আমার এই পোস্ট বাহিরের কান্ট্রির অনেকেই পড়তে পারে,
তাই আমি প্রথমে ইংরেজি এবং পরে বাংলায় লিখছি।
বাংলায় পড়তে স্ক্রল করে নিচে চলে যান।
English:
Assalamu Alaikum to Everyone,
You are here,'cause you were failed to run console window at Facebook Desktop.
Let me notify, facebook developers have blocked client side script execution to resist Self XSS and social engineering. People who doesn't code, aren't aware of XSS or social engineering. They got JS codes from malicious bloggers or Youtube Videos and try to run them using console window, It sometimes makes spams through their facebook ID's.
But Facebook mobile is still available to run console window and execute codes.
Instead of browsing through facebook desktop, now, temporarily run facebook mobile through this using desktop browser m.facebook.com
Browse To The very end of the page to load sent requests as much as it takes.
Now click the right mouse button while scrolling in the webpage and select "Inspect Element"
Now Select "Console" from the Developer Tools.
Paste Below javascript code and Press Enter from your keyboard to run code.
javascript:var undo = document.getElementsByClassName('_54k8 _56bs _56bt');
for(var i=0; iundo[i].click(); }
See the Code works, All Sent requests have gone.
Now try refreshing the page and Try The Same Steps again :)
Thanks Everyone.
For Help, I'm on facebook, fb.com/tawsif.torabi
Bengali:
আসসালামু আলাইকুম,
কেমন আছো সবাই? সবাইকে ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা।
তুমি এই পোস্ট পড়ছ মানে তুমি ফেসবুকের ডেস্কটপ ভারসন দিয়ে কনসোল উইন্ডো চালাতে পারনি। অথবা জাভাস্ক্রিপ্ট কোড রান করাতে পারো নি।
একটা কথা বলে রাখি, ফেইসবুকের ডেভেলপাররা ক্ল্যায়েন্ট থেকে কনসোল দিয়ে স্ক্রিপ্ট চালানো ব্লক করে রেখেছে।
সাধারন অনেকে যারা কোড করে না, তারা মেলিশিয়াস স্ক্রিপ্ট এভাবে অজান্তেই রান করে তাদের একাউন্ট হুমকির মুখে ফেলতে পারে, কারন তারা অনেকেই সেলফ এক্সএসএস বা সোশ্যাল এঞ্জিনিয়ারিং সম্পর্কে জানে না।
তারা অসৎ ব্লগার এবং ইউটিউবারদের থেকে ভারনারেবল স্ক্রিপ্ট নিয়ে ভাবে এটা রান করলে নতুন কিছু দেখবো।
আর অনেক সময় এটাই তাদের আইডি হ্যাক বা স্প্যাম হবার কারন হয়ে দাড়ায়।
কিন্তু ফেসবুক মোবাইল দিয়ে এখনো কনসোল উইন্ডো রান করা যায় এবং কোড রান করানো যায়।
এখন আমাদের এই কাজের জন্য, আমাদের ফেইসবুক ডেস্কটপ ভারসন বাদে মোবাইল ভারসনে কিছুক্ষণের জন্য যেতে হবে। m.facebook.com
আমাদের টপিক অনুযায়ী আজকে আমরা সব সেন্ট রিকুয়েস্ট আনডু করা দেখবো।
তো আমাদের প্রথমে নিচের লিঙ্ক দিয়ে আমাদের সেন্ট রিকুয়েস্ট পেইজে যেতে হবে।
এবার স্ক্রল করে যতদুর পারা যায় নিচে যেতে হবে, এতে যত বেশি লোড হবে,তত বেশি একসাথে আনডু হবে।
এবার রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট সিলেক্ট করতে হবে।
এবার "কনসোল" ট্যাব সিলেক্ট করতে হবে।
এবার নিচের ছোট জাভাস্ক্রিপ্ট কোড পেস্ট করে দিয়ে ইন্টার বোতাম চাপলে সকল Undo বাটন একত্রে ক্লিক করা হয়ে যাবে।
javascript:var undo = document.getElementsByClassName('_54k8 _56bs _56bt');
for(var i=0; iundo[i].click();
}
এবার পেজ রিফ্রেশ করো এবং আগের স্টেপ আবার করতে থাকো, এতে বাকি সেন্ট রিকুয়েস্ট আনডু হতে থাকবে।