fritzing দিয়ে সার্কিট বানানোর টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম,
কেমন আছেন?

কয়েকদিন আগেই আপনাদের ফ্রিটযিং-এর কথা বলেছিলাম। এবং সেই পোস্টে এও বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আসবে টিউটোরিয়াল।
এবং আমার সেই কথা রাখতে আপনাদের জন্য এই ছোট্ট পোস্ট + ভিডিও টিউটোরিয়াল।



ফ্রিটযিং(frizing) একটি ফ্রি সার্কিট ডিজাইনার সফটওয়্যার। বর্তমানে এটির বেটা সংস্করণ চলছে।
তবে ফানালাইজিং করলেই যে এটা পেইড হয়ে যাবে তা নয়। এটা ফ্রিই থাকবে!


তবে এখন ফ্রিটজিং ডাউনলোড করে নিন এখান থেকে, আপনার পিসি যেটা সাপোর্ট করবে সেটাই নেবেন।
মানে ৩২বিট বা ৬৪ বিট।

এবং আনজিপ করুন যেকোনো আর্কাইভ ইউটিলিটি দিয়ে, এক্ষেত্রে আপনি সেভেন জিপ ইউজ করতে পারেন।

এখন fritzing.exe দিয়ে ফ্রিটজিং চালু করুন।

এখন এরকম স্ক্রিন পাবেন,

এই স্ক্রিন থেকে আপনি সহজেই ফ্রিটজিং কমিউনিটিতে যেতে পারবেন, তাদের ব্লগে পোস্ট করতে পারবেন।

এবার উপরের Welcome ট্যাবের পাশের Breadboard ট্যাবে আপনি আপনার পছন্দের উপর নির্ভর করে ব্রেড বোর্ড সার্কিট আঁকতে পারবেন।

এছাড়া Schematic ট্যাব দিয়ে সার্কিটের ডায়াগ্রাম দেখতে পাবেন।

এবং PCB ট্যাব দিয়ে আপনি সার্কিট বোর্ড প্রিন্ট করানোর আগের ডিজাইন করতে পারবেন।

ডান পাশে আছে সমস্ত পার্টস। এখানে বেশ কিছু মাদারবোর্ড আছে, যেমন আরডুইনো, ইন্টেল, রাস্পবেরি পাই ইত্যাদি।

তো এখানে আমার আর কিছু বলার নেই, অনেক সোজা কাজ।

হ্যাঁ! তবে আপনার সার্কিটের একটা ডাটা ফাইল সেভ হবে .fzz ফরম্যাটে। এটা নিজেকেই করতে হবে,মানে Ctrl + S

এছাড়া ডাটা ফাইলের বদলে যদি ছবি মানে পিএনজি জেপিজি ইত্যাদি চান তবে,

ফাইল > এক্সপোর্ট > ইমেজ > পিএনজি/জেপিজি/টিজিএ


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত