None But এবং আমাদের শিক্ষা ব্যাবস্থা

None But এবং আমাদের শিক্ষা ব্যাবস্থা

ইংরেজি ক্লাস হচ্ছে।
টপিক transformation.
স্যার প্রস্ন করলেন, “কেউ কি এটা পারবে? “Only Allah Can Help Us. “?
“জী স্যার, আমরা পারবো”
“তবে কর”

আফটার ১ মিনিট...

“ স্যার হইয়া গেছে !”
“ কি লিখেছ? “
স্যার, None But Allah can help Us
“ আচ্ছা none but মানে বলতে পারবা? “
“উম...... না স্যার, বলতে পারবো না ”
“ কি অবস্থা তোমাদের! None but  মানে জান না ”

উপরের এই ঘটনা আমার সামনে ঘটা।

যে জবাব দল সে ক্লাসের অন্নতম ভালো ছাত্র।
আমাদের শিক্ষা ব্যাবস্থাকে দোষারোপ করার জন্য এই উদাহরন যথেষ্ট না।
আমাদের পরাশনাকে ‘গরু’ রচনা থেকে ‘রাঁচি ভ্রমন’ পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে। বাহিরে জাওয়া যায় না। জেতেও দেওয়া হয় না।

ফিজিক্সের শিক্ষককে ভারসিটি লেভেলের প্রস্ন করলে তিনি জবাব না দিয়ে বলবেন ‘তুমি বুঝবে না’
আমার বন্ধু সালেহিন শিক্ষককে জিজ্ঞাস করল, ‘স্যার, সিপি প্রতিসাম্য কি?’
এই বয়শে তার ফিযিক্স বইতেতো আর সিপি প্রতিসাম্মের সংজ্ঞা থাকে না।
এক্ষেত্রে উনি জবাব দিলেন না, উনি জানেন না।
সালেহিন এর ধারনা পায় বিজ্ঞান পত্রিকা থেকে।
স্যার তো ফিজিক্সের শিক্কক হিসাবে বিজ্ঞান পত্রিকা পরতে পারতেন।
আবার আমার আরেক বন্ধু হিমেল বিজ্ঞান কংগ্রেসের জন্য গবেশনায় আছে। সে জরিপে পেল পড়ার স্মরণশক্তি কোথায় কেমন হয়।
সে শিক্ষকদের ৩টি ক্যাটাগরি করেছে। ১. পেটায়  ২. কম পেটায়  ৩. পেটায় না

তার গবেশনায় সফল ১ ও ২
১ ও ২ ছাত্রদের পড়াতে সক্ষম।


কিছু শিক্ষক ছাত্রদের মানশিক চাহিদা বুঝতে পারেন না। তাদের মানশিকতা এরেকম যে, মাইরের অপর ঔষধ নাই ।

আবার মুখস্তবিদ্দা আরেক বড় সমস্যা।

মুখস্থবিদ্যায় শিক্ষিত হওয়া যায়, মানুষ হওয়া না।

এছাড়া একটা ছাত্রের দায়িত্ব নিজেকে জানা ও বোঝা।
সে কোন ধরনের কাজের যোগ্য ও কিসে তার আগ্রহ তা তাকেই জানতে হবে এবং সে মাফিক ক্যারিয়ার গরতে হবে।

তেমনি অভিভাবকের দায়িত্ব আছে।
তাদের কখনই সন্তান্দের ওপর জোড় করে কোনও কিছু চাপাতে পারবেন না।
সন্তান সেচ্ছায় ডাক্তার হতে চাইলে হতে দিননা, সমস্যা কি?
ডাক্তারের বদলে সে এঞ্জিনিয়ার হলে সে এঙ্গিনিয়ার হবে, কিন্তু তার মনের ইচ্ছা আর শপ্ন ভেঙ্গে গুড়িয়ে যাবে।
আর সে হয়ে যাবে একটা যন্ত্র।

অনেকে ভাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া ভালো চাকরি নাই।

একজন ওয়েব ডেভেলপার একটা ওয়েবসাইট বানিয়ে লক্ষ টাকা কামাতে পারেন।
বিল গেইটস একজন পড়াশোনা না জানা কম্পিউটার প্রোগ্রামার।
স্তিভ জবস বেশিদিন পড়তে পারেন নি টাকার জন্য।
একজন পাইলট বিমানে দেশ বিদেশ ঘরেন, মাসে ২ লাখ টাকা কামান।
একজন ফটোগ্রাফার বনে বাদাড়ে ঘুরে ছবি তোলেন, তার মাশিক আয় ৮০ হাজার টাকা।

আমাদের দেশে সৃজনশীল পদ্দতি চালু করা হয়েছে।
আমি সৃজনশীলতার আভাস পাচ্ছি না।

আসলে আমাদের মানশিকতা বাপ – দাদার আমলে আটকে গেছে।
ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের দৌড়।

একজন ছাত্র চাইলেও পদার্থবিদ না হয়ে হয়ে যায় সচিব।
একজন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গবেষক না হয়ে হয়ে যায় আদর্শ মাতা কিংবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।








আরও পড়ুন

লাইভ দেখুন ক্রিকেট !

লাইভ দেখুন ক্রিকেট !
লাইভ দেখুন ক্রিকেট ! জিআর + এই !

বর্তমানে অনেক সাইটে লাইভ Stream আছে।

কিন্তু অ্যাডের যন্ত্রণায় দেখা যায় না, বা বিরক্ত লাগে।

সেজন্য জিআর+ অ্যাড ফ্রি লাইভ টিভি এনেছে।
এটা দেখতে আপনার প্রয়োজন,
  • ৫১২ কিলোবাইট বা উচ্চগতির ইন্টারনেট সংযোগ।
  • জাভা স্ক্রিপ্ট সাপোর্ট করে এমন ব্রাউজার।
মোবাইলের ক্ষেত্রে ৩জি সংযোগ ও জাভা স্ক্রিপ্ট সাপোর্ট করে এমন ব্রাউজার লাগবে।

তবে মোবাইলের জন্য অ্যাপের গ্রহনযোগ্যতা বেশি।

http://www.grplusbd.cf/p/blog-page_18.html এখান থেকে খেলা দেখুন।
আরও পড়ুন

কল্পনা থেকে বাস্তব, কোয়ান্টাম কম্পিউটার !

কল্পনা থেকে বাস্তব, কোয়ান্টাম কম্পিউটার !

কাসিক কম্পিউটার ও কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে কিছু মৌলিক পার্থক্য এবং মানবসভ্যতার কল্যাণে এর কিছু ব্যবহারিক দিক রয়েছে। 
কাসিক্যাল কম্পিউটার পরিচালিত হয় বাইনারি লজিক অনুসারে। বাইনারি লজিক পদ্ধতিতে ব্যবহার করা হয় বাইনারি ডিজিট অর্থাৎ বিট।
বিট গঠনের জন্য দরকার শুধু দু’টি সংখ্যাÑ শূন্য ও এক। শূন্য ও এক দ্বারা যথাক্রমে একটি সুইচের বন্ধ ও চালু দশা বোঝানো হয়। 
সুইচগুলো আবার ট্র্যান্সিস্টর নামেও পরিচিত। 
কম্পিউটার তৈরিতে এ রকম অসংখ্য ট্র্যান্সিস্টর ব্যবহার করা হয়। একটি মডার্ন ল্যাপটপে প্রায় ২ বিলিয়নেরও বেশি ট্র্যান্সিস্টর আছে। 
তার মানে, একটি সাধারণ কম্পিউটারের প্রসেসিং পাওয়ার নির্ভর করে ব্যবহৃত ট্র্যান্সিস্টরের সংখ্যার ওপর। 
বর্তমান বিশ্বে কম্পিউটার ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী, প্রতি দুই বছরে ট্র্যান্সিস্টরের সংখ্যাও দিগুণ বৃদ্ধি পাচ্ছে। 
এই ধারা বজায় থাকলে নিকট ভবিষ্যতে মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পে অস্বাভাবিক সংখ্যার ট্র্যান্সিস্টর সংযোজন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। 
মূলত এই অসুবিধার কথা বিবেচনা করে চিরস্থায়ী সমাধান হিসেবে কোয়ান্টাম কম্পিউটারের কথা ভাবা হয়। 
কোয়ান্টাম সিস্টেম কাসিক সিস্টেমের চেয়ে পুরোপুরি আলাদা। কাসিক বিটের পরিবর্তে কোয়ান্টাম কম্পিউটারে ব্যবহার করা হয় কোয়ান্টাম বিট, যেটা কিউবিট নামেও পরিচিত। 

মজার ব্যাপার হলো, এই কিউবিট একই সাথে শূন্য ও এক উভয়ের মতো আচরণ করতে পারে। বস্তুর ুদ্রতম কণা, যেমনÑ ফোটন, নিউকিয়াস, ইলেকট্রন ইত্যাদিকে কিউবিট হিসেবে ব্যবহার করা হয়। 

উদাহরণস্বরূপ একটি ইলেকট্রনের কথা বিবেচনা করা যাক। প্রতিটি ইলেকট্রন একেকটি অতি ক্ষুদ্র চুম্বক হিসেবে আচরণ করে। 
তাই চুম্বকীয় ক্ষেত্রের ধর্ম অনুযায়ী, এটি উত্তর-দক্ষিণ মেরু বরাবর অবস্থান করবে। 

ইলেকট্রনের এই বিশেষ ধর্ম ইলেকট্রন স্পিন নামে পরিচিত। 
কাসিক বিটের সাথে তুলনা করলে আমরা ঊর্ধ্বমুখী স্পিনকে এক ও নি¤œমুখী স্পিনকে শূন্য হিসেবে বিবেচনা করতে পারি।

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, 
স্বাভাবিক অবস্থায় একটি ইলেকট্রন যুগপৎভাবে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী দুই অবস্থায়ই থাকতে পারে। 

তার মানে, একই সাথে শূন্য ও এক হিসেবে আচরণ করে। 
কোয়ান্টাম বস্তুকণার এই ব্যতিক্রমধর্মী বৈশিষ্ঠ্যকে বলা হয় কোয়ান্টাম সুপারপজিশন। 
এ পদ্ধতিতে যেহেতু দু’টি ডিজিট একটির মতো আচরণ করে, 
সেহেতু প্রসেসরের লজিক্যাল ইউনিট অতি দ্রুত যেকোনো জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। 
কোয়ান্টাম কম্পিউটারের সফল বাণিজ্যিক উৎপাদন প্রযুক্তি খাতে আনতে পারে নানামুখী পরিবর্তন।

আরও পড়ুন

ফটোশপের ২৫ বছর !

ফটোশপের ২৫ বছর !

ফটোশপে প্রথম এডিট করা ছবিটি ছিল টমাস নোল এবং তার বান্ধবী (বর্তমান স্ত্রী) বোরা নোলের ।
১৯৮৮ সালের অগাস্ট মাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টমাস নোল ফটোশপ তৈরি করেন ।
পরবর্তীতে তিনি ও তার ভাই জন নোল এতে নতুন অপশন ও ফিচার যোগ করেন।

১৯৮৯ সালে অ্যাডবি সিস্টেমস ইনকর্পোরেটেড- এর কাছে সফটওয়্যারটি বিক্রি করেন তারা।

তার পরের বছর, ১৯৯০ সালে "অ্যাডবি ফটোশপ" নামে বাজারে আসে এটি ।

১৯শে ফেব্রুয়ারী ১৯৯০ সালে এর যাত্রা শুরু হয় ।

এখন এর বয়স ২৫ বছর ।
আরও পড়ুন

উইন্ডোজ ১০ এর পরে আর কোনও ভারসন আসবেনা!

উইন্ডোজ ১০ এর পরে আর কোনও ভারসন আসবেনা!
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় OS উইন্ডোজ ।





এই উইন্ডোজ ১৯৮৫ সালে প্রথম বাজারে আসে।
উইন্ডোজের সকল ভার্সন জনপ্রিয় ছিল তা না ।
উইন্ডোজ ৭ ও এক্সপি ব্যবহার করেছে বিশ্বের বিপুল মানুষ।

এবার আসছে উইন্ডোজ ১০ !

১০ এর পর আর কোনও ভার্সন বাজারে আসবে না।
১০ এর মধ্যে থেমে যাচ্ছে উইন্ডোজের যাত্রা ।

উইন্ডোজের ১০ এর পর ১১ নামে কোনও ভার্সন আসবে কিনা তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নি।

প্রতি তিন বছরে উইন্ডজের নতুন ভার্সন নিয়ে কাজ করে মাইক্রোসফট ।
নতুন ভার্সন এর বদলে উইন্ডোজ ১০ এর নতুন আপডেট।




কম্পোজ করেছে,
খসড়া করেছে,

আরও পড়ুন

android 'র প্রতিদ্বন্দ্বী Tizen !

android 'র প্রতিদ্বন্দ্বী Tizen !

Google এর Android OS থেকে নির্ভরতা কমাতে নিজস্ব OS এনেছে স্যামসাং !

Tizen Animated Logo





প্রথমে ভারতের বাজারে উন্মুক্ত করা হয় এই অপারেটিং সিস্টেম।
এর নাম "টাইজেন"

টাইজেন চালিত প্রথম স্মার্টফোন হল স্যামসাং গ্যালাক্সি জেড ১

বাজার বিশেষজ্ঞরা বলেছেন,
হার্ডওয়্যার ছাড়াও সফটওয়্যার বাযারে নিজেদের শক্ত অবস্থানে আনতে চায় স্যামসাং।

এই স্যামসাং গ্যালাক্সি জেড ১ স্মার্টফোনের দাম প্রায় ৯০ মার্কিন ডলার যা বাংলাদেশে প্রায় ৬৫০০ টাকা ।
আরও পড়ুন

উইন্ডোজ ৭ ব্যাবহারকারীরা তাদের পিসি উইনডোজ ১০ এ ফ্রি আপডেট করতে পারবেন !

উইন্ডোজ ৭ ব্যাবহারকারীরা তাদের পিসি উইনডোজ ১০ এ ফ্রি আপডেট করতে পারবেন !
উইন্ডোজ ৭ ব্যাবহারকারীরা তাদের পিসি উইন্ফ্রিডোজ ১০ এ ফ্রি আপডেট করতে পারবেন !

গত ১লা জুন থেকে একটি আপডেট বাটন আমাদের টাস্কবারে অবস্থান করছে।
এতে ক্লিক করলে উইন্ডোজ ১০ এ ফ্রি আপডেট করা যায়।

যদি আপনি উইন্ডোজ ৮.১ ইউজার হন,তাহলেও আপডেট ফ্রি পাবেন।

উল্লেখ্য, এবছর মাইক্রোসফট তাদের নতুন উইন্ডোজ ১০ বাজারে এনেছে।




আরও পড়ুন

হয়ে গেল জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫ !

হয়ে গেল জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫ !

শেষ হল জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫ !



আজকে ঢাকার আজিমপুরে অবস্থিত বুয়েট সিএসই ভবনে অনুস্থিত হয় জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা।

পুরো বাংলাদেশ থেকে প্রায় ৭০০ আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা এতে অংশ নেয়।

দুপুর ২.৩০ মিনিটে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের বক্তব্য।

উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি ,
লেখক ও বুয়েটের শিক্ষক ডঃ মোহাম্মদ কায়কোবাদ।
BDOSN এর উদ্যোক্তা মুনির হোসেন,আরও অনেকেই।



প্রায় ১৭০ জনকে পুরস্কৃত করা হয়।

চ্যাম্পিয়নদের দেওয়া হয় ট্রফি এবং ৮০০০ টাকা শিক্ষা বৃত্তি।

এতে টাইটেল স্পন্সর ছিল রবি।
আয়োজন করেছে আইসিটি ডিভিশন।
সহযোগিতায় ছিল ধানসিঁড়ি কমিউনিকেসন্স ও বিডিওএসএন।
একাডেমীক সহায়তা দিয়েছে কোড মার্শাল ও দিমিক কম্পিউটিং।
টিভি স্পন্সর ছিল আরটিভি।



আরও পড়ুন

গুগল ডুডলে ছিল বাংলাদেশ-ভারত ক্রিকেট !

গুগল ডুডলে ছিল বাংলাদেশ-ভারত ক্রিকেট !
বিশ্বকাপে ভারত-বাংলাদেশের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ গুগল ডুডলে ছিল।

যদিও ভারত ম্যাচ ফিক্সিং করে ম্যাচ জিতে যায়,তবুও শেষ রক্ষা করতে পারেনি তারা।

ডুডলের ক্যাপশন ছিল -
"It's india vs Bangladesh in the Quarter-Finals"
আরও পড়ুন

বাংলাদেশে INTERNET.ORG

বাংলাদেশে INTERNET.ORG
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সোশ্যাল যোগাযোগ মাধ্যম

ফেসবুকের

সহায়তায় আগামী ২১ এপ্রিল চালু
করতে যাচ্ছে ( internet.org ) ফ্রি
ইন্টারনেট সেবা৷


বর্তমানে কেবল রবি আজিয়াটা লিমিটেড এই সুবিধা দিচ্ছে।


অনেকেই বুঝতে পারছেন না যে এটা দিয়ে ঠিক কোন কোন সাইট ভিজিট করা যাবে কিংবা এটা ঠিক কিভাবে ব্যবহার করা যাবে৷ 
তাদের সুবিধার্থে এক
নজরে এই সেবার আদ্যোপান্ত:

এই সেবাটি www.internet.org এর
মাধ্যমে
ব্যবহার করা যাবে৷ 
এর জন্য আপনাকে
ডাউনলোড করতে হবে internet.org এর
মোবাইল অ্যাপ৷ এছাড়া আপনার
ফোনটি যদি এন্ড্রয়েড না হয়,
তাহলে
আপনি আপনার অপেরা মোবাইল
ব্রাউজার থেকে www.internet.org
সাইটটি ভিজিট করে ফ্রি
ইন্টারনেট
সেবা গ্রহণ করতে পারবেন৷ এজন্য
আপনাকে কোন টাকা খরচ করতে
হবে
না৷ এই অ্যাপ অথবা সাইটের মাধ্যমে
আপনি যেসব সাইট বিনামূল্যে
ভিজিট
করতে পারবেন:

  • 01. ফেসবুক (সামাজিক
  • যোগাযোগের
  • জন্য)
  • 02. হোয়াটসঅ্যাপ (মেসেজিং-
  • কলিংয়ের জন্য)
  • 03. অ্যাকু ওয়েদার (আবহাওয়ার খবর
  • জন্য)
  • 04. সোশ্যাল ব্লাড (রক্তদাতাদের
  • সামাজিক যোগাযোগের জন্য)
  • 05. বিবিসি নিউজ (সংবাদের জন্য)
  • 06. বিং সার্চ (অনুসন্ধানের জন্য)
  • 07. ডিকশনারি (ডিকশনারি.কম)
  • 08. ইএসপিএন, ক্রিকইনফো
  • (খেলাধুলার
  • আপডেটের জন্য)
  • 09. Facts for Life (স্বাস্থ্য বিষয়ক
  • তথ্য)
  • 10. Girl Effect (মহিলাদের জন্য
  • প্রয়োজনীয় বিভিন্ন টিপস এবং
  • আর্টিকেল এর জন্য)
  • 11. Internet Basics (ইন্টারনেট
  • বিষয়ক
  • বিভিন্ন তথ্যের জন্য)
  • 12. ফেসবুক মেসেঞ্জার (ফেসবুক
  • চ্যাটের জন্য)
  • 13. Newshunt (ইংরেজিতে
  • আন্তর্জাতিক খবর এর জন্য)
  • 14. OLX (পণ্য কেনা-বেচার জন্য)
  • 15. Translator (অনুবাদের জন্য)
  • 16. উইকিপিডিয়া (তথ্যের জন্য)
  • 17. উইকিহাউ (তথ্য-জিজ্ঞাসার
  • জন্য)
এছাড়াও আমাদের দেশের
প্রক্ষাপটে
প্রয়োজনীয় আরও কিছু সাইট এবং
নিউজ
পোর্টাল এর মাধ্যমে ভিজিট করতে

পারবেন।
আরও পড়ুন

মোট পাতাদর্শিত