গানশিপ স্ট্রাইক 3D - Gunship Strike 3D

আসসালামু আলাইকুম,
কেমন আছেন? আজ প্লে স্টোরে ঘুরতে ঘুরতে এই গেইমটা পেয়ে গেলাম, গ্রাফিক্স গানশিপ ব্যটেলের চেয়ে খারাপ হলেও গেইম প্লে নিঃসন্দেহে অনেক উন্নত!


এখানে কন্ট্রোল আসলেই যে ভালো না সেটা আমিও স্বীকার করবো, তবে গেইম প্লে চমৎকার। খেলতে খেলতে কন্ট্রোলও ঠিক হয়ে যাবে।

এখানে পয়েন্ট নেই, আছে এনার্জি। এনার্জি খরচ করে গেইম মিশন খেলতে হবে।

ইন্টারনেট কানেকশান সহ প্রতিদিন লগিন করলেই ১০০০ গোল্ড কয়েন বোনাস পাবেন।
অসাধারন সব গানশিপের একটি পাবেন গেইমের শুরুতেই!
আছে মজার ও ধ্বংসাত্মক কিছু গানশিপ এবং অস্ত্র।

এখানে মিশনগুলোতে আছে কিছু নতুনত্ত! ডাটা হ্যাক করে আনার মিশনও আছে এতে!
মেশিনগানে আছে আনলিমিটেড অ্যামো!
মেশিন গান আর মিসাইলের একারেসি তেমন ভালো না, তবে প্র্যাকটিসের ব্যাপার!

এটা যেকোনো অ্যান্ড্রয়েড ভার্সন সাপোর্ট করে।

ডাউনলোড করে নিন!





Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত