আসসালামু আলাইকুম,
বাসার পাশের দোকানে কোনো যন্ত্রপাতি না পেলে কোথায় যাই?
হয় স্টেডিয়াম মার্কেট, মিরপুর ১, পাটুয়াটুলি, গুলিস্তান।
কিন্তু যারা বাহিরে যেতে চান না তারা নেট পেলেই চলে যান টেকশপে।
হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস যা শুধু ইলেকট্রনিক্স এবং এঞ্জিনিয়ারিং পন্যের জন্য।
এখানে আপনি শুধু কিনতে নয়, পারবেন নিজের বানানো কোন সার্কিট বা মডিউল বিক্রিও করতে।
এছাড়া তারা নিজেদের তৈরি মডিউলও বিক্রি করে সেখানে,
যেকোনো প্রকার সেন্সর, মাইক্রোচিপ, আইসি এবং অন্যান্য খুচরা যন্ত্রাংশ পাবেন হাতের নাগালের দামেই। ইচ্ছে মতো পন্যের জন্য তাদের একটাই সার্ভিস চার্জ। এছাড়া সহজ ইন্টারফেস এর কারণে কেনাকাটাও সহজ। এছাড়া কেনার পর আপনার ইমেইলে পৌঁছে যাবে পুরো মেমো। এছাড়া প্রোডাক্টের পুঙ্খানুপুঙ্খ ডিটেইলও সেখানে পাবেন।
আমি পরামর্শ দেবো সকাল ৯টার আগে অর্ডার প্লেস করতে, এতে জিনিস সে দিনই ডেলিভারি পাবেন।নতুবা পর দিন ডেলিভারি পাবেন।
এছাড়া নানা রকম অনলাইন কুইজে অংশ নিয়ে প্রমো কোড জিতে কেনাকাটায় ডিস্কাউন্ট পেতে পারেন।
এছাড়া নিজের কোন প্রিন্টেড সার্কিট বোর্ড দরকার হলে কেবল তাদের কাছে দিজাইন দিয়ে অর্ডার করলেই পেয়ে যাবেন আপনার প্রিন্টেড সার্কিট বোর্ড!
এছাড়া আপনি যদি ইলেক্ট্রনিক্স এবং মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিংএ একদম নতুন হন তবে টেক শপ বিডি এর নানা কোর্সে অংশ নিতে পারেন, এছাড়া ফ্রি সেমিনারেও যেতে পারেন।
এছাড়া কিছু মজার মজার প্রোজেক্ট টিউটোরিয়ালও পাবেন সেখানে,
এছাড়া ক্যাশ পেমেন্টের জন্য আছে সকল ব্যাবস্থাই!