আসসালামু আলাইকুম,বছর ঘুরে আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামিং উৎসব "ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কন্টেস্ট ২০১৬"!!
গত বছর এর জমজমাট আসর বসেছিল, সারা বাংলাদেশের ক্ষুদে প্রোগ্রামাররা জড়ো হয়েছিলো যেন প্রোগ্রামিঙের তীর্থস্থানে!
এবারও ইনশাআল্লাহ্ এর ব্যাতিক্রম হবে। একটু বড় গলা করেই বলি, আমি গত বছর জাতীয় পর্যায়ে বিজয় ছিলাম, ১১তম!
যাইহোক,
এবারও আগের মতই আঞ্চলিক পর্বের ভেন্যু গুলো থাকবে।
website view
শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন, সিট আগে পেলে আগে পাবেন ভিত্তিতে আছে।
প্রতিটি ফর্মের পেজের ভেতর সমস্ত নির্দেশনা আছে। ঢাকার আগ্রহিদের বলছি, অনলাইন রেজিস্ট্রেশন শেষ নয়, এর পর যত ধ্রুত পারা যায় রেজিস্ট্রেশন স্পটে যেয়ে রেজিস্ট্রেশন শেষ করতে হবে, এই কথাটি সকল জেলার জন্য প্রযোজ্য।
অন্যান্য তথ্য পাবেন অফিশিয়াল ওয়েবসাইট www.nhspc.org তে!
এছাড়া প্রশ্ন করতে পারেন ওদের ওয়েবসাইটে, ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে
গত বছর এর জমজমাট আসর বসেছিল, সারা বাংলাদেশের ক্ষুদে প্রোগ্রামাররা জড়ো হয়েছিলো যেন প্রোগ্রামিঙের তীর্থস্থানে!
এবারও ইনশাআল্লাহ্ এর ব্যাতিক্রম হবে। একটু বড় গলা করেই বলি, আমি গত বছর জাতীয় পর্যায়ে বিজয় ছিলাম, ১১তম!
যাইহোক,
এবারও আগের মতই আঞ্চলিক পর্বের ভেন্যু গুলো থাকবে।
website view
শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন, সিট আগে পেলে আগে পাবেন ভিত্তিতে আছে।
প্রতিটি ফর্মের পেজের ভেতর সমস্ত নির্দেশনা আছে। ঢাকার আগ্রহিদের বলছি, অনলাইন রেজিস্ট্রেশন শেষ নয়, এর পর যত ধ্রুত পারা যায় রেজিস্ট্রেশন স্পটে যেয়ে রেজিস্ট্রেশন শেষ করতে হবে, এই কথাটি সকল জেলার জন্য প্রযোজ্য।
- ঢাকাঃ https://goo.gl/Oic1FK
- কুমিল্লাঃ https://goo.gl/NpqZR1
- টাঙ্গাইলঃ https://goo.gl/aaV6K5
অন্যান্য তথ্য পাবেন অফিশিয়াল ওয়েবসাইট www.nhspc.org তে!
এছাড়া প্রশ্ন করতে পারেন ওদের ওয়েবসাইটে, ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে