Google এর Android OS থেকে নির্ভরতা কমাতে নিজস্ব OS এনেছে স্যামসাং !
প্রথমে ভারতের বাজারে উন্মুক্ত করা হয় এই অপারেটিং সিস্টেম।
এর নাম "টাইজেন"
টাইজেন চালিত প্রথম স্মার্টফোন হল স্যামসাং গ্যালাক্সি জেড ১
বাজার বিশেষজ্ঞরা বলেছেন,
হার্ডওয়্যার ছাড়াও সফটওয়্যার বাযারে নিজেদের শক্ত অবস্থানে আনতে চায় স্যামসাং।
এই স্যামসাং গ্যালাক্সি জেড ১ স্মার্টফোনের দাম প্রায় ৯০ মার্কিন ডলার যা বাংলাদেশে প্রায় ৬৫০০ টাকা ।