পুলিশের গাড়ির বা ভিআইপি গাড়ির লাইট বারের মতো কাস্টম লাইট বার বানিয়ে নিন!

আসসালামু আলাইকুম,
কেমন আছেন? প্রায় ২ সপ্তাহ পর এলাম পোস্ট করতে :D
এবার আপনাদের আমার নিজের ডিজাইন করা একটা সার্কিট উপহার দেবো।

এই সার্কিট দিয়ে কিছু সাধারণ যন্ত্রাংশ দিয়েই ভিআইপি বা পুলিশ লাইট বানিয়ে ফেলতে পারবেন।


অনেকের কাছে জিনিশটা সিম্পল মনে হলেও এটাতে আমি আরও দুটো ফাংশান বাড়িয়ে দিয়েছি।

এটাতে এখন আপনি লাইটের স্পিড পরিবর্তন করতে পারবেন। আমি দুটো ক্যাপাসিটর দিয়েছি দুটো স্পীডের জন্য। আপনি ইচ্ছামত ক্যাপাসিটর আর সুইচের পরিমান বাড়িয়ে নিতে পারবেন। বাতির পরিমান বেশি হলে BC547 এনপিএন ট্রানজিস্টার ব্যাবহার করতে পারেন।

পাওয়ার মাত্র ৬০০ মিলি অ্যাম্পিয়ারেই হবে। ৫ ভোল্ট লাগবে।

এছাড়া "লাল নীল লাল নীল" এভাবে জলা ছাড়াও লাল নীল দুটি একসাথে জলবে নিভবে এরকম একটা ফাংশানো দিয়ে দিয়েছি।
এক কথায় মজার একটা সার্কিট!

  








Related Posts
Previous
« Prev Post

2 মন্তব্য(গুলি)

মোট পাতাদর্শিত