ফেসবুকের নতুন লাইক বাটন! সাথে আরও ৬টি রিঅ্যাকশন বাটন! - The New Facebook Like Button with 6 other reactions!

ফেসবুকের নতুন লাইক বাটন! সাথে আরও ৬টি রিঅ্যাকশন বাটন! - The New Facebook Like Button with 6 other reactions!
আসসালামু আলাইকুম,



দেখছেন?!?

আজকে ফেসবুকে লাইক (like) বাদে আরও ৬ টি বাটন চালু হয়েছে!



যেকোনো পোস্টের লাইক বাটনের ওপর মাউস দিয়ে হোভার করলে 6 টি অতিরিক্ত রিঅ্যাকশন বাটন পাওয়া যাচ্ছে!
এটা কেবল এখনো ডেস্কটপ ও স্মার্টফোন ভার্সনে আছে। মোবাইল বেসিক ভার্সনে এখনো এটি চালু হয় নি।

সেগুলো হল,
  • Like
  • Sad
  • Haha
  • Wow
  • angry
  • love
শেষ পর্যন্ত ডিজলাইকের বদলে এদেরই আবির্ভাব!
মার্ক জুকারবারগ ইমোজি দিয়েই গড়লেন এই বাটন গুলো।
এতে করে ফেসবুক ব্যাবহারকারিরা সহজেই যেকোনো পোস্টে তাদের মনের কথা প্রকাশ করতে পারবেন!
আরও পড়ুন

দ্রুত ফাইল শেয়ার করুন ল্যান বা রাউটার দিয়েঃ D LAN

দ্রুত ফাইল শেয়ার করুন ল্যান বা রাউটার দিয়েঃ D LAN
আসসালামু আলাইকুম,
অনেকদিন বড় পোস্ট করি না।ভাববেন না যে আর করবো না, আসলে ক্লাস টেনের ভার সামলাতে একটু কষ্ট হচ্ছে।

যাই হোক, আজ আরেকটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
এটা হল ডি ল্যান (D Lan)



এটা একটা মজার সফটওয়্যার, প্রয়োজনীয় বটে!

এর মাধ্যমে দুইটা কম্পিউটার যদি ল্যান পোর্ট ক্যাবল বা রাউটার কানেক্টেড থাকলে ৫০ এমবিপিএস বা আরও দ্রুত ফাইল ট্র্যান্সফার ও চ্যাট করা যায়।
এছাড়া পুরো পৃথিবীর অন্য প্রোগ্রামের সাথে চ্যাটের সুবিধা আছে।
এবং ওপেন সোর্স!!!
কোনও গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছাড়া চলতে পারে, এবং দুই রকম গুই আছে এতে।

এটি পুরোপুরি ফ্রি!

ডাউনলোড করুন

আরও পড়ুন

android ফোনকে বানান ওয়াকি টকি, বন্ধুর সাথে কথা বলুন ৫০ মিটার দূর থেকেই! ফ্রিতেঃ Intercom for android

android ফোনকে বানান ওয়াকি টকি, বন্ধুর সাথে কথা বলুন ৫০ মিটার দূর থেকেই! ফ্রিতেঃ Intercom for android

আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
জানেন না বোধহয়, আমি একটা প্রোডাকশন টিমের টেকনিশিয়ান। অবশ্য টিমটা আমাদেরই, আমাদের টীমের একটা শুটিং ছিল, তবে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চিৎকার করে কন্টাক্ট রাখা মোটেও শোভন না। তাই সবার এন্ডয়েড ফোনে সেটআপ করে নিলাম একে!

অসাধারণ একটি অ্যাপ ইন্টারকম। ব্লুটুথ বা ওয়াইফাই যেকোনোটি ব্যাবহার করে বন্ধুকে কল করতে পারবেন রেঞ্জের ভেতরে। ওয়াইফাই হলে ৫০ থেকে ১০০ মিটার, মূলত ডিভাইজের ক্ষমতার ওপর নির্ভরশীল। আর ব্লুটুথে ১২ মিটার।

ব্যাবহার অত্যন্ত সহজ। প্লে স্টোর রেটীং ৪.০/৫ 
ইউজার রিভিউ অত্যন্ত চমকপ্রদ।

ডাউনলোড করে নিন

আরও পড়ুন

LM386 দিয়ে একটা ছোট Noiseless সাউন্ড অ্যামপ্লিফায়ার বানিয়ে ফেলুন

LM386 দিয়ে একটা ছোট Noiseless সাউন্ড অ্যামপ্লিফায়ার বানিয়ে ফেলুন
আসসালামু আলাইকুম,

এই টিউটোরিয়ালে আপনাদের একটা ছোট এমপ্লিফায়ার বানানো শেখাবো। এটি বানানোর আগে আপনাদের এর ব্যাসিক(লিঙ্ক) জেনে নেওয়াটা দরকার হবে। বাংলায় দেওয়া আছে, সমস্যা নেই।



এখন আপনাদের প্রথমে একটা সিম্পল সাউন্ড এমপ্লিফায়ার তৈরি করতে বলবো যাতে আপনার নয়েজলেসের সাথে এর পার্থক্য বুঝতে পারেন।

সিম্পল্ভাবে বানাতে আপনার লাগবে,
  • একটা এলএম৩৮৬ আইসি
  • একটা ১০ ওহম রিসিটর
  • একটা ১০০০ মিউ এফ ক্যাপাসিটর
  • একটা স্টেরিও জ্যাক (অডিও ইনপুট নেওয়ার জন্য)
  • কিছু তার
  • একটা ব্রেডবোর্ড
  • একটা পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি (৫ ভোল্ট)

এটা বানানোর পর ব্যাবহার করলে বুঝবেন এই সার্কিট কিভাবে কাজ করে এবং এটাতে প্রচুর নয়েজ তৈরি হয়। নয়েজের একটা কারন সলিড তার কম ব্যাবহার করা আর লম্বা লম্বা তার ব্যাবহার করা।
যত কম লম্বা তার আর বেশি সলিড তার ব্যাবহার করবেন, নয়েজের হার তত কমে যাবে।


এখন আপনাদের একটা উন্নতমানের ছোট সাউন্ড এমপ্লিফায়ার বানাতে দেখিয়ে দেবো। এখানে থাকবে বেজ বুস্ট কন্ট্রোল, সাউন্ড কন্ট্রোল আর গেইন কন্ট্রোল।



আপনাদের অতিরিক্ত যা যা লাগবে,


  • 470 pF নন পোলার ক্যাপাসিটর।
  • ২টা 100 μF ক্যাপাসিটর।
  • ৩টা 0.1 μF নন পোলার ক্যাপাসিটর।
  • 10K Ohm রিসিস্টর।
  • 10 μF ক্যাপাসিটর।
  • তিনটা ১০কিলো ভলিউম।
আরও পড়ুন

এলএম৩৮৬ অডিও এমপ্লিফায়ার আইসি বেসিক - LM386 Basics

এলএম৩৮৬ অডিও এমপ্লিফায়ার আইসি বেসিক - LM386 Basics

আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো একটা শক্তিশালী ভোল্টেজ অ্যামপ্লিফায়ারের সাথে।
এটার বিবরধন ক্ষমতা বেশি বলে অডিও অ্যামপ্লিফায়ার খুব সহজেই বানানো যায়।
এটি একটি অসাধারণ আইসি। এখানে কিছু রিসিস্টর, ক্যাপাসিটর এবং কিছু ট্রান্সিস্টর দিয়েই তৈরি সম্ভব।
এর মধ্যে সাউন্ড গেইন কন্ট্রোল সহ বেজ বুস্ট কন্ট্রোলও দেওয়া যায়। এবং এই আইসি একটা অস্কিলেটর হিসেবেও কাজ করতে পারে যা সাইন তরঙ্গ বা স্কয়ার(চতুষ্কোণ) তরঙ্গ তৈরি করতে পারে।



এটি এক ধরণের অপারেশনাল এমপ্লিফায়ার(Op-Amp). অপারেশনাল এমপ্লিফায়ার হল এক ধরণের ইলেকট্রনিক যন্ত্রাংশ যারা একটা ইনপুট ভোল্টেজকে তার ১০ গুন, ১০০ গুন বা ১০০০ গুন বৃদ্ধি করা যায়।
গেইন আর ভলিউমের মধ্যে কিছু পার্থক্য আছে।


গেইন মূলত ইনপুটের ঘনত্ব বা কম্পাঙ্ক নিয়ন্ত্রণ করে। আর ভলিউম শব্দ বাড়ানো বা কমানোর কাজ করে।
তো পার্থক্যটা কি?
গেইন হল ইনপুট ভোল্টেজের আমপ্লিফিকেশন বা বিবর্ধকতা। মানে এটা কত পরিমানে আমপ্লিফাই হবে তা নিয়ন্ত্রণ করে।
আর ভলিউম একটা নির্দিষ্ট গেইন রেঞ্জ বা সীমার ভেতর আপনাকে সাউন্ড বাড়ানো বা কমানোর কাজ করতে দেয়।
গেইন ভলিউম লেভেলের সীমা নিরধারন করে দেয়।
যদি উদাহরন দেই,
যদি আমাদের গেইন ২০ হয়, তবে ভলিউম হবে ০ থেকে ২০ এর মধ্যে।
যদি আমাদের গেইন ২০০ হয়, তবে ভলিউম হবে ০ থেকে ২০০ এর মধ্যে।


আমাদের এলএম ৩৮৬ আইসি এর ৮টি পিন আছে।



আসল পিন হল ২ নম্বর আর ৩ নম্বর, এই দুটি পিন ইনপুট নেয়। আর পিন ৫ পজিটিভে আমপ্লিফাই করা সাউন্ড আউটপুট দেয়।
গেইন কন্ট্রোল পাওয়া যাবে পিন ১ আর পিন ৮ একটা 10 μF ক্যাপাসিটর দ্বারা যুক্ত করে, তবে একটা ভেরিয়েবল পট ব্যাবহার করলে আরও কার্যকরী হবে।
যদি পিন ১ আর ৮ একত্রিত না থাকে তবে আউটপুট ২০ লেভেলে সীমাবদ্ধ থাকবে। সাথে কেবল একটা 10 μF ক্যাপাসিটর লাগালেই গেইন লেভেল ২০০ হয়ে যাবে।
গেইন লেভেল কন্ট্রোল করতে মন মতো পটেনশিওমিটার বা ভেরিয়েবল রিসিস্টর ক্যাপাসিটরের সাথে সিরিজে লাগাতে হবে।


পাওয়ার রেটিং অনুযায়ী এই আইসি ৩ প্রকারে বাজারে পাওয়া যায়,
  • LM386N-1: 0.325 Watts
  • LM386N-3: 0.700 Watts
  • LM386N-4: 1.00 Watts


এখানে এর ভেতরের ডায়াগ্রাম রইল,

আরও পড়ুন

আপনার ওয়াইফাইকে আপনিই শেষ করছেন না তো? পোস্টটি দেখে শিখে নিন কিভাবে যত্নে রাখবেন ওয়াইফাই রাউটার!

আপনার ওয়াইফাইকে আপনিই শেষ করছেন না তো? পোস্টটি দেখে শিখে নিন কিভাবে যত্নে রাখবেন ওয়াইফাই রাউটার!
আসসালামু আলাইকুম,
ওয়াইফাই রাউটার এখন সকলের বাসায় একটা কমন ডিভাইজ হয়ে গেছে। অনেকে দামী রাউটার ব্যাবহার করছেন, অনেকে কমদামি।
তবে অনেকে দামী ব্যাবহার করেন বলে কমদামি গুলোকে তাচ্ছিল্লের চোখে দেখেন। 
দাম বেশি হওয়ার কারন রেঞ্জ বেশি, আপনি নিশ্চয়ই প্রতিবেশিকে সিগন্যাল দিয়ে বেরাবেন না :p 
কাজেই কম রেঞ্জই ভালো, যদি বাসা বাড়িতে ব্যাবহার করেন তবে একটা অ্যান্টেনার নিতে পারেন। 
তবে অনেকে রাউটার অল্প দিনেই নষ্ট হয়ে গেলে চাইনিজদের দোষারোপ করেন, কাজটা ঠিক না। :(



আমাদের যেই ডিভাইজতার দাম ৪৫ হাজার টাকা হওয়ার কথা সেটা চাইনিজরা ১ হাজার টাকায় এনে দিয়েছে। আর একটু যত্নে ব্যাবহার করলেই এই চাইনিজ রাউটারও আপনি দীর্ঘদিন ব্যাবহার করতে পারবেন।

সবচেয়ে বড় সমস্যা স্পীড।

স্পীড বাড়াতে হলে খুজতে হবে পারফেক্ট লোকেশন, যেখানে রাউটার থাকবে।


১ নম্বর টিপ
এক নম্বর টিপঃ
আপনার রাউটার নিচে রাখবেন না। কমপক্ষে ৫ থেকে ৭ ফিট উপরে রাখা ভালো। যেমন আলমারির ওপর। সেখানে মাল্টিপ্লাগ দিয়ে কানেকশান দিন এবং সার্ভিস প্রভাইডার ডেকে তার লম্বা করিয়ে নিন।







২ নম্বর টিপ
২ নম্বর টিপঃ
বাসাবাড়িতে বা অফিসে বেশিরভাগ ক্ষেত্রেই অবস্থানটা হয় উপরে। তাই অফিস হলে প্রথম ফ্লোরে রাখতে পারেন এবং বাসা দোতালা হলে নচ তলায় রাখতে পারেন। মানে সমভুমিতে, বেজমেন্টে নয়।






৩ নম্বর টিপ
৩ নম্বর টিপঃরাউটার বাসার কোনায় রাখবেন না, এতে অর্ধেক সিগন্যাল বাইরে চলে যাবে, বাসার মাঝামাঝি কোথাও রাখবেন।







৪ নম্বর টিপ

৪ নম্বর টিপঃ
রাউটার কখনই টিভি, ভিসিডি, ডিভিডি বা অন্যান্য ম্যাগনেটিক পণ্যের পাশে রাখেবেন না, এতে সিগন্যাল ডিসরাপ্ট হতে পারে।







৫ নম্বর টিপ
৫ নম্বর টিপঃ
কর্ডলেস ডিভাইজ বা মাইক্রোওয়েভ অভেনের পাশে রাখবেন না






৬ নম্বর টিপ
৬ নম্বর টিপঃ
রাউটার খোলা স্থানে রাখবেন, কেবিনেট বা আলমারির মাঝে নয়।






৭ নম্বর টিপ
৭ নম্বর টিপঃ
পানির মধ্য দিয়ে ওয়াইফাই সিগন্যাল যেতে পারে না, সো বুঝতেই পারছেন। 
গোল্ডফিশ নেট ইউজ করে না :p





৮ নম্বর টিপ
৮ নম্বর টিপঃ
যেসব অ্যাপ বেশি ব্যান্ডউইথ ব্যাবহার করে সেগুলো পিক আওয়ারের মতো ব্যাবহার করুন, এতে অন্য ডিভাইজ কম কষ্ট পাবে :p






৯ নম্বর টিপ

৯ নম্বর টিপঃ
নিয়মিত রাউটার রিবুট করুন এবং পাসওয়ার্ড চেঞ্জ করুন।



Tags : WiFi, Internet, WiFi router
আরও পড়ুন

এবার রইলো বড় ভাই বোনদের জন্য এইচএসসি ২০১৬ এর ইংরেজি ১ম ও ২য় পত্রের সাজেশান - Now it is the suggestion of English 1st and 2nd paper for the HSC 2016 exam candidates

এবার রইলো বড় ভাই বোনদের জন্য এইচএসসি ২০১৬ এর ইংরেজি ১ম ও ২য় পত্রের সাজেশান - Now it is the suggestion of English 1st and 2nd paper for the HSC 2016 exam candidates

আসসালামু আলাইকুম,
এবার রইলো বড় ভাই বোনদের জন্য এইচএসসি ২০১৬ এর ইংরেজি ১ম ও ২য় পত্রের সাজেশান


Assalamu Alaikum,
Now it is the suggestion of English 1st and 2nd paper for the HSC 2016 exam candidates.






১১

Suggestion For H.S.C Exam 2016
English I & II
(Students are asked to follow the suggestion from the beginning of each chapter)
Passage: [1st Paper]

01.   There have been a significant….
02.   One very conspicuous……………..
03.   The unit by which……………………
04.   His name was Jerry………………….
05.   Statistics shows that……………….
06.   The present age………………………
07.   Education is one of the…………..
08.   As his reputation……………………
09.   Ismail Hossain………………………..
10.   In recent years………………………
11.   The last century is…………………
12.   Feeding the ever……………………
13.   Education is the process………..
14.   A societies culture…………………..
15.   Scientist have always……………
16.   The most significant event……
17.   Ayesha Begum…………………….
18.   The environment refers………..
19.   Woman in our……………………….
20.   The process of globalization…..
21.   Every year millions of…………..
22.   The world of producing ………..
23.   Investment is………………………..
24.   Dr. Zoha………………………………..
25.   The last century is…………………
26.   The world is providing…………...
Additional
a.    Television is become…….
b.    Water is another vital……
c.     Rabindranath……………….
d.    A cook once………………….
e.    How safe………………………
f.     In Bangladesh………………
g.    Communication competence…
h.    Working opportunities…………..
i.      Hamidur Rahman………………
j.      Gender discrimination…………
k.    The great wall…………………….
l.      Fire swept…………………………….
m.  Humans, animals…………………
n.    Sports are popular………………..

___________________________________________________________________
Paragraphs: [1st Paper] Ex-13.

01.   International mother language day.
02.   Deforestation.
03.   Natural calamities.
04.   Earthquake.
05.   Dowry.
06.   Environment Pollution.
07.   Global Warming.
08.   English as an international language.
09.   Necessity of sports.
10.   Load shedding.
11.   Road accident.
12.   Female education.
13.   Bangladesh / Homeland.
14.   Globalization.
15.   Bangladeshi culture.
16.   Good health.
Additional:
a.       Mobile Phone
b.      Facebook
c.       Drug addiction.
d.      Water Pollution.
e.      Traffic jam.
f.        Nuclear family.
g.       Corruption
h.      Begger.
i.         Climate change

___________________________________________________________________

Composition

01.   Student and social service.
02.   Television.
03.   Unemployment problem.
04.   Natural disaster.
05.   Hobby.
06.   Wonder of modern science.
07.   Newspaper.
08.   Visit to a place of historical interest.
09.   Journey you have enjoyed.
10.   Natural beauty of Bangladesh.


Additional:
a.       Childhood memories.
b.      Digital Bangladesh.
c.       Mobile Phone.
d.      Population Problem.
e.      Journey by Train.
f.        Value of time.
g.       Person/game you like most.
h.      Future plan.
i.         Physical exercise.
j.        Rivers of Bangladesh.
k.       Internet.
l.         Your memorable day.


__________________________________________________________________________________________________
Report Writing [2nd Paper, Ex-9]:

01.     Eve-teasing.
02.     Deforestation.
03.     Report on terrible road accident.
04.     On a exciting game.
05.     Drug addiction.
06.     Impact of foreign culture.
07.     Publication of H.S.C result.
08.     Miseries of the people of effected by river erosion.
09.     Victory Day.
10.     Traffic jam/load shedding.
11.     Village/trade fair.
12.     Miserable life led by a freedom fighter.
13.     Role of satellite channels.
14.     Report on a day long hartal/blockade.
15.     Food adultration.
16.     Prize giving ceremony.
17.     Price hike.
18.     Slum dwellers.

____________________________________________________________________________________
Application:

01.    Permission to go on a study tour.
02.    Enhancing library facilities/Common room facilities.
03.    Notice for stopping cell phone in the classroom.
04.    For  testimonial.
05.    To open a relief camp in the school campus.
06.    Staging a drama in college auditorium.
07.    Relief for the sidr affected people/medical aids.
08.    For setting up a canteen.
09.    For literary club, computer club, debating club, English speaking club.
10.    For watching cricket match.
11.    Sound system for large classroom.
12.    T/C or Testimonial.

Additional:
a.        To provide multimedia classroom.
b.        To take steps against outsiders.
c.        To provide street lights in your locality.
d.        Changing electing subjects.

Gazi Monir Hossain
Sr. Teacher
Mirpur Mofid-E-Am School and college.


This suggestion is Open Source
 this copy is modified with the agreement of the writer, Gazi Monir Hossain
© Gazi Monir Hossain



আরও পড়ুন

হ্যান্ডস অন রিভিউঃ Tenda Wireless N150 Router

হ্যান্ডস অন রিভিউঃ Tenda Wireless N150 Router
আসসালামু আলাইকুম।
আজই রাউটারটা কিনলাম, ভাই বোন সবাই একটা কানেকশান ভাগাভাগি করে নিতে।



এই রাউটারের মডেল হল N4
নাম N150
tenda ম্যানুফ্রাকচার করেছে একে। আমি এইটা কিনেছি ১১০০ বা এগারশো টাকা দিয়ে।
১২০০ স্কয়ার ফিটের বাসার জন্য একেবারে পারফেক্ট। এছাড়া আছে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি
সেটআপ করা-
চালু করার জন্য এডাপ্টর যুক্ত করতে হবে। একটা বাটন আছে এর। সেটা দিয়ে ডিভাইজ এক্সেপ্ট করে। ভেতরে পাবেন একটা টু ওয়ে ল্যান ক্যাবল (ডেস্কটপ কানেক্টর), অ্যাডাপটার আর মুল রাউটার দিভাইজ। এখন পেছনের WAN পোর্ট দিয়ে ব্রডব্যান্ড লাগাবেন। আর ১,২,৩,৪ পোর্ট দিয়ে পিসি কানেক্ট করবেন। এছাড়া ওয়াইফাই তো আছেই! আছে একটা অ্যান্টেনা।

টু ওয়ে ল্যান কানেক্ট করে নিন এবং ব্রাউজারে আপনার রাউটারের পেছনে লেখা আইপি লিখে এনটার দিন।
এখন ID এবং Password একই, admin লিখে ঢুকে যান।

দরকারে ক্যাটালগ দেখুন।

ফিচার-
২.৪ গিগা হার্জ গতির নেটওয়ার্ক প্রসেসর
১৫০ এমবিপিএস লিঙ্ক স্পীড
আকারে ছোট
দাম কম
১৫ মিটার রেডিয়াস কাভারেজ
WPA/WPA2 নেটওয়ার্ক প্রোটেকশন


কোথায় পাবেন?-
আমাজন ডট কম, আজকের ডিল ডট কম এবং নিকটস্থ যেকোনো কম্পিউটার মার্কেটে। 
আরও পড়ুন

নতুন রূপে গুগোল প্লাস, আরও সহজ, আরও সাশ্রয়ী - The New Look of Google + Plus

নতুন রূপে গুগোল প্লাস, আরও সহজ, আরও সাশ্রয়ী - The New Look of Google + Plus
আসসালামু আলাইকুম,দেখেছেন কিনা জানিনা। আমি দেখে অনেক অবাক হলাম, মজাও পেলাম।

গুগোল তাদের বেশ কিছু ফিচারের নতুন সংস্করণ চালু করেছে!

গুগোল প্লাস সম্পূর্ণ নতুন রূপে! আগের মতো স্লো না, অনেক ফাস্ট আর ব্যাবহার বান্ধব।



তবে এই নতুন গুগোল প্লাস আগের মতো নান্দনিক ডিজাইনের নয়, তবুও খারাপ বলা যায় না!




এখানে আর নেই সেই প্রোফাইল ভিসিট কাউন্টার। তবে আপনি ইচ্ছা করলে পুরনো ক্লাসিক ভার্সন ইউজ করতে পারেন।

এগুলো পুরনো ভার্সনের ছবি,



এছাড়া বাম পাশে চলে এসেছে কমিউনিটি, ফ্রেন্ডস আর অপ্সন গুলো।
আর কভার পিকচারের ডান পাশে রয়েছে প্রোফাইল এডিট বাটন।

আরও পড়ুন

আপনার হার্ডডিস্ক রাখুন স্বাস্থ্যবানঃ Wise Disk Cleaner

আপনার হার্ডডিস্ক রাখুন স্বাস্থ্যবানঃ Wise Disk Cleaner
আসসালামু আলাইকুম,কেমন আছেন?
আপনাদের যাদের পিসি স্লো হয় তবে এটা একটা সমাধান হতে পারে।



ওয়াইজ ক্লিনার গ্রুপ তাদের রেজিস্ট্রি ক্লিনার সফটওয়্যারটি কিছুদিন আগে আপডেট করেছে।
আমি যখন ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনারের রিভিউ লিখছিলাম তখন এর ৮তম সংস্করণ চলছিলো।

কিছুদিন আগে এর ৯ম সংস্করণ রিলিজ পেয়েছে।

এখন আপনাদের পরিচয় করিয়ে দেবো ওয়াইজ ডিস্ক ক্লিনারের সাথে।

এই সফটওয়্যারটি সহজেই আপনার হার্ড ডিস্ক থেকে জাঙ্ক ফাইল, টেম্প ফাইল, ক্যাশে ডাটা, আন ইউজড ডাটা ইত্যাদি খুঁজে বের করে আপনাকে নটিফাই করে এবং রিমুভ করে দেয়।

এছাড়া এটি আপনার ডিস্ক ক্লিনাপ আর ডি - ফ্রাগ্মেন্টের কাজ করে।

ডি ফ্রাগ্মেন্ট করলে আপনার হার্ড ডিস্কের ফাইলগুলো একটা সহজ অ্যালগরিদমে সাজানো থাকে, এতে হার্ড ড্রাইভ হ্যাং করে কম এবং পিসি চলে আরও গতিতে।

ডাউনলোড করে নিন 
আরও পড়ুন

ইংরেজি প্যারাগ্রাফঃ Earthquake

ইংরেজি প্যারাগ্রাফঃ Earthquake

আসসালামু আলাইকুম,
কেমন আছো? যেহেতু সমবয়সী এবং ছোট ভাই-বোনদের জন্য লেখা তাই তুমি করে লেখা।

এখানে আমি চেষ্টা করবো "পড়াশোনা" বিভাগকে রাঙ্গিয়ে তুলতে।
তাই মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির সিনিয়র লেকচারার গাজী মনির হোসেন স্যারের লেখা সহজ কিছু প্যারাগ্রাফ এখানে দিলাম। এখানেও পড়তে পারবে বা পিডিএফ ডাউনলোড করতে পারবে।

ডাউনলোড পিডিএফ





অথবা এখানেই পড়!


Downloaded From

Earthquake

Earthquake means the sudden movement of earth. It is caused by volcanic eruption. It shakes the earth very rapidly. It causes a devastating natural disaster. Sometimes it displaces the ground severely. It is very often felt in volcanic and mountainous regions. Some regions of the world are prone to earthquake. Bangladesh  also lies in active earthquake zone. Several mild earthquake has occurred in Bangladesh. If their happens major earthquake in Bangladesh, it will be untold miseries & irreparable loss of lives & infrastructures. When any severe quake hits any populous city, thousands of people are killed & injured. Many people get trapped under the broken houses. Very recently Japan & Iran are hit by earthquake. A large destruction of lives, houses & properties is occurred. Myanmar is also in prone of earthquake. Steps should be taken to minimize the loss. Earthquake resistant building code should be implemented. Govt. with all printing and satellite medias should come forward to make awareness about earthquake.


Collected from,

Gazi Monir Hossain
Senior Lecturer
Mirpur Mofid-E-Am School And College.

Composser and Publisher,


©Gazi Monir Hossain

আরও পড়ুন

ফেসবুক আইডি থেকে অ্যাড ফ্রেন্ড বাটন সরিয়ে ফেলুন! - Remove Add Friend Button From Your Facebook Profile

ফেসবুক আইডি থেকে অ্যাড ফ্রেন্ড বাটন সরিয়ে ফেলুন! - Remove Add Friend Button From Your Facebook Profile
আসসালামু আলাইকুম,

অনেক আপু ও বোনদের আইডিতে প্রচুর ফ্রেন্ড রিকুয়েষ্ট আসে। আর অনেকে চান না যে তাদের আইডিতে কোন অনাকাঙ্খিত রিকুয়েষ্ট আসুক ।
এক্ষেত্রে আপনি আপনার +Add as Friend বাটনটি হাইড / ডিসেবল করে রাখতে পারেন।



তার জন্য প্রথমে আপনার ফেজবুকে লগইন করুন, তারপর Privacy Settings এ ক্লিক করুন। নিচের মত দেখবেন




এবার আপনি who can contact me? থেকে edit এ ক্লিক করুন। তারপর everyone থেকে friends of friends সিলেক্ট করে done অথবা close এ ক্লিক করুন। নিচের ছবিটা দেখুন



ব্যাস আপনার কাজ শেষ। 

বি:দ্র: এক্ষেত্রে যারা আপনার ফ্রেন্ডলিষ্টে আছে তাদের ফ্রেন্ডগন শুধু রিকুয়েষ্ট পাঠাতে পারবে । এছাড়া আর কেউ +Add as Friend বাটনটি দেখতে পারবে না। যেমন আমার ফ্রেন্ড লিষ্টে আপনার কোন ফ্রেন্ড যদি থাকে তবেই আমাকে রিকুষ্টে পাঠাতে পারবেন ।




কালেক্টেড ফ্রম বিডি টিপস টেক
আরও পড়ুন

fritzing দিয়ে সার্কিট বানানোর টিউটোরিয়াল

fritzing দিয়ে সার্কিট বানানোর টিউটোরিয়াল
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?

কয়েকদিন আগেই আপনাদের ফ্রিটযিং-এর কথা বলেছিলাম। এবং সেই পোস্টে এও বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আসবে টিউটোরিয়াল।
এবং আমার সেই কথা রাখতে আপনাদের জন্য এই ছোট্ট পোস্ট + ভিডিও টিউটোরিয়াল।



ফ্রিটযিং(frizing) একটি ফ্রি সার্কিট ডিজাইনার সফটওয়্যার। বর্তমানে এটির বেটা সংস্করণ চলছে।
তবে ফানালাইজিং করলেই যে এটা পেইড হয়ে যাবে তা নয়। এটা ফ্রিই থাকবে!


তবে এখন ফ্রিটজিং ডাউনলোড করে নিন এখান থেকে, আপনার পিসি যেটা সাপোর্ট করবে সেটাই নেবেন।
মানে ৩২বিট বা ৬৪ বিট।

এবং আনজিপ করুন যেকোনো আর্কাইভ ইউটিলিটি দিয়ে, এক্ষেত্রে আপনি সেভেন জিপ ইউজ করতে পারেন।

এখন fritzing.exe দিয়ে ফ্রিটজিং চালু করুন।

এখন এরকম স্ক্রিন পাবেন,

এই স্ক্রিন থেকে আপনি সহজেই ফ্রিটজিং কমিউনিটিতে যেতে পারবেন, তাদের ব্লগে পোস্ট করতে পারবেন।

এবার উপরের Welcome ট্যাবের পাশের Breadboard ট্যাবে আপনি আপনার পছন্দের উপর নির্ভর করে ব্রেড বোর্ড সার্কিট আঁকতে পারবেন।

এছাড়া Schematic ট্যাব দিয়ে সার্কিটের ডায়াগ্রাম দেখতে পাবেন।

এবং PCB ট্যাব দিয়ে আপনি সার্কিট বোর্ড প্রিন্ট করানোর আগের ডিজাইন করতে পারবেন।

ডান পাশে আছে সমস্ত পার্টস। এখানে বেশ কিছু মাদারবোর্ড আছে, যেমন আরডুইনো, ইন্টেল, রাস্পবেরি পাই ইত্যাদি।

তো এখানে আমার আর কিছু বলার নেই, অনেক সোজা কাজ।

হ্যাঁ! তবে আপনার সার্কিটের একটা ডাটা ফাইল সেভ হবে .fzz ফরম্যাটে। এটা নিজেকেই করতে হবে,মানে Ctrl + S

এছাড়া ডাটা ফাইলের বদলে যদি ছবি মানে পিএনজি জেপিজি ইত্যাদি চান তবে,

ফাইল > এক্সপোর্ট > ইমেজ > পিএনজি/জেপিজি/টিজিএ

আরও পড়ুন

বাংলাদেশের জনপ্রিয় গানের ওয়েবসাইটঃ music.com.bd

বাংলাদেশের জনপ্রিয় গানের ওয়েবসাইটঃ music.com.bd
আসসালামু আলাইকুম,

গান পাগলারা এই সাইটের নাম শোনেননি শুনলেই কেমন লাগে।
এই সাইটটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, ব্যাবহারবান্ধব ও ডাটা সাশ্রয়ী ওয়েবসাইট।
আপনি এখানে পছন্দের গান সহজেই খুঁজে নিতে পারবেন। ডায়নামিক এইচটিএমএল এবং এক্সএমএল
দিয়ে ডেভেলাপ করা হয়েছে ওয়েবসাইটটি।

music.com.bd


এখানে আপনি পারবেন কেবল এমপিথ্রি গানটি স্ট্রিম করে ব্রাউজারেই শুনতে। অবশ্য এতে ফ্ল্যাশ প্লেয়ার লাগবে।
আপনি গানের পেজে ঢুকলেই ডাটা কাটবে না। আপনি যতক্ষণ না এমপিথ্রি স্ট্রিম না করবেন ততক্ষণ গান লোড হবে না।

পারবেন গান সার্চ করতে


এছাড়া গানের বিট রেট অনুযায়ী ডাউনলোড করতে পারবেন।
এতে আপনার ডাটাও বাঁচবে, গানের কোয়ালিটিও আপনার পছন্দসই হবে।

গানের ডিটেল পেজ

এছাড়া আছে বাংলাদেশের রেডিওগুলো অনলাইনে শোনার সুযোগ!

ওদের রেডিও পেজ!

এছাড়া গানের অ্যালবাম, রিলিজ ডেট এবং অন্যান্য সকল তথ্য অবশ্যই পাবেন।


তবে সাইটটি দেখে নিন এবং পোস্ট শেয়ার করুন!

www.music.com.bd


...
আরও পড়ুন

ইংরেজি প্যারাগ্রাফঃ Deforestation

ইংরেজি প্যারাগ্রাফঃ Deforestation
আসসালামু আলাইকুম,
কেমন আছো? যেহেতু সমবয়সী এবং ছোট ভাই-বোন দের জন্য লেখা তাই তুমি করে লেখা।

এখানে আমি চেষ্টা করবো "পড়াশোনা" বিভাগকে রাঙ্গিয়ে তুলতে।
তাই মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির সিনিয়র লেকচারার গাজী মনির হোসেন স্যারের লেখা সহজ কিছু প্যারাগ্রাফ এখানে দিলাম। এখানেও পড়তে পারবে বা পিডিএফ ডাউনলোড করতে পারবে।

ডাউনলোড পিডিএফ




অথবা এখানেই পড়!


Downloaded From

Deforestation

Deforestation means cutting down trees at random. Through cutting down trees a land becomes tree less ,desert. People cut down trees to meet their financial or housing problem or any other basic needs. They do not know the effect of cutting down trees. Greedy people cut down trees to make quick profit. Trafficking trees is also responsible for deforestation. People cut down trees continuously to make more cultivable land & human residence. As a result it causes threats to our environment. It disturbs our ecological balance. The existence of wild animals and birds is going to  be threatened. Carbon dioxide is increasing worldwide due to deforestation. As a result the world is becoming warmer, ice is melting & sea level is rising. Many parts of the world is going to be engulfed and turning into deserts. We may face the problem of flood, soil erosion and drought etc. We all should come forward to stop deforestation. Govt. should expand tree plantation program across the country. People should be made conscious about the necessity of planting and the dreadful causes of deforestation. All the printing & satellite medias should come forward to make mass awareness about deforestation & afforestation.


Collected from,

Gazi Monir Hossain
Senior Lecturer
Mirpur Mofid-E-Am School And College.

Composser and Publisher,


©Gazi Monir Hossain

আরও পড়ুন

সেরা কমপ্রেসর সফটওয়্যারঃ 7-Zip

সেরা কমপ্রেসর সফটওয়্যারঃ 7-Zip
সেভেন জিপ হল বর্তমানে উইনরারের চেয়ে বেশি জনপ্রিয় এবং ফ্রি একটি প্রোগ্রাম।
আমি নিজেই এর কম্প্রেশন মেথড দেখে মুগ্ধ হয়েছি। এতে উইনরারের সকল সুবিধাই পাবেন।
দাম মাত্র ৳০!



হুম! আর এর কম্প্রেশন অত্যন্ত শক্তিশালী! আমি ২ গিগাবাইটের একটি গেইম ফাইল ৯৯৮ মেগাবাইটে নিয়ে এসেছি কেবল
সেভেন জিপ ব্যাবহার করে। সেভেন জিপে আছে সাতটি আর্কাইভ কমপ্রেশন ফরম্যাট!
  • 7z
  • zip
  • xz
  • wim
  • gzip
  • tar
  • bzip2


এদের মধ্যে 7z এবং tar ফরম্যাটের কমপ্রেস সবচেয়ে বেশি শক্তিশালী। এর ফলে ফাইলের সাইজ অনেক কমে আসে এবং ইন্টারনেট ও সিডি শেয়ারে সুবিধা পাওয়া যায়।



রয়েছে দুটি এনক্রিপশন মেথড। এতে আপনি আপনার ফাইলে বা জিপ করা ফাইলে পাসওয়ার্ড দিতে পারবেন।
দুটি মেথড হল ZipCrypto এবং AES-256

এছাড়া আছে ডিকশনারি ও ওয়ার্ড কম্প্রেশন মেথড!

এছাড়া আছে ফাইল স্প্লিটার সুবিধা! মানে আপনার ফাইল আপনি অনেকগুলো আলাদা ফাইলে ভেঙ্গে বিভিন্ন জায়গায় আপলোড করতে পারেন। এবং আবার সেই ফাইল গুলো একই ডিরেক্টরিতে পেস্ট করে আবার একত্র করতে পারবেন।

তবে ডাউনলোড করে নিন! (অফিসিয়াল ওয়েবসাইট)






আরও পড়ুন

ফটোশপ সিএস৫ এবং ৬ -এ অভ্র কীবোর্ড দিয়ে অনায়সে লিখুন ANSI বাংলা ফন্টে!

ফটোশপ সিএস৫ এবং ৬ -এ অভ্র কীবোর্ড দিয়ে অনায়সে লিখুন ANSI বাংলা ফন্টে!
আসসালামু আলাইকুম,কেমন আছেন?

অনেকদিন পর পর ফটোশপ নিয়ে পোস্ট করি।
তো বাবা ফটোশপ, তুমি কি রাগ করেছো? :ভি

আচ্ছা, আপনারা যারা ফটোশপ ব্যাবহার করেন তারা নিশ্চয়ই বর্তমানে সিএস৫ বা ৬ ভার্সনে আছেন। আসলে মডার্ন পোলাপান এই দুইটাই এখন চালায়, বেশিরভাগ বুড়োরাই পুরনো ভার্সন গুলো চালান। আর কিছু বলবো না, হাজার হোক তাদের নাড়ির টান :P



ফটোশপে আমাদের যে জিনিসটায় এখন সবচেয়ে বেশি ঝামেলায় পরতে হয় তা হল বাংলা লেখা। সেখানে সব লেখা অভ্র দিয়ে ইউনিকোডে লিখতে ফন্ট ভেঙ্গে যায়।

ভাঙ্গা বাংলা ইউনিকোড

এখন আগে আপনাকে অভ্র কীবোর্ড সেটআপ করতে হবে।
এখান থেকে ডাউনলোড করে নিন, অফিসিয়াল সাইট

এবং আপনার কিছু বিজয় ফন্ট লাগবে। সেটা গুগলে পেতে পারেন আমি এই টিউটোরিয়ালে chandrabotiMJ ব্যাবহার করেছি। এই ফন্ট এখানে পাবেন।
Jump To Tutorial Video
এছাড়া সিয়াম রূপালী ও কালপুরুষ ফন্টের এএনএসআই ভার্সন অভ্র কীবোর্ডের সাথেই আছে। মানে সেটআপের সাথেই পাবেন।

এখন ফটোশপ খুলুন।


এবং যেকোনো ইমেজ খুলুন বা নতুন তৈরি করুন। এবং সেখানে টেক্সট টুল সিলেক্ট করে একটি টেক্সট এরিয়া তৈরি করুন।




এখন স্টার্ট মেনুর ডান পাশের নোটিফিকেশন আইকন এরিয়া থেকে অভ্র কীবোর্ডে রাইট ক্লিক করে Tools তারপর Unicode to Bijoy Text Converter সিলেক্ট করুন। এরপরের কাজ কি বুঝতেই পারছেন! আপনার পছন্দের লেখা অভ্র দিয়ে লিখে বিজয়ে কনভার্ট করুন।



এখন আপনার বিজয়ে কনভার্ট করা লেখা কপি করে নিন Ctrl + C চেপে।





এবং সেই কনভার্ট করা লেখা ফটোশপের মাঝে খোলা টেক্সট এরিয়ায় পেস্ট করে দিন। ঠিকমতো ফন্ট সিলেক্ট না করা থাকলে হিজিবিজি কোড দেখাবে।





এখন কোনও বিজয় ফন্ট সিলেক্ট করে দিলেই হবে, তবে তার আগে পুরো টেক্সটটা সিলেক্ট করে রাখবেন। নাহলে কাজ হবে না!




এখন ইচ্ছে মতো স্টাইল দিন বা মডিফাই করুন!



দেখুন ভিডিও টিউটোরিয়াল!



আরও পড়ুন

মোট পাতাদর্শিত