Delta Force - Black Hawk Down Team Sabre : ডেলটা ফোর্স ব্ল্যাক হক ডাউন টিম স্যাবরে

আসসালামু আলাইকুম,
প্রথমটা খেলার পর এটার এক্সপ্যানশন প্যাকেজ গেইম খেলে ফেললাম।
মজা পেয়েছি অনেক। কারন, এখানে আগের সোমালিয়ান মিশন ছাড়াও আরও দুইটি ক্যাম্পেইন ছিলো, একটি ইরানিয়ান আরেকটি কলম্বিয়ান।



এবারে যোগ করা হয়েছে আরও কয়েকটি রাইফেল। যার মধ্যে আছে জি থারটি সিক্স এবং পিএসডি ওয়ান স্নাইপার।
এছাড়া যোগ করা হয়েছে আরও কয়েকটি টেরেইন। যেমন মরুভুমি, জঙ্গল। টেরেইনের মধ্যে সাউথ আমেরিকার জঙ্গল এবং ইরানের মরু অঞ্চলই প্রাধান্য পেয়েছে।

২০০৬ সালের নভেম্বর মাসে মুক্তি পায় এই এক্সপানশন প্যাকটি।

ইরান ক্যাম্পেইনে খেললে প্লেয়ারকে একজন ইরানি জেনারেল হাতিমের বিরুদ্ধে লড়তে হবে।
এবং কলম্বিয়ান ক্যাম্পেইনে খেললে প্লেয়ারকে একজন দড়াগ লর্ড এন্টোনিও পাউলোর সাথে যুদ্ধে নামতে হবে।




মুল ভার্সন আর এই এক্সপানশন প্যাকের মাঝে পার্থক্য হলো গেইমের ডিফিকাল্টিটিতে।
এবারে এই প্যাকে গেইম সেভ থাকবে কম, শত্রু আর লেভেল থাকবে বেশি।

কলম্বিয়ান ক্যাম্পেইনে যে প্লট থাকবে,

কোস্ট গার্ড জানতে পারে যে, বিশাল একটি ড্রাগের চালান আমেরিকার বর্ডার ক্রস করতে যাচ্ছে।
ইন্টেল থেকে বলা হয়, এই চালান ড্রাগ লর্ড এন্টোনিও পাউলো চালাচ্ছে এবং সে কলম্বিয়ার এই অঞ্চলে তার ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে।
তারা এই প্রত্যন্ত অঞ্চল নিজেদের দখলে রাখতে চায় এবং তারা গেরিলাদের টাকা দিয়ে ভাড়া করে রাখছে, যাতে কোনো রকমের বাঁধা না আসে। এন্টোনিওর বিরুদ্ধ্যে অভিযোগ থাকে যে সে আমেরিকান এবং কলম্বিয়ান সেনাদের ধরে এনে টর্চার করে এবং তথ্য আদায় করতে চায়। প্লেয়ারকে তার ডেল্টা ফোর্স নিয়ে তাদের নানা আস্তানায় হামলা করতে হবে এবং সবশেষে অনেকগুলো মিশনের পর এন্টোনিওকে হত্যা করতে হবে।


ইরানিয়ান ক্যাম্পেইনে যে প্লট থাকবে,

এইখানে দেখানো হয়েছে,ইরানের সরকার পরিবরতন হয়েছে, এবং আগের সরকার একটা বিপ্লব তৈরির সিদ্ধান্ত নিচ্ছে।
মৌলবাদী বিদ্রোহীদের পরিবহন ও অন্যান্য কাজের তেল উত্তর ও বন্দর শাহপুর থেকে খারগ দ্বীপে পাচার করা হচ্ছে।
তেল ইরানের অর্থনীতির প্রায় তিন চতুর্থাংশ এবং সেই তেল পাচার পশ্চিমা বিনিয়োগকারীদের স্বার্থের জন্য মারাত্মক ঝুঁকি প্রতিনিধিত্ব করে।
ন্যাটো ও জাতিসংঘের উভয় একমত যে সামরিক হস্তক্ষেপ, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ডেল্টা ফোর্স জোট বাহিনীকে সেই দ্বীপে দখল নেবার কমান্ড দেয়া হয়েছে।

মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা আছে এই ডেলটা ফোর্স গেইমে। একত্রে ৫০ জন খেলার লিমিটেশন রয়েছে।


এই গেইমে কম্যাঞ্চ ৪ গেইম ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে।

প্রসেসার ডুয়েল কোর ২.০০ গিগাহার্জ, র‍্যাম ১ জিবি এবং ভির‍্যাম ৫১২ এমবি হলে ল্যাগ ছাড়াই বেশ মজা করেই এই গেইম খেলা যায়।
ডেলটা ফোর্স সিরিজের গেইমগুলোর সুবিধা দুটো, মজা পাওয়া যায়, আর পিসি রিকুয়ারমেন্ট কম লাগে ;)


ট্রেইনার ডাউনলোড করে নিন

গেইমটি ডাউনলোড করে নিতে পারেন













Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত