IGI 1 -এ আনলিমিটেড অ্যামো নিন, কোন ট্রেইনার লাগবে না

আসসালামু আলাইকুম,

ডেভেলপাররাই এই ছোট গেইমের চিট রেখে দিয়েছেন।

এই গেইমের পাওয়া কোন চিট কোডই কাজ করে না, কিন্তু এই হ্যাক কাজ করে।




  • প্রথমে IGI.exe এর একটা শর্টকাট বানিয়ে নিন।
  • সেই শর্টকাটের প্রোপারটিজে যান।
  • টার্গেট বের করুন।

টার্গেট হবে এরকম,

"C:\Games Downloaded from internet\Project IGI 1 - I'M Going In\PROJIGI\PC\IGI.exe"



এটাকে এরকম বানিয়ে দিন, শেষে কেবল স্পেস দিয়ে unlimitedammo লিখে দিন,

"C:\Games Downloaded from internet\Project IGI 1 - I'M Going 
In\PROJIGI\PC\IGI.exeunlimitedammo

এবার প্রপারটিজ এপ্লাই করে সেভ করে দিন, এবং এই শর্টকাট দিয়ে গেইম চালু করুন, দেখবেন আপনার অ্যামো আনলিমিটেড!

এরকম আরও চিট থাকলে অবশ্যই শেয়ার করবেন।


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত