Delta Force - Black Hawk Down : ডেলটা ফোর্স ব্ল্যাক হক ডাউন

আসসালামু আলাইকুম,
এই ঈদের মাঝেই এই মান্ধাতার আমলের গেইম খেলে শেষ করলাম। অনেক পুরোনো গেইম, প্রেক্ষাপটও পুরোনো। কিন্তু আমি গেইমটা এই ফার্স্ট খেলায় বেশ মজা পেয়েছি।


গেইমটার প্রেক্ষাপট করা হয়েছে ১৯৯০ সালের সোমালিয়ায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর পরিচালিত অপারেশনের উপর ভিত্তি করে। 

মিশঙ্গুলো মুলত হয়েছিল সোমালিয়ার দক্ষিণাঞ্চলের জুব্বা উপত্যকায় এবং রাজধানী মোগাদিসুতে।
আপনাকে নানা স্টেপে মিশনের পর মিশন পাস করতে হবে। হয়তো আপনার মিশনভ থাকবে কনভয় প্রটেক্ট করা, গ্রাম ইনফিল্ট্রেট করা, স্নাইপ করা, টারগেট ডাউন করা। সবশেষে আপনাকে বড় মিশনটিই দেওয়া হয়, জেনারেল আইদিদ কে খুজে বের করে হত্যা করা।




গেইমটি ডেভেলাপ করেছে নোভালজিক স্টুডিও।
গেইমটি ২০০৩ সালের ২৩শে মার্চ উইন্ডোজের জন্য এবং ২০০৪ সালের জুলাই মাসে ম্যাক ওএসের জন্য মুক্তি পায়। 
এটা ডেলটা ফোর্স সিরিজের ষষ্ট গেইম।
এখানে আপনাকে খেলতে হবে একজন রেঞ্জার হিসেবে, আপনি একটি ৩ সদস্যের দলের কম্যান্ডার।যাদের নাম, প্রিচার, হাক এবং মাদার।

আপনাকে তাদের নিয়ে ইউটিএফ বাহিনীর হয়ে সোমালিয়ায় গৃহযুদ্ধ থামাতে জেনারেল আইদিদকে হত্যা করার মিশন দেওয়া হবে।

এখানে গেইম প্লে ভালো, আপনি একজন কম্যান্ডার হিসেবে আপনার দলকে গুলে করতে, গুলি না করতে, গ্রেনেড ছুড়তে, এই ধরনের কমান্ড দিতে পারবেন।

আপনার ছোটবেলার গেইমিং পুরাপুরি মিস যদি  আপনি ডেলটা ফোর্স সিরিজ গেইম না খেলে থাকেন।
ডেলটা ফোর্স গেইম সিরিজটা আমার অস্থির লাগে, চান্স পেলেই গেইম অভার করি।
ডেলটা ফোর্স ২, ডেলটা ফোর্স এক্সট্রিম খেলার আমন্ত্রন রইল।

মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা আছে এই ডেলটা ফোর্স গেইমে। একত্রে ৫০ জন খেলার লিমিটেশন রয়েছে। 

এই গেইমে কম্যাঞ্চ ৪ গেইম ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে।

প্রসেসার ডুয়েল কোর ২.০০ গিগাহার্জ, র‍্যাম ১ জিবি এবং ভির‍্যাম ৫১২ এমবি হলে ল্যাগ ছাড়াই বেশ মজা করেই এই গেইম খেলা যায়।
ডেলটা ফোর্স সিরিজের গেইমগুলোর সুবিধা দুটো, মজা পাওয়া যায়, আর পিসি রিকুয়ারমেন্ট কম লাগে ;)
















Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত