আসসালামু আলাইকুম,
এই টিউটোরিয়ালে আপনাদের একটা ছোট এমপ্লিফায়ার বানানো শেখাবো। এটি বানানোর আগে আপনাদের এর ব্যাসিক(লিঙ্ক) জেনে নেওয়াটা দরকার হবে। বাংলায় দেওয়া আছে, সমস্যা নেই।
এখন আপনাদের প্রথমে একটা সিম্পল সাউন্ড এমপ্লিফায়ার তৈরি করতে বলবো যাতে আপনার নয়েজলেসের সাথে এর পার্থক্য বুঝতে পারেন।
সিম্পল্ভাবে বানাতে আপনার লাগবে,
- একটা এলএম৩৮৬ আইসি
- একটা ১০ ওহম রিসিটর
- একটা ১০০০ মিউ এফ ক্যাপাসিটর
- একটা স্টেরিও জ্যাক (অডিও ইনপুট নেওয়ার জন্য)
- কিছু তার
- একটা ব্রেডবোর্ড
- একটা পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি (৫ ভোল্ট)
এটাও দেখুন, বেজ বুস্টার রিদেম লাইট
এটা বানানোর পর ব্যাবহার করলে বুঝবেন এই সার্কিট কিভাবে কাজ করে এবং এটাতে প্রচুর নয়েজ তৈরি হয়। নয়েজের একটা কারন সলিড তার কম ব্যাবহার করা আর লম্বা লম্বা তার ব্যাবহার করা।
যত কম লম্বা তার আর বেশি সলিড তার ব্যাবহার করবেন, নয়েজের হার তত কমে যাবে।
এখন আপনাদের একটা উন্নতমানের ছোট সাউন্ড এমপ্লিফায়ার বানাতে দেখিয়ে দেবো। এখানে থাকবে বেজ বুস্ট কন্ট্রোল, সাউন্ড কন্ট্রোল আর গেইন কন্ট্রোল।
আপনাদের অতিরিক্ত যা যা লাগবে,
- 470 pF নন পোলার ক্যাপাসিটর।
- ২টা 100 μF ক্যাপাসিটর।
- ৩টা 0.1 μF নন পোলার ক্যাপাসিটর।
- 10K Ohm রিসিস্টর।
- 10 μF ক্যাপাসিটর।
- তিনটা ১০কিলো ভলিউম।