বন্ধুর সাথে ওয়ারলেসে খেলুন নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড! ওয়াইফাই দিয়ে ল্যান বানিয়ে নিন!

আসসালামু আলাইকুম, 
কেমন আছেন? গেমারদের মাঝে এবার ফিরে এলাম।
বন্ধুর সাথে মনে হয় ল্যান প্লে প্রচুর করেছেন। হয়তো অনলাইনে গেইম রেঞ্জার দিয়ে, অথবা বাসার রাউটারে কানেক্ট করে, অথবা নিজের বেডরুমে ল্যান কানেকশান ক্যাবল লাগিয়ে, সোজা কথায় ইন্টারনেটের তার দিয়ে।

এবার ভার্সিটি ক্যাম্পাস বা বাসে, যেখানে খুশি ল্যাপটপের ওয়াইফাই দিয়ে ওয়ারলেস ভাবে খেলতে পারবেন নিজের আর বন্ধুর ল্যাপটপ দিয়ে। 



খুবই সোজা! কিছুই লাগবে না কেবল আপনার ল্যাপটপের বিল্ট ইন ওয়াইফাই এডাপ্টার আর একটা ৯ এমবির ছোট প্রোগ্রাম দিয়ে। 
৯ এমবির প্রোগ্রামটি আপনার লাগবে না যদি আপনারা খুব সহজে অ্যাডহোচ ব্যাবহার করতে 
পারেন। 

অ্যাডহোচ হল উইন্ডোজের নিজস্ব ওয়াইফাই হটস্পট কম্যান্ড। 

এটা এক্সপি, সেভেন ও ভিস্তায় ছিল। এখন ৮.১, ৮ এবং ১০ এ এটা নেই, তবে কম্যান্ড প্রম্পট দিয়ে এটা তৈরি করা যায় যা পরের কোনও পোস্টে  আলোচনা করবো। 

এখন যদি আপনাদের মাঝে অ্যাডহোচ কাজ না করে তবে ৯ এমবির ওএসটোটো হটস্পট প্রোগ্রামটি নামিয়ে নিন। এটা এই লিংকে পাবেন।

এটা দিয়ে আপনি হটস্পট বিল্ড করুন এবং ব্লাইন্ড কানেকশান রাখুন। মানে ইন্টারনেট এক্সেস বন্ধ করে হটস্পট অন রাখা। এবার হটস্পটটিতে আপনারা যে যে ল্যাপটপ দিয়ে খেলবেন সেগুলো কানেক্ট করুন। এখন সবার উইন্ডোজ ফায়ারওয়াল বন্ধ করে দিন। এর নেটওয়ার্ক এবং রিয়েল টাইম প্রোটেকশন অবশ্যই বন্ধ করে দেবেন, নাহলে এনএফএসএমডব্লিউ অন্য পিসি থেকে ডাটা রিসিভ করতে পারবে না, ফায়ার ওয়াল ব্লক করে দেবে।



এবার দেখে নিন সবাই নিড ফর স্পীড মোস্ট ওয়ান্টেড একই ভারসনে আছেন কিনা। না থাকলে সবাই ১.৩ ভার্সন প্যাচ দিয়ে দিন। এখানে প্যাচ পাবেন।

  • তারপর speed.exe এ রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিসে যান। 
  • তারপর compitablity ট্যাবে যান।
  • সেখান থেকে Run This Program in Compatibility Mode for: থেকে টিক দিন এবং windows XP ( Service pack 2) দিন।
  • এখন এপ্লাই দিয়ে সেভ দিন। 
  • এখন speed.exe তে রাইট ক্লিক করে Run As Adminstrator দিন।
  • সব ল্যাপটপে একই কাজ করুন।

এখন যে পিসি দিয়ে সবার পিসি কানেক্ট পাচ্ছে, মানে হোস্ট পিসি, তাতে গেইম হোস্ট করুন। মানে সবার জন্য খেলার মতো গেইম বানান। হোস্ট পিসি থেকে নিতে বলার কারন এতে ব্যান্ডউইথ ভালো পাবেন, স্পীড পাবেন ভালো।


গেইম রুম ক্রিয়েট করতে ( যেকোনো একটি ল্যাপটপের জন্য প্রযোজ্য)

  • এখন মেইন মেনু থেকে ল্যান প্লে তে ঢুকুন।
  • দেখবেন লেখা এসেছে ‘লুকিং ফর সার্ভারস’
  • লেখাটা ক্যান্সেল করে দিন ESC চেপে।
  • এখন Q এর উপরের 1 চাপুন। মানে আলফাবেটিক 1 চাপুন।
  • নাম এন্ট্রি করুন।
  • এখানে দেখবেন একটা কানেক্টিং লেখা এসে চলে যাবে, এটা হবেই। এখন ‘ক্রিয়েট গেইম’ দিন।
  • তারপর নিজের ইচ্ছে মতো ট্র্যাক বেঁচে নিন, গেইমের রুলস ঠিক করে নিন, তারপর নিজের গাড়ি চয়েজ করে গেইম হোস্ট করুন। 


এখন অন্যদের আসার পালাঃ

  • এখন অন্য সবাই গেইমের মেইন মেনু থেকে ল্যান প্লে সিলেক্ট করে নিন।
  • দেখবেন ‘সার্চিং ফর সার্ভারস’ এসেছে। কিচুক্ষন পর দেখবেন পেছনে হোস্ট পিসি যে নাম দিয়েছিল সেটা এসেছে। তাহলে সার্চ ক্যান্সেল করে দিন। তারপর সেই নামে সিলেকশন রেখে এন্টার দিন। 
  • এখন আপনার নিজের নাম দিন, তারপর এন্টার দিন।
  • এখন ‘সেসন ম্যাচ’ এ এন্টার দিন সকলে (হোস্ট বাদে)
  • সবাই সবকিছু ‘এনি’ দিয়ে এন্টার দিন। 
  • এখন কয়েক সেকেন্ড পর যে মেসেজ আসবে তা কেটে দিন। 
  • পেছনে দেখবেন আপনার হোস্ট পিসিএর নাম এসেছে।
  • এখন সেটাতে এন্টার দিন।

এবার যখন রুলসের নিয়ম মতো কাঙ্ক্ষিত পরিমান প্লেয়ার কানেক্ট হয়ে যাবে, তখন ‘অল প্লেয়ারস আর কানেক্টেড আন্ড লকড’ লেখা আসবে এবং গেমিং কাউন্টডাউন শুরু হবে। তারপর শুরু হবে রেস!

এখানে লক্ষণীয়ঃ

  • কোনও পিসি যেন বেশি দূরে না যায়, সিগন্যাল দুরবল হয়ে গেইম বন্ধ হয়ে যেতে পারে। 
  • সার্ভিস প্যাক ২ কাজ না করলে ৩ দিয়ে দেখুন।
  • ওএসটোটো বাদে অন্য প্রোগ্রাম ব্যাবহার করতে পারেন, তবে ওএসটোটো বেশি ব্যান্ডউইথ ব্যাবহার করে বলে গেইম খেলতে ল্যাগ করবে না।


   




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত