হারিয়ে যাও - আরবোভাইরাস


হারিয়ে যাও - আরবোভাইরাস

hariye jao - arbovirus

গেট দি ইম্বেড কোড

গানটি ডাউনলোড করুন

লিরিকঃ

অনেকটা পথ হেটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তারপর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারি না কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভুতি পুরনো মানুষে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হয়তো কারো দোষ নেই
হয়তো কিছুই করার নেই
অবসাদ জয় করেছে ভালোবাসা।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।




ইম্বেড কোডঃ
<!--embed code for hariye jao by arbovirus at grplusbd.cf-->
<audio controls preload="metadata">
<source src="http://ge.tt/api/1/files/1lXAydM2/0/blob?download"></source>
</audio></div>
<a href="http://bloggertawsiftorabi.blogspot.com/2015/08/blog-post_38.html">গেট দি ইম্বেড কোড</a>

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত