ধংশ করার সময় স্নাইপার পল ফোলে ধরা পরে যায়। তার বাকি টিম মেম্বারদের মেরে ফেলা হয়। তার পরদিন সকালে রাইফেলম্যান জোন ব্র্যাডলিকে পাঠান হয় একা একা ফোলেকে উদ্ধার করে আনতে এবং ব্রিজ ধ্বংস করে দিতে, এটাই গেইমের প্রথম মিশন।

তারপর আপনাকে নানা মিশন খেলতে হবে, যেমন আমিরকে উদ্ধার করে আনা, এসসিইউডি মিসাইল ধ্বংস করে দেওয়া, এয়ার বেজে হামলা করা। প্রতিটি মিশনই রোমাঞ্চকর! এছাড়া আপনাকে এখানে একজন বিজ্ঞানির ভুমিকায়ও খেলতে হবে একটা নিউক্লিয়ার বোমা নিষ্ক্রিয় করার সময়, তখন আপনার সঙ্গ দেবে ঐ চারজন।
নানা মিশন ক্রস করে যুদ্ধবাজ জেনারেল আজিজকে মেরে গেইম অভার করতে হবে আপনাকে।

ডাউনলোড লিঙ্ক লাগলে কমেন্ট করুন, কমেন্টে Notify Me তে টিক দিয়ে নিন।

আরও পড়ুন

পুলিশের গাড়ির বা ভিআইপি গাড়ির লাইট বারের মতো কাস্টম লাইট বার বানিয়ে নিন!

পুলিশের গাড়ির বা ভিআইপি গাড়ির লাইট বারের মতো কাস্টম লাইট বার বানিয়ে নিন!
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? প্রায় ২ সপ্তাহ পর এলাম পোস্ট করতে :D
এবার আপনাদের আমার নিজের ডিজাইন করা একটা সার্কিট উপহার দেবো।

এই সার্কিট দিয়ে কিছু সাধারণ যন্ত্রাংশ দিয়েই ভিআইপি বা পুলিশ লাইট বানিয়ে ফেলতে পারবেন।


অনেকের কাছে জিনিশটা সিম্পল মনে হলেও এটাতে আমি আরও দুটো ফাংশান বাড়িয়ে দিয়েছি।

এটাতে এখন আপনি লাইটের স্পিড পরিবর্তন করতে পারবেন। আমি দুটো ক্যাপাসিটর দিয়েছি দুটো স্পীডের জন্য। আপনি ইচ্ছামত ক্যাপাসিটর আর সুইচের পরিমান বাড়িয়ে নিতে পারবেন। বাতির পরিমান বেশি হলে BC547 এনপিএন ট্রানজিস্টার ব্যাবহার করতে পারেন।

পাওয়ার মাত্র ৬০০ মিলি অ্যাম্পিয়ারেই হবে। ৫ ভোল্ট লাগবে।

এছাড়া "লাল নীল লাল নীল" এভাবে জলা ছাড়াও লাল নীল দুটি একসাথে জলবে নিভবে এরকম একটা ফাংশানো দিয়ে দিয়েছি।
এক কথায় মজার একটা সার্কিট!

  







আরও পড়ুন

IGI 2 গেইমের বড়সড় পোকা (Bug)

IGI 2 গেইমের বড়সড় পোকা (Bug)
আসসালামু আলাইকুম,
অনেকেই হয়ত বাগ মানে বোঝেন না। কোন সিস্টেমের এঞ্জিনিয়ারিং-এ কোনও ত্রটি থাকলে তাকে বাগ বলে। বাগের ফলে গেইমের যেমন মজা নষ্ট হয়, তেমন মজা বাড়েও! তবে কোন ওয়েবসাইটে বাগ থাকলেই কিন্তু শেষ, হ্যাক হয়ে যাবে।
আজকে আইজিআই ২ গেইমের বাগ নিয়ে আলোচনা করবো।



বাগ নাম্বার ওয়ান! :: 3rd person View Bug
মিশনঃ The Weather Station

আইজিআই গেইমের "The Weather Station" মিশনে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে কমেন্টে জানাবেন।
The Weather Station মিশনে শত্রুদের গ্রেনেড খেয়ে মরে গেলে আবার মিশন নিজে নিজে রিস্টার্ট নেয়, তখন এই বাগ লক্ষ করা যায়। এফপিএস এর স্থলে টিপিএস দেখতে থাকি আমরা।

ভিডিও






বাগ নাম্বার টু! :: Thermal camera Bug
মিশনঃ Prison Escape

আইজিআই গেইমের "Prison Escape" মিশনে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে কমেন্টে জানাবেন।
Prison Escape মিশনে শেষে যখন প্রিবয় ট্রাক নিয়ে গেটের দিকে আসতে থাকে তখন থার্মাল ক্যামেরা অন করে দিলে সব থার্মাল ইমেজে দেখা যেতে থাকে, এমনকি মিশন মুভি পর্যন্ত। এমনকি ডেভিডও থার্মাল ইমেজারে দেখা যায়। গেইটের ছাঁদে উঠে স্নাইপার রাইফেল 'পিএসডি ১ সাপ্রেসড' নিয়ে পজিশন নিলে প্রিবয় প্রিসন থেকে বেরিয়ে আসে। আর আপনাকে তাকে কাভার দিতে হয় গুলি করে শত্রু মেরে। তখন আপনি মিশন শেষের আগ মুহূর্তে থার্মাল ক্যামেরা অন করে দিলে এই বাগ টের পাবেন বা দেখতে পাবেন।

ভিডিও



বাগ নাম্বার থ্রি! :: 3D Collision Bug
মিশনঃ Multiplayer: Sandstorm

আইজিআই গেইমের মাল্টিপ্লেয়ার মোডে "Sandstorm" ম্যাপে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে কমেন্টে জানাবেন।
এখানে একটা বিল্ডিঙে সিঁড়ি দিয়ে উপরে উঠে বাতির নিচে দাড়িয়ে একইসাথে ক্রাউচ ও জাম্প করলেই ছাদে চলে যাবেন, অথচ ছাদে যাওয়ার কোন রাস্তা থাকার কথা না।

ভিডিও



বাগ নাম্বার থ্রি! :: Helicopter Bug
মিশনঃ 

  1. Bridge Accross The Denestr
  2. The Weather Station
  3. Border Crossing
  4. Island Assault



এখানে যখন আপনি ইএমপি চিপ গাড়ি থেকে বের করে নেন, তখন কয়েকটা হেলিকপ্টার আসে আপনাকে মারার জন্য, হেলিকপ্টারের শত্রুদের মেরে আপনি যদি হেলিকপ্টারে উঠে বশে থাকেন তবে শত্রু হেলিকপ্টার আপনাকে নিয়ে চলে যাবে, আর মিশন এরিয়ার বাইরে গেলেই "Mission Abort"

ভিডিও




আরও পড়ুন

শেষ পর্যন্ত সফল হল ওদের যাত্রা, পথশিশুদের সাথে বৈশাখ উদযাপন।

শেষ পর্যন্ত সফল হল ওদের যাত্রা, পথশিশুদের সাথে বৈশাখ উদযাপন।
শেষ পর্যন্ত সফল হল ওদের যাত্রা।যায়েদরা চেয়েছিলো এবারের পহেলা বৈশাখ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পালন করবে। তাদের সাথে খাওয়া দাওয়া করবে, গান বাজনা করবে, তাদের জামা উপহার দেবে, খাতা কলমও দেবে।




সাথের দুই বন্ধু পাশে এশে দাঁড়ায়। সিয়াম, আমার গর্বিত সহকর্মী, এবং লিমন। সাথে এশে পরে তাদের সহপাঠী ইমতিয়াজ, জুবায়ের এবং জিম সহ অনেকে। ইভেন্ট খলে ফেসবুকে। তাদের সংগঠনের নাম 'শুভ উদ্যোগ'।

ছবিঃ রাফিউল চৌধুরী বাপ্পি

সেখানে ইনভাইট করা হয় প্রায় তিনহাজার মানুষকে, যার মধ্যে প্রায় এক হাজার মানুষ তাদের অনুদান দিয়েছে পথশিশুদের সাহায্য করার জন্য।

প্রায় এক মাস ধরে ডোনেশন তুলেছিল তারা সহপাঠী, শিক্ষক, বন্ধু, আত্মীয় স্বজন থেকে।
এবং অবশেষে ওদের পাশে এসে দাঁড়ায় কালের কণ্ঠ শুভ সংঘ, নানা ভাবে সহায়তা করে ওদের।
কারোয়ান বাজারের একটি পথশিশুদের স্কুলের ৫০ জন শিশু এবং ১০ জন শিক্ষককে আমন্ত্রন জানায় তারা।
এবং সফল ভাবে তাদের ইভেন্ট সম্পন্ন করে শহীদ পুলিশ স্মৃতি কলেজ মাঠে।

তোমরা আসলেই কিশোরদের আইডল। এখন পহেলা বৈশাখ মানেই দাঁড়ায় বন্ধু বান্ধবীদের সাথে সেলফি তুলো, মজা করো। এখানে আর নতুনকে বরন করা হলো কই? তোমরাই নতুন কিছু করে দেখিয়ে দিয়েছ।

আমিও তোমাদের বন্ধু গর্ব বোধ করি।


ছবিঃ রাফিউল চৌধুরী বাপ্পি

আরও পড়ুন

Digital Regional Dictionary of Bangladesh | Open Source

Digital Regional Dictionary of Bangladesh | Open Source


আসসালামু আলাইকুম,

আমার ওয়েব ডেভেলপার ফার্ম হলেও এই ডেস্কটপ অ্যাপলিকেশনকে ওয়েব অ্যাপ বললে ভুল হবে না, কারণ এটা এইচটিএমএল দিয়ে লেখা।



বাংলাদেশের প্রথম আঞ্চলিক ভাষার অভিধানের ডিজিটাল সংস্করণ, সম্পূর্ণ ওপেন সোর্সে এবং সহজ প্রোগ্রামিং-এ ডেভেলাপ করা এইচটিএমএল ৫ কম্পিউটার প্রোগ্রাম।

ফিচার হিসেবে মূলেই আছে ভয়েস! মানে টকিং ডিকশনারি। এছাড়া শব্দ সার্চ ফিচার এখন আসেনি।




ডেভেলাপ করেছে জিআর+ বাংলাদেশ গ্রুপের তাওসিফ তুরাবি, মাহমুদুজ্জামান কমল এবং আব্দুল্লাহ আল জিম। কণ্ঠ দিয়েছে তালহা।





সিস্টেম কনফিগারেশন

  • প্রসেসরঃ 1.0 Ghz
  • র‍্যামঃ 1 GB (80 MB ফ্রি থাকা লাগবে)
  • হার্ড ড্রাইভঃ 18.6 MB
  • অপারেটিং সিস্টেমঃ Windows 7, 8, 8.1, 10
  • flash Player সর্বশেষ আপডেট
  • ইন্টারনেট এক্সপ্লোরার ১১ বা, তার ওপর আপডেট থাকা লাগবে


লাইসেন্স


Digital Regional Dictionary of Bangladesh by GR+ Bangladesh is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.


এই প্রোগ্রাম ওপেন সোর্স, এর কোনও কপি বিক্রয় আইনত দণ্ডনীয়। এর ক্রেডিট অংশ বাদে সকল অংশ সম্পাদনাযোগ্য এবং বিনামুল্যে প্রকাশযোগ্য।

প্রোগ্রামিং


যেসকল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, SDK এবং কনভার্টার ব্যাবহার হয়েছে,

  • Adobe Photoshop™ CS5
  • Javascript
  • CSS3
  • HTML5
  • JQuerry
  • Microsoft™ Command Line to Executable Application interpreter
  • Notepad++™ GNU Source Editor
  • Sublime™ text 5
  • Adobe Flash™
ট্রেইলার এবং ইন্সটাল করার টিউটোরিয়াল দেখুন এখানে



গ্যালারী

আমাদের প্রোজেক্ট ও তার কিছু ছবি














আরও পড়ুন

GR+ Bangladesh এর ওপেন সোর্স সফটওয়ার খাতে যাত্রা শুরু!

GR+ Bangladesh এর ওপেন সোর্স সফটওয়ার খাতে যাত্রা শুরু!
আসসালামু আলাইকুম,


কেমন আছেন?

প্রায় ১ সপ্তাহ আমি অনলাইনে ছিলাম, কিন্তু পোস্ট একটি বারও করি নি। আসলে আমি জিআর+ ব্লগকে ভুলে গেছি, তাহমিদের মত, জিআর+ আমার হৃদয়ে নেই। আসলে আমার হৃদয় বলে কিচ্ছু নেই। আমি এক বেহৃদয় মানব। আর জিআর+ এ কাম না থাকলে টাইমপাস করতে আসি...

(সরি, একটু মজা করলাম, কে আশা করি বুঝেছ)

আমি পোস্ট এডিটর ওপেন রেখেই কম্পিউটার বন্ধ করে দিয়েছিলাম, ওপরের সমস্ত লেখার লেখক তাহমিদ :V

এবার কিন্তু আমরা সত্যিই সফটওয়ার খাতে যাত্রা শুরু করেছি!

গত বছরের জুলাই মাসে সুরু হয়ে এবারের এপ্রিলের ১১ তারিখ আমাদের প্রথম কম্পিউটার সফটওয়্যার মুক্তি পেয়েছে। তবে কমার্শিয়ালি নয়, ওপেন সোর্সে!

হ্যাঁ! সকলের জন্য সোর্স কোডও উন্মুক্ত করে দেওয়া হয়েছে!

ক্রিয়েটিভ কমন্স আইনের আওতায় ফ্রিতে রিলিজ করা হয়েছে আমাদের প্রথম ডেস্কটপ অ্যাপ "Digital Regional Language Dictionary of Bangladesh"

http://grplusbd.net/app/regional-dictionary/

বলতে গেলে এটা আমাদের যোগ্যতার পরিচয়।

সারা বাংলাদেশ থেকে উৎসাহী কিশোর-কিশোরীদের খুজছি আমরা এর পরবর্তী আপডেট গুলো তৈরির জন্য এবং আমাদের টিমে যোগ দিতে!

ধন্যবাদ সকলকে! এরপর ইনশাআল্লাহ্‌ গেইম ডেভেলপমেন্টেও যাবো ;)
আরও পড়ুন

নিয়ে নিন Project IGI-এর Enemy Disable করার Trainer

নিয়ে নিন Project IGI-এর Enemy Disable করার Trainer
আসসালামু আলাইকুম,আমি নিজে একজন তুখোর প্রোগ্রামার না, মাথা খাটিয়ে এই ছোট ট্রেইনার তৈরি করেছি।

এতে এসএফএক্স স্ক্রিপ্ট ব্যাবহার করে সেলফ এক্সট্রাক্টর বানিয়েছি।



তো আগে ডাউনলোড করে নিন,


এবার আইজিআই গেইমের "PC" ফোল্ডারে এই জীপ ফাইল Extract Here দিন।

এবং দুইটি ফাইল পাবেন।

  • Disable Hack by Tawsif.exe
  • Enable Hack by Tawsif.exe
এবার খুবই সহজ!

Enable Hack by Tawsif.exe ইন্সটাল করলে শত্রুরা আপনাকে গুলি করতে পারবে,
আবার Disable Hack by Tawsif.exe ইন্সটাল করলে শত্রুরা আপনাকে গুলি করতে দেখে দৌরে পালাবে :p

আরও পড়ুন

পেন্সিল ব্যাটারির পাওয়ার ব্যাংক!

পেন্সিল ব্যাটারির পাওয়ার ব্যাংক!
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
আমি ইঞ্জিনিয়ার সাহেব ইজ ব্যাক (মজা করলাম)
যাই হক, অনেকদিন হাতে হাতে মজার কোন প্রোজেক্ট বানানো হয় না,
আজ মজার কিন্তু কাজের একটা জিনিস বানাবো। একটা পাওয়ার ব্যাঙ্ক!



এবার পাওয়ার ব্যাঙ্কের দুইটা প্রোজেক্ট বানাবো, আলাদা আলাদা পোস্টে দুইটি থাকবে।


প্রথমে আমরা পেন্সিল ব্যাটারি দিয়ে ট্রাই করবো।

একটা পেন্সিল ব্যাটারির দাম মাত্র ১০ টাকা। আর আমাদের এই পাওয়ার ব্যাংক বানাতে লাগবে ৪টা ব্যাটারি। রিচার্জ করা গেলে তো কথাই নেই!

তো আমাদের প্রথমে একটা ব্যাটারি কেস যোগাড় করতে হবে। অনলাইন শপে কিনতে পাওয়া যায়, আবার পুরোনো খেলনায়ও পাওয়া যায়, তবে নিজেরাই বানিয়ে নিতে পারব আশা করি কিছু শক্ত কাগজ, আঠা আর স্টেপলার পিন দিয়ে।


সিরিজ ব্যাটারি কানেকশান


প্রথমে আঠা আর শক্ত কাগজ দিয়ে কেস বানাতে হবে এবং স্টেপলার পিন দিয়ে ব্যাটারি কানেক্টর বানাতে হবে।
এবার আমাদের ৪টা ব্যাটারি সিরিজে বসাতে হবে।

ব্যাটারি কেসিং
এবার একটা চার্জার ক্যাবল নিন, কাটলেই একটা লাল এবং কালো তার দেখতে পাবেন।
না পেলে চার্জার ক্যাবলটা কোন পাওয়ার সাপ্লাইয়ে লাগিয়ে মাল্টিমিটার দিয়ে দেখতে পারেন কোনটা পজিটিভ এবং নেগেটিভ।

এবার ব্যাটারি কেসিং-এর পজিটিভ/নেগেটিভ চার্জার ক্যাবলের পজিটিভ/নেগেটিভে কানেক্ট করুন। এতে আপনি একটা ৫ ভোল্টের একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন।
এটা ৬ ভোল্ট 1.5A পাওয়ার ব্যাংকের কাজ করবে।


আরও পড়ুন

Trainer +2 :: IGI 1 - I'm Going In Trainer Tested

Trainer +2 :: IGI 1 - I'm Going In Trainer Tested
আসসালামু আলাইকুম,
আমি একটা আইজিআই ১ এর ট্রেইনার পেলাম। বহু আগেই হার্ড ড্রাইভে সেভ ছিল, খেয়াল ছিল না, আজ খুজে পেলাম।



আপনারাও ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুন!

এখন ট্রেইনার জীপ ফাইল ডাউনলোড করে আইজিআই গেইমের igi.exe যে ফোল্ডারে সেখানে রাখুন মানে PC ফোল্ডারে রাখুন এবং রাইট ক্লিক করে winrar বা 7-Zip দিয়ে extract here দিন। এতে সেখানে দুইটি ফাইল আসবে।
  1. igitrain.exe
  2. igitrain.txt

 এবার igi.exe দিয়ে গেইম চালু করে মিনিমাইজ করে igitrain.exe ওপেন করে দুটি অপশনে টিক দিয়ে দিন এবং গেইমে প্রবেশ করুন, গেইম খেলতে খেলতে F11 এবং F12 চাপলেই আনলিমিটেড অ্যামো আর হেলথ পেয়ে যাবেন!

ধন্যবাদ সকলকে!

আরও পড়ুন

IGI 1 -এ আনলিমিটেড অ্যামো নিন, কোন ট্রেইনার লাগবে না

IGI 1 -এ আনলিমিটেড অ্যামো নিন, কোন ট্রেইনার লাগবে না
আসসালামু আলাইকুম,

ডেভেলপাররাই এই ছোট গেইমের চিট রেখে দিয়েছেন।

এই গেইমের পাওয়া কোন চিট কোডই কাজ করে না, কিন্তু এই হ্যাক কাজ করে।




  • প্রথমে IGI.exe এর একটা শর্টকাট বানিয়ে নিন।
  • সেই শর্টকাটের প্রোপারটিজে যান।
  • টার্গেট বের করুন।

টার্গেট হবে এরকম,

"C:\Games Downloaded from internet\Project IGI 1 - I'M Going In\PROJIGI\PC\IGI.exe"



এটাকে এরকম বানিয়ে দিন, শেষে কেবল স্পেস দিয়ে unlimitedammo লিখে দিন,

"C:\Games Downloaded from internet\Project IGI 1 - I'M Going 
In\PROJIGI\PC\IGI.exeunlimitedammo

এবার প্রপারটিজ এপ্লাই করে সেভ করে দিন, এবং এই শর্টকাট দিয়ে গেইম চালু করুন, দেখবেন আপনার অ্যামো আনলিমিটেড!

এরকম আরও চিট থাকলে অবশ্যই শেয়ার করবেন।

আরও পড়ুন

Cheat Codes :: IGI 2: Covert Strike

Cheat Codes :: IGI 2: Covert Strike
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
গেইমটি খেলে নিশ্চয়ই মজা পাচ্ছেন।
এবার চিট কোড নিয়ে নিন।

মেইন মেনুতে গিয়ে এই হট-কি গুলো চাপতে হবে,



  • ctrl + Shift + F9  - সব মিশন আনলক
  • ctrl + Shift + F12 - মিশনের মাঝে মিশন ইস্কিপ(সরাসরি পরের মিশন)
আরও পড়ুন

আইজিআই ২ :: কভার্ট স্ট্রাইক - IGI 2 : Covert Strike

আইজিআই ২ :: কভার্ট স্ট্রাইক  - IGI 2 : Covert Strike



আসসালামু আলাইকুম,

এই গেইমটি আমার খেলা লো রেজুলেশনের সেরা গেইমগুলোর একটা।
ডেভিড জোন্স সেরকম একটা ক্যরেক্টার।
এখানেও অ্যামেরিকা রাশিয়া স্নায়ু যুদ্ধের ছোঁয়া আছে।
আপনি এখানে খেলবেন ডেভিড জোন্স চরিত্রে।

গেইমস রিকুয়ারমেন্টঃ

  • প্রসেসর ১ গিগাহার্জ 
  • র‍্যাম ১ জিবি
  • গ্রাফিক্স মেমরি ২৫৬ এমবি
  • ওএস উইন্ডোজ এক্সপি, ভিস্তা, ৭, ৮, ১০
  • হার্ডড্রাইভ ১.৯ জিবি




এর গেইমপ্লে ভালো, তবে গেইম সেভ ফিচারটি ভালো লাগেনি। সেখানে কুইক সেভ থাকলে পারতো।
গ্রাফিক্স আগের সংস্করণ থেকে ভালো। সাউন্ড ইফেক্ট উন্নত।

আনুসাঙ্গিক পোস্ট,



এই গেইমের মুল চরিত্র হল ডেভিড জোন্স, সে একজন এজেন্ট এবং সে Institute for Geotactical Intelligence and former BritishSAS এর এজেন্ট, ওকে চারপাথিয়ান পাহাড়ের পাদদেশে একটা মাফিয়া বেজে পাঠানো হয় একটা ইএমপি চিপ উদ্ধার করে আনতে যেটা একটা ইউএস মিলিটারি ফ্যাকাল্টি থেকে চুরি যায়।


প্যারাসুট জাম্প করে নেমে একে একে অসাধারন দুইটি মিশন শেষ করে তাকে ওয়েদার ষ্টেশনে যেতে হবে। তার মিশন ডিরেক্টর ফিলিপ হোয়াইট তাকে চিপ খুজে আইজিআই হেড কোয়ারটারে আসতে বলে।



তাতে করে বিজ্ঞানিরা আবার গবেষণা করতে পারবে। কিন্তু দেখা যায় চুরি যাওয়া চিপটিকে আরও উন্নত করা হয়েছে, এতে ফিলিপ বুঝে যায় এর উন্নত ভার্সনের ব্লু প্রিন্ট কোথাও আছে। ফিলিপ তাকে এই আপডেটেড ভার্সন  ধংশ করে ফেলতে আবার প্রোডাকশন ফ্যাসিলিটি মিশনে পাথায়, এখানে একটা ফ্যাক্টরি ধ্বংস করতে হয় জোনকে।

এই মিশনের পর ডেভিড যে হেলিকপ্টারে পালিয়ে যায়, সেই হেলিকপ্টারের পাইলট রবার্ট কোয়েস্ট তাকে বিট্রে করে এবং হেলিকপ্তার থেকে ফেলে দেয় রাশিয়ার সীমান্তে। কোনো ক্রমে বেঁচে যায় ডেভিড।
রবার্ট আর ফিলিপ দুজনে মিলে কয়েকজন গার্ড আর বিজ্ঞানীকে গুলি করে চুরি করে নিয়ে যায় ইএমপি চিপটা .

ফিলিপের কোনও ট্রেস পাওয়া না যাওয়ায় তদন্ত করে দেখা যায়, জ্যাক প্রিবয় নামের এক অস্ত্র ব্যাবসায়ি তার সাথে বিশাল পরিমানের অস্ত্রের ডিল করেছে লিবিয়ায়।
তখন নতুন মিশন ডিরেক্টর অ্যানা বের করে যে, জ্যাক লিবিয়ার গোয়েন্দা দ্বারা বন্দি হয়ে আছে বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহের জন্য। তাকে উদ্ধার করতে গিয়ে ডেভিড নিজেও বন্দি হয়।
তারপর কোনোমতে পালিয়ে, ফায়ার ফাইট করে জেল ভেঙ্গে পালায় তারা দুজন। জ্যাক এর বাড়ি থেকে প্রয়োজনীয় ফাইল চুরি করে নিতে হয় ডেভিডকে, কারণ সেই বাড়িতে তখন আর্মির আনাগোনা। তারপর দেখা যায় সেই ফাইল গুলো কোন কাজেরই না, আসল ফাইল মেজর সাইদ সরিয়ে নিজের বেজে নিয়ে রেখেছে। তখন একটা আর্মি এয়ার বেজ থেকে একটা হেলিকপ্টার চুরি করে নেয় ডেভিড আর জ্যাক।
তারপর গান ফাইট করে ছিনিয়ে নেয় সেই আসল ফাইলগুলো।
তারপর জ্যাক তাকে জানায় যে, ফিলিপ তার সাথে ডিল করছিলো মিশরের একটা সমুদ্র বন্দরে।
সেখানে গিয়ে ডেভিড আবিস্কার করে যে এই চিপ আয়টিভেট করার জন্য তারা কোন দেশের সাহায্য নিতে যাচ্ছে।
তখন ডেভিড তার পাইলট রবার্টকে খুন করে একটা রাশিয়ান সি-প্লেন চুরি করে চীনের কাছে একটা দ্বীপে যায়, অ্যানা সেখানে স্যটেলাইটে সন্দেহজনক কিছু লক্ষ করে, সেখানে গিয়ে তাদের কম্পিউটার হ্যাক করে ডেভিড জানতে পারে তারা চাইনিজ জেনারেল উ জিং -এর সাথে একটা স্যটেলাইট ক্যানন তৈরি করতে যাচ্ছে যেটা দিয়ে কোনও দেশের নেটওয়ার্ক ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া যায়।

সেখানে একটা এন্সিয়েন্ট ক্যাসেল খুজে পায় জোন, সেখানে একটা ল্যাব তৈরি করা হয়েছে।
সেখানে সে লুকিয়ে সব লক্ষ করতে থাকে। সেখানে দেখা যায়, রবার্টের মৃত্যুর জন্য ফিলিপ জেনারল কে দায়ি করতে থাকে, কিন্তু খুন করেছিল ডেভিড। এতে জেনারেল রেগে ফিলিপকে গুলি করে মেরে ফেলে। তারপর ঘটনাক্রমে ডেভিড জানতে পারে, জেনারেল ৩য় বিশ্বযুদ্ধ ঘটাতে জাচ্ছে, তাই সাথে সাথে গান ফাইটে গুলি করে জেনারেল আর তার কমান্ডো বাহিনীকে মেরে ফেলে জোন।

তারপর খুজে বের করে সেই লাঞ্চ প্যাড যেখানে থেকে একটি স্পেস শাটলে করে সেই সাটেলাইট ক্যানন লাঞ্চ করা হবে। সেখানে গোপনে আক্রমন চালায় ডেভিড, চুপিসারে গার্ডদের খতম করে স্যটেলাইট নস্ট করে দেয়, তারপর আইজিআই টিম চলে আসে তাকে উদ্ধার করার জন্য।
আরও পড়ুন

গানশিপ স্ট্রাইক 3D - Gunship Strike 3D

গানশিপ স্ট্রাইক 3D - Gunship Strike 3D
আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আজ প্লে স্টোরে ঘুরতে ঘুরতে এই গেইমটা পেয়ে গেলাম, গ্রাফিক্স গানশিপ ব্যটেলের চেয়ে খারাপ হলেও গেইম প্লে নিঃসন্দেহে অনেক উন্নত!


এখানে কন্ট্রোল আসলেই যে ভালো না সেটা আমিও স্বীকার করবো, তবে গেইম প্লে চমৎকার। খেলতে খেলতে কন্ট্রোলও ঠিক হয়ে যাবে।

এখানে পয়েন্ট নেই, আছে এনার্জি। এনার্জি খরচ করে গেইম মিশন খেলতে হবে।

ইন্টারনেট কানেকশান সহ প্রতিদিন লগিন করলেই ১০০০ গোল্ড কয়েন বোনাস পাবেন।
অসাধারন সব গানশিপের একটি পাবেন গেইমের শুরুতেই!
আছে মজার ও ধ্বংসাত্মক কিছু গানশিপ এবং অস্ত্র।

এখানে মিশনগুলোতে আছে কিছু নতুনত্ত! ডাটা হ্যাক করে আনার মিশনও আছে এতে!
মেশিনগানে আছে আনলিমিটেড অ্যামো!
মেশিন গান আর মিসাইলের একারেসি তেমন ভালো না, তবে প্র্যাকটিসের ব্যাপার!

এটা যেকোনো অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করে।

ডাউনলোড করে নিন!




আরও পড়ুন

এবার উইন্ডোজ ৭, ৮, ১০ এ মডার্ন গ্রাফিক্স কার্ড সহ যেভাবে NFS II গেইম খেলবেন!

এবার উইন্ডোজ ৭, ৮, ১০ এ মডার্ন গ্রাফিক্স কার্ড সহ যেভাবে NFS II গেইম খেলবেন!
আসসালামু আলাইকুম,
এবার উইন্ডোজ ৭, ৮, ১০ এ মডার্ন গ্রাফিক্স কার্ড সহ যেভাবে এই গেইম খেলবেন তারই টিউটোরিয়াল নিয়ে এসেছি।


প্রথমে গেইমটির সেটাপ ফাইল, ৩ডি ড্রাইভার ও অন্যান্য আনুসঙ্গিক সফটওয়্যারের প্যাকেজ ডাউনলোড করে নিন।


আপনি ডাউনলোডের পর সেটআপ দিয়েও লাভ হবে না, মডার্ন গ্রাফিক্স কার্ডে এটা ২ডি গ্রাফিক্সের জন্য চলে না। তাই বলে যে সেটআপ দেবেন না টা নয়, সেটআপ করুন, বাকি ডিরেকশন ভালো করে দেখতে থাকুন। এবং এটার গ্রাফিক্স রেন্ডারার ডাইরেক্ট এক্স বা থ্রি ডি এফএক্স সাপোর্ট করে না। ফলে গেইম গ্রাফিক্স কম্পিউটার ডিকোড করতে পারে না।

কিন্তু এই প্যাচ দিয়ে আপনি যেকোনো উইন্ডোজ পিসিতে এই গেইম রান করাতে পারবেন।

প্রথমে আপনাকে ২ডি টু ৩ডি এফএক্স কনভার্টার বা রেন্ডারার যোগাড় করতে হবে। এটা ছাড়া তুমি এনএফএস ২, রোড রাশ, ভিকপ ইত্যাদি পুরাতন গেইম মডার্ন কম্পিউটারগুলোতে চালাতে পারবে না। এই রেন্ডারারের নাম nGlide. প্যাকেজের ভেতর এন গ্লাইড দেয়া আছে, সেটাপ করলেই হবে।


এখন যে ভিডিও প্যাচ ফাইলটা জীপ আকারে আছে ওটা গেইম ডিরেক্টরিতে নিয়ে এক্সট্রাক্ট কর।
এবং NFS2SE Patch (use for playing) নামের ফোল্ডার থেকে সব ফাইল মেইন গেইম ডিরেক্টরিতে আনুন এবং .BAT ফাইল  দিয়ে সেটআপ করে নিন।

যদি গেইম চালু না হয়ে ব্ল্যাক স্ক্রিন আসে তবে NFS2SE Patch (use only if the first patch gives you black screen or you want to watch videos) ফোল্ডারের সব ফাইল মেইন গেইম ডিরেক্টরিতে এনে .bat ফাইল দিয়ে সেটাপ করুন।

এবং ছোট হাতের অক্ষরের যে অ্যাপলিকেশন আছে, সেটা দিয়ে গেইম চালু করো।
আরও পড়ুন

Trainer +5 :: IGI 2 - Covert Strike Trainer Tested

Trainer +5 :: IGI 2 - Covert Strike Trainer Tested
আসসালামু আলাইকুম,আগেরবার তো নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেডের ট্রেইনার এনেছিলাম। এবার আইজিআই ২ এর ট্রেইনার নিয়ে এলাম।




খুবই সহজ ব্যাবহার, কাজও ভালো করে।

ডাউনলোড করে নিনঃ
https://drive.google.com/file/d/0Bz8X6FgnifH3LWxJUW9oUmo1ekU/

এখন নিচের ছবি অনুসরন করুন।

আইজিআই ২ ডিরেক্টরিতে গিয়ে PC নামক ফোল্ডারে যান এবং ট্রেইনারের জীপ ফাইল সরাসরি এক্সট্রাক্ট করে দিন। পাসওয়ার্ড চাইলে GR+BD দিবেন।



এখন দুইটি ফাইল আসবে, আন্টিভাইরাস ইএক্সই (.exe) কে ব্লক করে দিতে পারে, কিন্তু এটা ভাইরাস নয়। তাই আন্টিভাইরাস ডিসএবল করে দিন।
ফাইল দুটি হল,
  • r-igi2t4.exe
  • r-igi2t4.nfo

এখন ডাবল ক্লিক করে r-igi2t4.exe চালু করে দাও।



এখন গেইম চালু করে মজা নাও, কেবল মিশনের মাঝে F1, F2, F3, F4 চেপে দাও। F5 চেপে দিলে আবার নরমাল হয়ে যাবে।

যে যে ফাংশান আছে,

  • f1 চাপলে আনলিমিটেড হেলথ
  • f2 চাপলে আনলিমিটেড অ্যামো
  • f3 চাপলে আনলিমিটেড ম্যাগাজিন
  • f4 চাপলে আনলিমিটেড গ্রেনেড, মিসাইল, রকেট
  • f5 চাপলে ব্যাক টু নরমাল
  
আরও পড়ুন

মোট পাতাদর্শিত