আজ আমাদের স্কুলে নোটিস দিয়ে বলা হল,
কারন কি জানেন? এক ছেলে প্রেমিকা নিয়া ফটো আপডেট করেছিলো।
আচ্ছা, আমার দোষ কি? আমি কি প্রেম করসিলাম?
যে করসে তারে শাস্তি দিয়া দিতো।
আচ্ছা, এখন শিক্ষার্থীরা ফেক আইডি বেশি চালাবে। ছুরি চামারি করে বা লুকিয়ে এফবি তো চালাবেই।
তো দরকার কি শুধু শুধু চুরিবিদ্দা শিখানোর?
তারচেয়ে যে ছবি দিয়েছে তাকেই কিছু করা হোক!
সরকার বলেছে, "সবার জন্য ইন্টারনেট"
এটা তো তাহলে রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায় নাকি?
আমি অতশত জানি না। আমার কাছে এই নোটিস ভালো লাগে নাই।
আপনারা কি মনে করেন কমেন্টে বলে যাবেন ।
সকল ছাত্র ছাত্রীর সোশ্যাল মিডিয়ার একাউন্ট বন্ধ করে দিতে হবে। কারও আইডি পাওয়া গেলে স্কুল থেকে বহিষ্কার করা হবে।
কারন কি জানেন? এক ছেলে প্রেমিকা নিয়া ফটো আপডেট করেছিলো।
আচ্ছা, আমার দোষ কি? আমি কি প্রেম করসিলাম?
যে করসে তারে শাস্তি দিয়া দিতো।
আচ্ছা, এখন শিক্ষার্থীরা ফেক আইডি বেশি চালাবে। ছুরি চামারি করে বা লুকিয়ে এফবি তো চালাবেই।
তো দরকার কি শুধু শুধু চুরিবিদ্দা শিখানোর?
তারচেয়ে যে ছবি দিয়েছে তাকেই কিছু করা হোক!
সরকার বলেছে, "সবার জন্য ইন্টারনেট"
এটা তো তাহলে রাষ্ট্রদ্রোহিতা হয়ে যায় নাকি?
আমি অতশত জানি না। আমার কাছে এই নোটিস ভালো লাগে নাই।
আপনারা কি মনে করেন কমেন্টে বলে যাবেন ।