ফটোশপের ২৫ বছর !


ফটোশপে প্রথম এডিট করা ছবিটি ছিল টমাস নোল এবং তার বান্ধবী (বর্তমান স্ত্রী) বোরা নোলের ।
১৯৮৮ সালের অগাস্ট মাসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টমাস নোল ফটোশপ তৈরি করেন ।
পরবর্তীতে তিনি ও তার ভাই জন নোল এতে নতুন অপশন ও ফিচার যোগ করেন।

১৯৮৯ সালে অ্যাডবি সিস্টেমস ইনকর্পোরেটেড- এর কাছে সফটওয়্যারটি বিক্রি করেন তারা।

তার পরের বছর, ১৯৯০ সালে "অ্যাডবি ফটোশপ" নামে বাজারে আসে এটি ।

১৯শে ফেব্রুয়ারী ১৯৯০ সালে এর যাত্রা শুরু হয় ।

এখন এর বয়স ২৫ বছর ।

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত