android ফোনকে বানান ওয়াকি টকি, বন্ধুর সাথে কথা বলুন ৫০ মিটার দূর থেকেই! ফ্রিতেঃ Intercom for android


আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
জানেন না বোধহয়, আমি একটা প্রোডাকশন টিমের টেকনিশিয়ান। অবশ্য টিমটা আমাদেরই, আমাদের টীমের একটা শুটিং ছিল, তবে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চিৎকার করে কন্টাক্ট রাখা মোটেও শোভন না। তাই সবার এন্ডয়েড ফোনে সেটআপ করে নিলাম একে!

অসাধারণ একটি অ্যাপ ইন্টারকম। ব্লুটুথ বা ওয়াইফাই যেকোনোটি ব্যাবহার করে বন্ধুকে কল করতে পারবেন রেঞ্জের ভেতরে। ওয়াইফাই হলে ৫০ থেকে ১০০ মিটার, মূলত ডিভাইজের ক্ষমতার ওপর নির্ভরশীল। আর ব্লুটুথে ১২ মিটার।

ব্যাবহার অত্যন্ত সহজ। প্লে স্টোর রেটীং ৪.০/৫ 
ইউজার রিভিউ অত্যন্ত চমকপ্রদ।

ডাউনলোড করে নিন


Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত