আসসালামু আলাইকুম।
আজই রাউটারটা কিনলাম, ভাই বোন সবাই একটা কানেকশান ভাগাভাগি করে নিতে।
আজই রাউটারটা কিনলাম, ভাই বোন সবাই একটা কানেকশান ভাগাভাগি করে নিতে।
এই রাউটারের মডেল হল N4
নাম N150
tenda ম্যানুফ্রাকচার করেছে একে। আমি এইটা কিনেছি ১১০০ বা এগারশো টাকা দিয়ে।
১২০০ স্কয়ার ফিটের বাসার জন্য একেবারে পারফেক্ট। এছাড়া আছে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি
সেটআপ করা-
চালু করার জন্য এডাপ্টর যুক্ত করতে হবে। একটা বাটন আছে এর। সেটা দিয়ে ডিভাইজ এক্সেপ্ট করে। ভেতরে পাবেন একটা টু ওয়ে ল্যান ক্যাবল (ডেস্কটপ কানেক্টর), অ্যাডাপটার আর মুল রাউটার দিভাইজ। এখন পেছনের WAN পোর্ট দিয়ে ব্রডব্যান্ড লাগাবেন। আর ১,২,৩,৪ পোর্ট দিয়ে পিসি কানেক্ট করবেন। এছাড়া ওয়াইফাই তো আছেই! আছে একটা অ্যান্টেনা।
টু ওয়ে ল্যান কানেক্ট করে নিন এবং ব্রাউজারে আপনার রাউটারের পেছনে লেখা আইপি লিখে এনটার দিন।
এখন ID এবং Password একই, admin লিখে ঢুকে যান।
দরকারে ক্যাটালগ দেখুন।
ফিচার-
২.৪ গিগা হার্জ গতির নেটওয়ার্ক প্রসেসর
১৫০ এমবিপিএস লিঙ্ক স্পীড
আকারে ছোট
দাম কম
১৫ মিটার রেডিয়াস কাভারেজ
WPA/WPA2 নেটওয়ার্ক প্রোটেকশন
কোথায় পাবেন?-
আমাজন ডট কম, আজকের ডিল ডট কম এবং নিকটস্থ যেকোনো কম্পিউটার মার্কেটে।
নাম N150
tenda ম্যানুফ্রাকচার করেছে একে। আমি এইটা কিনেছি ১১০০ বা এগারশো টাকা দিয়ে।
১২০০ স্কয়ার ফিটের বাসার জন্য একেবারে পারফেক্ট। এছাড়া আছে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি
সেটআপ করা-
চালু করার জন্য এডাপ্টর যুক্ত করতে হবে। একটা বাটন আছে এর। সেটা দিয়ে ডিভাইজ এক্সেপ্ট করে। ভেতরে পাবেন একটা টু ওয়ে ল্যান ক্যাবল (ডেস্কটপ কানেক্টর), অ্যাডাপটার আর মুল রাউটার দিভাইজ। এখন পেছনের WAN পোর্ট দিয়ে ব্রডব্যান্ড লাগাবেন। আর ১,২,৩,৪ পোর্ট দিয়ে পিসি কানেক্ট করবেন। এছাড়া ওয়াইফাই তো আছেই! আছে একটা অ্যান্টেনা।
টু ওয়ে ল্যান কানেক্ট করে নিন এবং ব্রাউজারে আপনার রাউটারের পেছনে লেখা আইপি লিখে এনটার দিন।
এখন ID এবং Password একই, admin লিখে ঢুকে যান।
দরকারে ক্যাটালগ দেখুন।
ফিচার-
২.৪ গিগা হার্জ গতির নেটওয়ার্ক প্রসেসর
১৫০ এমবিপিএস লিঙ্ক স্পীড
আকারে ছোট
দাম কম
১৫ মিটার রেডিয়াস কাভারেজ
WPA/WPA2 নেটওয়ার্ক প্রোটেকশন
কোথায় পাবেন?-
আমাজন ডট কম, আজকের ডিল ডট কম এবং নিকটস্থ যেকোনো কম্পিউটার মার্কেটে।