লাইফ ইজ স্ট্রেঞ্জ - Life Is Strange - শর্ট রিভিউ

লাইফ ইজ স্ট্রেঞ্জ গেমটি ডেভেলপ করেছে ডোন্টনড এন্টারটেইনমেন্ট এবং পাবলিশ করেছে স্কয়ার ইনিক্স।
এই গেইমটির পাঁচটি পর্ব রয়েছে।
বর্তমানে উইন্ডোজ, ম্যাক এবং এক্স বক্সের প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে গেইমটি।
কভার


এই গেইমটির প্লটটি ম্যাক্সিন কলফিল্ড নামে ১৮ বছর বয়সী একটি মেয়েকে নিয়ে লেখা হয়েছে।
ম্যাক্সিন ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছে। 
আরকেডিয়া বে'তে বসবাসকারী ম্যাক্সিন একদিন হঠাৎ বুঝতে পারে সে টাইম ট্রাভেলের মাধ্যমে সময়ের ঘটনা প্রবাহ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। 


গেইম প্লে
অসাধারন এই ক্ষমতা ব্যবহার করে ঘূর্ণিঝড়ের হাত থেকে নিজের শহরকে বাঁচাতে চায় সে।
তাকে সাহায্য করে বাল্যবন্ধু প্রাইস। 
ঘটতে যাওয়া যেকোনো কিছু আগাম জেনে তারা দু’জনে মিলে শহরের নানা সমস্যার সমাধান করতে থাকে। 
বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ধাঁধা আকারে গেইমারের গেইমে আসবে। 
এসব চিহ্নিত করে তা প্রতিহত করতে হবে মেয়েটির চরিত্রে খেলা গেইমারকে।

দুইজনেই মেয়ে কিন্তু! #think_positive



এভাবে পুরো শহরকে নানাভাবে জটিল সমস্যা থেকে রক্ষা করতে থাকবে ম্যাক্সিন।
সময়কে এভাবে ব্যবহার করে গেমার যেকোনো ঘটে যাওয়া ঘটনাকে আবার করার সুযোগ পাবে।
গেমার যেকোনো কিছু পরীক্ষামূলকভাবে করে দেখতে পারবে।
 এই পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত হবে কোনটি ধাঁধার সমাধান ও পরিবেশ পরিবর্তনে পারদর্শী।
 গেমার একই সাথে কয়েক ধরনের স্থানে খেলার সুযোগ পাবে এবং বিভিন্ন ক্যারেকটারের সাথে যোগাযোগ করতে পারবে।
একবার কোনো বিশেষ সময়, কথোপকথনের বাছাইয়ের ওপর ভিত্তি করে গল্পের মোড় ঘুরে যেতে পারে। 
এ ধরনের বাছাই কোনো কোনো ক্ষেত্রে ভালো কিছু করলেও পরবর্তী সময়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

প্রয়োজনীয় হার্ডওয়্যার:
  • প্রসেসর : 2.7 GHz
  • র‌্যাম : 2 GB 
  • গ্রাফিক্স কার্ড : 1 GB 
  • ফ্রি হার্ডডিস্ক স্পেস : 3 GB

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত