বাংলাদেশে INTERNET.ORG

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সোশ্যাল যোগাযোগ মাধ্যম

ফেসবুকের

সহায়তায় আগামী ২১ এপ্রিল চালু
করতে যাচ্ছে ( internet.org ) ফ্রি
ইন্টারনেট সেবা৷


বর্তমানে কেবল রবি আজিয়াটা লিমিটেড এই সুবিধা দিচ্ছে।


অনেকেই বুঝতে পারছেন না যে এটা দিয়ে ঠিক কোন কোন সাইট ভিজিট করা যাবে কিংবা এটা ঠিক কিভাবে ব্যবহার করা যাবে৷ 
তাদের সুবিধার্থে এক
নজরে এই সেবার আদ্যোপান্ত:

এই সেবাটি www.internet.org এর
মাধ্যমে
ব্যবহার করা যাবে৷ 
এর জন্য আপনাকে
ডাউনলোড করতে হবে internet.org এর
মোবাইল অ্যাপ৷ এছাড়া আপনার
ফোনটি যদি এন্ড্রয়েড না হয়,
তাহলে
আপনি আপনার অপেরা মোবাইল
ব্রাউজার থেকে www.internet.org
সাইটটি ভিজিট করে ফ্রি
ইন্টারনেট
সেবা গ্রহণ করতে পারবেন৷ এজন্য
আপনাকে কোন টাকা খরচ করতে
হবে
না৷ এই অ্যাপ অথবা সাইটের মাধ্যমে
আপনি যেসব সাইট বিনামূল্যে
ভিজিট
করতে পারবেন:

  • 01. ফেসবুক (সামাজিক
  • যোগাযোগের
  • জন্য)
  • 02. হোয়াটসঅ্যাপ (মেসেজিং-
  • কলিংয়ের জন্য)
  • 03. অ্যাকু ওয়েদার (আবহাওয়ার খবর
  • জন্য)
  • 04. সোশ্যাল ব্লাড (রক্তদাতাদের
  • সামাজিক যোগাযোগের জন্য)
  • 05. বিবিসি নিউজ (সংবাদের জন্য)
  • 06. বিং সার্চ (অনুসন্ধানের জন্য)
  • 07. ডিকশনারি (ডিকশনারি.কম)
  • 08. ইএসপিএন, ক্রিকইনফো
  • (খেলাধুলার
  • আপডেটের জন্য)
  • 09. Facts for Life (স্বাস্থ্য বিষয়ক
  • তথ্য)
  • 10. Girl Effect (মহিলাদের জন্য
  • প্রয়োজনীয় বিভিন্ন টিপস এবং
  • আর্টিকেল এর জন্য)
  • 11. Internet Basics (ইন্টারনেট
  • বিষয়ক
  • বিভিন্ন তথ্যের জন্য)
  • 12. ফেসবুক মেসেঞ্জার (ফেসবুক
  • চ্যাটের জন্য)
  • 13. Newshunt (ইংরেজিতে
  • আন্তর্জাতিক খবর এর জন্য)
  • 14. OLX (পণ্য কেনা-বেচার জন্য)
  • 15. Translator (অনুবাদের জন্য)
  • 16. উইকিপিডিয়া (তথ্যের জন্য)
  • 17. উইকিহাউ (তথ্য-জিজ্ঞাসার
  • জন্য)
এছাড়াও আমাদের দেশের
প্রক্ষাপটে
প্রয়োজনীয় আরও কিছু সাইট এবং
নিউজ
পোর্টাল এর মাধ্যমে ভিজিট করতে

পারবেন।

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত