মিনি সাউন্ড অ্যামপ্লিফায়ার সাথে বেজ বুস্ট ব্লিঙ্কার লাইট

আসসালামু আলাইকুম,কেমন আছেন?
নতুন রুপে, নতুন উদ্যমে জিআর+ চালু হলো। তাই লেখার একটা জোশ পাচ্ছি(!)
আচ্ছা, আজ আবার আরেকটি ইলেক্ট্রনিক্স সার্কিট নিয়ে আলোচনা করবো।

তার আগে একটা কথা বলে নিই,
আমাদের এই ব্লগে ইলেক্ট্রনিক্স বিভাগে জরুরি ভিত্তিতে লেখক নিয়োগ হচ্ছে, আপনি ইলেক্ট্রনিক্স পাগল + ব্লগ লেখক হলে আপনি আমন্ত্রিত।

আচ্ছা, কাজের কথায় আসি।

আজকেও আমি একটা অডিও এমপ্লিফায়ার নিয়ে আলোচনা করবো।
এটাও LM386 আইসি বেজ করা।


বিরক্ত হবেন না, এখানে নতুন সংযোজন আছে। 
এখন এটার মাঝে একটা বেস বুস্ট এলইডি যোগ করে দিয়েছি।


এটার ডিজাইন হুবহু এলএম ৩৮৬ অডিও এম্প এর মতো।

এবং আপনি যদি পিসিবি দিয়ে প্রিন্ট করিয়ে সল্ডার করেন, তবে এটা পকেটে নেওয়ার সাইজ হয়ে যাবে।

এটা ১০০ শতাংশ কাজ করবে বলে আমার বিশ্বাস কারন আমি নিজে এটা পরীক্ষা করে দেখছি।

এখানে একটা স্পীকার থাকলেও চলবে, আবার না থাকলেও চলবে।

এটা বানাতে আপনার সর্বমোট ২০০ টাকা বা কম বেশি খরচ পড়তে পারে।



আমার এটা বানাতে যা যা লেগেছে,
  1. একটা ১০ কিলো ওহম পটেনশিওমিটার (ভলিউম হিসেবে)
  2. একটা স্টেরিও জ্যাক (অডিও ইনপুট)
  3. এলএম ৩৮৬ (এমপ্লিফায়ার)
  4. ১০ ওহম রিসিস্টর (ফিউস)
  5. ১০০০ মিউ এফ ক্যাপাসিটর (অডিও আউটপুট)
  6. ১০০ মিউ এফ ক্যাপাসিটর (এলইডি বুস্ট চার্জার)
  7. ট্রান্সিস্টর এনপিএন বিসি ৫৪৭ (এলইডি ভোল্টেজ এমপ্লিফায়ার)
  8. এলইডি (বুস্ট রিদেম লাইট)




Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত