Prisma for Android - ভাইরাল অ্যাপ "প্রিজমা" এখন এন্ড্রয়েডেও!

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ভাইরাল হয়ে উঠেছে একটি ফিল্টার সেট। নাম প্রিজমা। এই ফিল্টার দেওয়া ছবি আপলোড হচ্ছে ফেসবুক, টুইটার এবং ইন্সট্রাগ্রামে। এই ফিল্টারে ছবি দিলে মনে হবে না কোন ছবি, মনে হবে বিখ্যাত কোনো শিল্পী একে দিয়েছেন আপনার ছবি!
এই জাদুর অ্যাপ ৭ দিনেই ভাইরাল হয়ে গেছে এবং আই টিউন্স থেকে ৭ মিলিওন বার ডাউনলোড হয়েছে! ৪০টির উপর দেশে টপ র‍্যাঙ্কিংএ উঠে এসেছে!
ব্যাবহারকারিদের জনপ্রিয়তা ও প্রশংসা পেয়ে এবার এর রাশিয়ান ডেভেলপারেরা বানালেন এর এন্ড্রয়েড ভার্সন!
গতকালই রিলিজ পেল এই অ্যাপটির বেটা এন্ড্রয়েড ভার্সন।
এই অ্যাপএর বিশেষত্ব হল, এটি যেকোনো ছবিতে আর্টওয়ার্ক করতে পারে।
বিখ্যাত শিল্পীদের আর্টওয়ার্ক অ্যালগরিদম ব্যাবহার করে এখানে বেশকিছু চমৎকার ফিল্টার দেওয়া হয়েছে।









Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত