দুঃখ বিলাস - আর্টসেল


দুঃখ বিলাস - আর্টসেল | Dukkho Bilash - Artcell

Dukkho Bilash - Artcell
Title: Dukkho Bilash
Artist: Artcell
Album: Onushilon

গেট দি ইম্বেড কোড

গানটি ডাউনলোড করুন



লিরিকঃ



তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
 দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা 
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে


আমার মনের মত… নিও সাজিয়ে 
আমি বড় অসহায়… অন্য পথে 
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে 

ও আমায় ভালবাসেনি 

অসীম এ ভালবাসা ও বোঝেনি 
ও আমায় ভালবাসে নি 
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি 

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা 
ভালবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা ।। 

এত দিনেও আজও আমি একা 
মনে শুধু যে শূন্যতা 
আধারে যত ছড়াই আলো শুধু আধারে মিলায় 
ও যে কোথায় হারাল 
ব্যাথা কাকে যে শুধাই




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত