আসসালামু আলাইকুম,
আমি একটা আইজিআই ১ এর ট্রেইনার পেলাম। বহু আগেই হার্ড ড্রাইভে সেভ ছিল, খেয়াল ছিল না, আজ খুজে পেলাম।
আপনারাও ডাউনলোড করে নিন।
আমি একটা আইজিআই ১ এর ট্রেইনার পেলাম। বহু আগেই হার্ড ড্রাইভে সেভ ছিল, খেয়াল ছিল না, আজ খুজে পেলাম।
আপনারাও ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুন!
এখন ট্রেইনার জীপ ফাইল ডাউনলোড করে আইজিআই গেইমের igi.exe যে ফোল্ডারে সেখানে রাখুন মানে PC ফোল্ডারে রাখুন এবং রাইট ক্লিক করে winrar বা 7-Zip দিয়ে extract here দিন। এতে সেখানে দুইটি ফাইল আসবে।
- igitrain.exe
- igitrain.txt
এবার igi.exe দিয়ে গেইম চালু করে মিনিমাইজ করে igitrain.exe ওপেন করে দুটি অপশনে টিক দিয়ে দিন এবং গেইমে প্রবেশ করুন, গেইম খেলতে খেলতে F11 এবং F12 চাপলেই আনলিমিটেড অ্যামো আর হেলথ পেয়ে যাবেন!
ধন্যবাদ সকলকে!