Trainer +5 :: IGI 2 - Covert Strike Trainer Tested

আসসালামু আলাইকুম,আগেরবার তো নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেডের ট্রেইনার এনেছিলাম। এবার আইজিআই ২ এর ট্রেইনার নিয়ে এলাম।




খুবই সহজ ব্যাবহার, কাজও ভালো করে।

ডাউনলোড করে নিনঃ
https://drive.google.com/file/d/0Bz8X6FgnifH3LWxJUW9oUmo1ekU/

এখন নিচের ছবি অনুসরন করুন।

আইজিআই ২ ডিরেক্টরিতে গিয়ে PC নামক ফোল্ডারে যান এবং ট্রেইনারের জীপ ফাইল সরাসরি এক্সট্রাক্ট করে দিন। পাসওয়ার্ড চাইলে GR+BD দিবেন।



এখন দুইটি ফাইল আসবে, আন্টিভাইরাস ইএক্সই (.exe) কে ব্লক করে দিতে পারে, কিন্তু এটা ভাইরাস নয়। তাই আন্টিভাইরাস ডিসএবল করে দিন।
ফাইল দুটি হল,
  • r-igi2t4.exe
  • r-igi2t4.nfo

এখন ডাবল ক্লিক করে r-igi2t4.exe চালু করে দাও।



এখন গেইম চালু করে মজা নাও, কেবল মিশনের মাঝে F1, F2, F3, F4 চেপে দাও। F5 চেপে দিলে আবার নরমাল হয়ে যাবে।

যে যে ফাংশান আছে,

  • f1 চাপলে আনলিমিটেড হেলথ
  • f2 চাপলে আনলিমিটেড অ্যামো
  • f3 চাপলে আনলিমিটেড ম্যাগাজিন
  • f4 চাপলে আনলিমিটেড গ্রেনেড, মিসাইল, রকেট
  • f5 চাপলে ব্যাক টু নরমাল
  

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত