আপনারা যখন গেইম খেলেন, অখন মাঝে মাঝে এই একটা এরর গেইম ক্রাশ করে ফেলে।
এর নিশ্চয়ই সমাধান আছে।
0xc000007b Error
এর নিশ্চয়ই সমাধান আছে।
- এই লেখাটি স্টার্ট বাটনের সার্চ বারে পেস্ট করে এন্টার চাপুন
c:\Windows\system32এবং এই ফোল্ডার থেকে d3dx9_XX ডিলিট করে দিন। [ XX এর মান কোনও সংখ্যা হবে ]
- আবার
c:\windows\sysWOW64
থেকে একই ফাইল খুঁজে বের করে ডিলিট করে দিন।
তারপর যেকোনো নতুন ডিরেক্ট এক্স ইন্সটাল দিন।
এবং অবশ্যই VcRedict setup করে নিবেন।
এখন পিসি রিবুট করে গেম খেলুন !
তারপর যেকোনো নতুন ডিরেক্ট এক্স ইন্সটাল দিন।
এবং অবশ্যই VcRedict setup করে নিবেন।
এখন পিসি রিবুট করে গেম খেলুন !