হিল ক্লাইম্ব রেসিং - Hill Climb Racing

হিল ক্লাইম্ব রেসিং




হ্যাঁ, বর্তমানে এটা ক্লাশ অফ ক্লানের মতই জনপ্রিয়।
২০১২ সালে এই ২ডি রেসিং গেম বের হউয়ার পর আর ফিরে তাকায় নি।



ফিঙ্গারসফটের এক অনন্য সৃষ্টি।
এই গেম গুগল প্লে রেটিঙে ৪.৫/৫

এখানে আপনাকে বিভিন্ন প্রতিকুল পথে ও পাহাড়ে গারি নিয়ে উথতে হবে।
যদি চালকের গায়ে বাড়ি লাগে, তবে গেইম অভার।

এখানে বেস কিছু গাড়ি ও বাইক আছে।

এছারা আপনাকে কয়েন দিয়ে নতুন নতুন স্টেজ আনলক করতে হবে।

প্লে স্টোর, উইন্ডোজ স্টোরে ও আই টিউনে গেইম পাবেন। এই গেইম আপনি ব্লু-স্ট্যাক ইউজ করে পিসি দিয়ে খেলতে পারবেন।

ডাউনলোড লিঙ্ক প্লে স্টোর
      • Image result for hill climb racing
  1. হিল ক্লাইম্ব রেসিং
    ভিডিও গেইম

  2. 4.5/5·Google Play
    4.5/5·Amazon.com
    3.5/5·Softonic

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত