শেষ পর্যন্ত সফল হল ওদের যাত্রা।যায়েদরা চেয়েছিলো এবারের পহেলা বৈশাখ সুবিধাবঞ্চিত শিশুদের সাথে পালন করবে। তাদের সাথে খাওয়া দাওয়া করবে, গান বাজনা করবে, তাদের জামা উপহার দেবে, খাতা কলমও দেবে।
সাথের দুই বন্ধু পাশে এশে দাঁড়ায়। সিয়াম, আমার গর্বিত সহকর্মী, এবং লিমন। সাথে এশে পরে তাদের সহপাঠী ইমতিয়াজ, জুবায়ের এবং জিম সহ অনেকে। ইভেন্ট খলে ফেসবুকে। তাদের সংগঠনের নাম 'শুভ উদ্যোগ'।
সেখানে ইনভাইট করা হয় প্রায় তিনহাজার মানুষকে, যার মধ্যে প্রায় এক হাজার মানুষ তাদের অনুদান দিয়েছে পথশিশুদের সাহায্য করার জন্য।
প্রায় এক মাস ধরে ডোনেশন তুলেছিল তারা সহপাঠী, শিক্ষক, বন্ধু, আত্মীয় স্বজন থেকে।
এবং অবশেষে ওদের পাশে এসে দাঁড়ায় কালের কণ্ঠ শুভ সংঘ, নানা ভাবে সহায়তা করে ওদের।
কারোয়ান বাজারের একটি পথশিশুদের স্কুলের ৫০ জন শিশু এবং ১০ জন শিক্ষককে আমন্ত্রন জানায় তারা।
এবং সফল ভাবে তাদের ইভেন্ট সম্পন্ন করে শহীদ পুলিশ স্মৃতি কলেজ মাঠে।
তোমরা আসলেই কিশোরদের আইডল। এখন পহেলা বৈশাখ মানেই দাঁড়ায় বন্ধু বান্ধবীদের সাথে সেলফি তুলো, মজা করো। এখানে আর নতুনকে বরন করা হলো কই? তোমরাই নতুন কিছু করে দেখিয়ে দিয়েছ।
আমিও তোমাদের বন্ধু গর্ব বোধ করি।
সাথের দুই বন্ধু পাশে এশে দাঁড়ায়। সিয়াম, আমার গর্বিত সহকর্মী, এবং লিমন। সাথে এশে পরে তাদের সহপাঠী ইমতিয়াজ, জুবায়ের এবং জিম সহ অনেকে। ইভেন্ট খলে ফেসবুকে। তাদের সংগঠনের নাম 'শুভ উদ্যোগ'।
ছবিঃ রাফিউল চৌধুরী বাপ্পি |
সেখানে ইনভাইট করা হয় প্রায় তিনহাজার মানুষকে, যার মধ্যে প্রায় এক হাজার মানুষ তাদের অনুদান দিয়েছে পথশিশুদের সাহায্য করার জন্য।
প্রায় এক মাস ধরে ডোনেশন তুলেছিল তারা সহপাঠী, শিক্ষক, বন্ধু, আত্মীয় স্বজন থেকে।
এবং অবশেষে ওদের পাশে এসে দাঁড়ায় কালের কণ্ঠ শুভ সংঘ, নানা ভাবে সহায়তা করে ওদের।
কারোয়ান বাজারের একটি পথশিশুদের স্কুলের ৫০ জন শিশু এবং ১০ জন শিক্ষককে আমন্ত্রন জানায় তারা।
এবং সফল ভাবে তাদের ইভেন্ট সম্পন্ন করে শহীদ পুলিশ স্মৃতি কলেজ মাঠে।
তোমরা আসলেই কিশোরদের আইডল। এখন পহেলা বৈশাখ মানেই দাঁড়ায় বন্ধু বান্ধবীদের সাথে সেলফি তুলো, মজা করো। এখানে আর নতুনকে বরন করা হলো কই? তোমরাই নতুন কিছু করে দেখিয়ে দিয়েছ।
আমিও তোমাদের বন্ধু গর্ব বোধ করি।
ছবিঃ রাফিউল চৌধুরী বাপ্পি |