হারিয়ে যাও - আরবোভাইরাস
hariye jao - arbovirusগানটি ডাউনলোড করুন
লিরিকঃ
অনেকটা পথ হেটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তারপর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে।
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তারপর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারি না কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভুতি পুরনো মানুষে।
চিনতে পারি না কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভুতি পুরনো মানুষে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হয়তো কারো দোষ নেই
হয়তো কিছুই করার নেই
অবসাদ জয় করেছে ভালোবাসা।
হয়তো কিছুই করার নেই
অবসাদ জয় করেছে ভালোবাসা।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
দূরে আরো দূরে।
হারিয়ে যাও তুমি-
দূরে আরো দূরে।
<!--embed code for hariye jao by arbovirus at grplusbd.cf--> <audio controls preload="metadata"> <source src="http://ge.tt/api/1/files/1lXAydM2/0/blob?download"></source> </audio></div> <a href="http://bloggertawsiftorabi.blogspot.com/2015/08/blog-post_38.html">গেট দি ইম্বেড কোড</a> |