গ্রিন অ্যান্ড সেফ হাইওয়ে

Green and Safe Highway



আমাদের প্রকল্পের মুল উদ্দেশ হল এস.এম.ডি [SMD] LED প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ ব্যাবহার হ্রাস এবং অতিরিক্ত সোলার পানালে উৎপন্ন শক্তি পাওয়ার গ্রিডে যোগ করা।
এসএমডি এল.ই.ডি খুবই ক্ষুদ্র ৫ মিলিমিটার ৫ মিলিমিটার LED Chip.





উপরে দেখা যাচ্ছে প্রায় ০.২ ওয়াট শক্তিতে ১৬-১৮ লুমেন্স আলো দিতে পারে এটি।আলো প্রায় ১২০° কোণ পর্যন্ত ছড়িয়ে পরতে পারে।তাই আমরা সড়ক আলোক বাবস্থায় SMD LED Technology ব্যাবহার করবো।
 <= এই ছবিতে CFL Lamp এর পাওয়ার রেকুইয়ারমেনট দেখানো হল।      
দেখা যাচ্ছে যে,CLF Lamp কম শক্তি ক্ষয় করলেও তা SMD LED এর তুলনায় খুবই বেশি।
তাই আমরা SMD LED প্রযুক্তি ব্যবহার করে ল্যাম্প পোস্ট তৈরি করবো।

















Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত