গুগল ফটোসের প্রধান অনিল সাভারওয়াল বলেন, আমরা বিশ্বাস করি পিকাসার চেয়ে গুগল ফটোসের মাধ্যমে ডেস্কটপ এবং মোবাইল গ্রাহকদের আরো উন্নত অনলাইন অ্যালবাম সেবা দিতে পারব। বিভিন্ন ফাংশনের দিক থেকে সেবাটি বেশি কার্যকর হবে। এ ছাড়া কাজের দিক থেকে দু’টি সেবা প্রায় একই। আমরা গ্রাহকসেবা উন্নয়নের প্রচেষ্টাকে দুই ভাগে বিভক্ত করতে চাই না। যারা পিকাসা ব্যবহার করছেন, তারা যদি গুগল ফটোসেরও ব্যবহারকারী হন, তাহলে পিকাসা বন্ধের পর অ্যালবামে থাকা সব ছবি আপনা আপনি গুগল ফটোসে স্থানান্তরিত হবে। যদি কেউ গুগল ফটোস ব্যবহারে আগ্রহী না হয়, সেক্ষেত্রে পিকাসা বন্ধ করা হলেও ছবি ভিউ, ডাউনলোড বা মুছে ফেলতে পারবেন। তবে এখন থেকে সফটওয়্যারটির আর কোনো হালনাগাদ দেয়া হবে না।