বিশ্বের সব থেকে ধ্বাংসাত্মক অটোমেটিক রিমোট মেশিন গান "মেটাল স্ট্রম"

১ মিনিটেই গুলি ছুঁড়বে ঠিক ১০ লাখ রাউন্ড!




বিশ্বের সব থেকে ধ্বাংসাত্মক অটোমেটিক রিমোট মেশিন গান৷ 
এটি এক মিনিটে ১০ লাখ বুলেট ছুঁড়েই যে ক্ষান্ত টা নয়, প্রতি মিনিটে বিপরীত পক্ষকে লক্ষ্য করে ১৮০টি মাঝারি মানের বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে এই মেসিন গান৷
 মেটাল স্ট্রম নামে এই অটোমেটিক আগ্নেয়াস্ত্রটি তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগ ও পৃষ্টপোষকতায়৷

প্রত্যেক সেকেন্ডে ১৬,০০০ রাউন্ড বুলেট ছুঁড়তে পারে এই মেটাল স্ট্রম৷
প্রতিটি প্রায় সুপারসনিক স্পিডে৷ অটোমেটিক মেশিন গানটি চালু হওয়ার আগে একটি ওয়ার্নিং সাইরেন বাজে৷ সাইরেন শেষ হতেই ঝড়ের গতিতে শুরু করে দেয় বুলেটের বর্ষণ৷
গানটি পুরোপুরি অটোমেটেড হওয়ায় ম্যানুয়ালি ট্রিগার বা মানুষ দ্বারা চালানোর দরকার নেই৷ 

অনেকটাই রিমোটের অন অফ বাটন প্রেস করে মেশিন গানটিকে নিয়ন্ত্রণ করা যাবে৷ 
 মেশিনগানে ব্যারেল ভর্তি বুলেট লাগে৷ 
আর সেই ব্যারেলের মধ্যে থরে থরে সারিবদ্ধভাবে বুলেট সাজানো থাকে৷যা মেশিনগানের মাধ্যমে ঝৃড়ের গতিতে বেরিয়ে আসে৷
সুত্রঃ নয়া দিগন্ত

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত