প্রোজেক্ট আইজিআই ১

   



  • Action/ Adventure.
  • 1st Person
  • Released on 2002

  • PC Requirements: 

  1.  *CPU:1.00 Ghz (Single Core
  2.  *GPU:64 MB (Internal)
  3.  *RAM:128 MB (DDR1)
  4.  *OS    :Xp/Vista/7/8                   

  • Publisher: Edios Interactive.
  • Developer:Innerloop Studios.


Story:


এই গেইমের মুল চরিত্র হল ডেভিড জোন্স, সে একজন এজেন্ট এবং সে Institute for Geotactical Intelligence and former BritishSAS এর এজেন্ট, ওকে রাশিয়া পাঠানো অ্যামেরিকা থেকে চুরি যাওয়া কিছু নিউক্লিয়ার ওয়ারহেডের খবর নিয়ে আসতে যেটা একটা ইউএস মিলিটারি ফ্যাকাল্টি থেকে চুরি যায়।

তাকে নানা মিশন ক্রস করে এই মিসাইল গুলোর পাচারকারীকে খুজে বের করতে হয় যার নাম জ্যাক প্রিবয়। কিন্তু রাশিয়ার মাফিয়া লিডার এক্ (ekk) মিসাইল্গুল জ্যাকের কাছ থেকে কিনে নেয় এবং লাঞ্চ করার জন্য রেডি করে।

তাই জোনকে জ্যাককে কিডন্যাপ করে রাশিয়ার বাইরে নিয়ে আসার মিশনে পাঠানো হয়। তারা জ্যাক কে ধরে কিন্তু হেলিকপ্টার দিয়ে বর্ডার ক্রস করতে পারে না, গুড ডে টু ডাই হার্ডের মতো মিলিটারি প্লেইনে কমান্ড দিয়ে এক্ হেলিকপ্টারে গুলি করে ফেলে দেয় এবং আবার জ্যাককে নিজের কব্জায় আনে।

জোন আবার জ্যাককে কয়টি মিশন শেষে উদ্ধার করে এবং জানতে পারে কোথা থেকে মিসাইল লাঞ্চ করা হবে এবং শেষ পর্যন্ত মিসাইল গুলো ডিজাবল করে দেয়।










         

Gameplay:In ultra mode,





























Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত