Green and Safe Highway
আমাদের প্রকল্পের মুল উদ্দেশ হল এস.এম.ডি [SMD] LED প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ ব্যাবহার হ্রাস এবং অতিরিক্ত সোলার পানালে উৎপন্ন শক্তি পাওয়ার গ্রিডে যোগ করা।
এসএমডি এল.ই.ডি খুবই ক্ষুদ্র ৫ মিলিমিটার x ৫ মিলিমিটার LED Chip.
এসএমডি এল.ই.ডি খুবই ক্ষুদ্র ৫ মিলিমিটার x ৫ মিলিমিটার LED Chip.
উপরে দেখা যাচ্ছে প্রায় ০.২ ওয়াট শক্তিতে ১৬-১৮ লুমেন্স আলো দিতে পারে এটি।আলো প্রায় ১২০° কোণ পর্যন্ত ছড়িয়ে পরতে পারে।তাই আমরা সড়ক আলোক বাবস্থায় SMD LED Technology ব্যাবহার করবো।
<= এই ছবিতে CFL Lamp এর পাওয়ার রেকুইয়ারমেনট দেখানো হল।
From: http://en.Wikipedia.org
দেখা যাচ্ছে যে,CLF Lamp কম শক্তি ক্ষয় করলেও তা SMD LED এর তুলনায় খুবই বেশি।