হয়ে গেল জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫ !

শেষ হল জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫ !



আজকে ঢাকার আজিমপুরে অবস্থিত বুয়েট সিএসই ভবনে অনুস্থিত হয় জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা।

পুরো বাংলাদেশ থেকে প্রায় ৭০০ আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা এতে অংশ নেয়।

দুপুর ২.৩০ মিনিটে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের বক্তব্য।

উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি ,
লেখক ও বুয়েটের শিক্ষক ডঃ মোহাম্মদ কায়কোবাদ।
BDOSN এর উদ্যোক্তা মুনির হোসেন,আরও অনেকেই।



প্রায় ১৭০ জনকে পুরস্কৃত করা হয়।

চ্যাম্পিয়নদের দেওয়া হয় ট্রফি এবং ৮০০০ টাকা শিক্ষা বৃত্তি।

এতে টাইটেল স্পন্সর ছিল রবি।
আয়োজন করেছে আইসিটি ডিভিশন।
সহযোগিতায় ছিল ধানসিঁড়ি কমিউনিকেসন্স ও বিডিওএসএন।
একাডেমীক সহায়তা দিয়েছে কোড মার্শাল ও দিমিক কম্পিউটিং।
টিভি স্পন্সর ছিল আরটিভি।




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত