আপনার ওয়াইফাইকে আপনিই শেষ করছেন না তো? পোস্টটি দেখে শিখে নিন কিভাবে যত্নে রাখবেন ওয়াইফাই রাউটার!

আসসালামু আলাইকুম,
ওয়াইফাই রাউটার এখন সকলের বাসায় একটা কমন ডিভাইজ হয়ে গেছে। অনেকে দামী রাউটার ব্যাবহার করছেন, অনেকে কমদামি।
তবে অনেকে দামী ব্যাবহার করেন বলে কমদামি গুলোকে তাচ্ছিল্লের চোখে দেখেন। 
দাম বেশি হওয়ার কারন রেঞ্জ বেশি, আপনি নিশ্চয়ই প্রতিবেশিকে সিগন্যাল দিয়ে বেরাবেন না :p 
কাজেই কম রেঞ্জই ভালো, যদি বাসা বাড়িতে ব্যাবহার করেন তবে একটা অ্যান্টেনার নিতে পারেন। 
তবে অনেকে রাউটার অল্প দিনেই নষ্ট হয়ে গেলে চাইনিজদের দোষারোপ করেন, কাজটা ঠিক না। :(



আমাদের যেই ডিভাইজতার দাম ৪৫ হাজার টাকা হওয়ার কথা সেটা চাইনিজরা ১ হাজার টাকায় এনে দিয়েছে। আর একটু যত্নে ব্যাবহার করলেই এই চাইনিজ রাউটারও আপনি দীর্ঘদিন ব্যাবহার করতে পারবেন।

সবচেয়ে বড় সমস্যা স্পীড।

স্পীড বাড়াতে হলে খুজতে হবে পারফেক্ট লোকেশন, যেখানে রাউটার থাকবে।


১ নম্বর টিপ
এক নম্বর টিপঃ
আপনার রাউটার নিচে রাখবেন না। কমপক্ষে ৫ থেকে ৭ ফিট উপরে রাখা ভালো। যেমন আলমারির ওপর। সেখানে মাল্টিপ্লাগ দিয়ে কানেকশান দিন এবং সার্ভিস প্রভাইডার ডেকে তার লম্বা করিয়ে নিন।







২ নম্বর টিপ
২ নম্বর টিপঃ
বাসাবাড়িতে বা অফিসে বেশিরভাগ ক্ষেত্রেই অবস্থানটা হয় উপরে। তাই অফিস হলে প্রথম ফ্লোরে রাখতে পারেন এবং বাসা দোতালা হলে নচ তলায় রাখতে পারেন। মানে সমভুমিতে, বেজমেন্টে নয়।






৩ নম্বর টিপ
৩ নম্বর টিপঃরাউটার বাসার কোনায় রাখবেন না, এতে অর্ধেক সিগন্যাল বাইরে চলে যাবে, বাসার মাঝামাঝি কোথাও রাখবেন।







৪ নম্বর টিপ

৪ নম্বর টিপঃ
রাউটার কখনই টিভি, ভিসিডি, ডিভিডি বা অন্যান্য ম্যাগনেটিক পণ্যের পাশে রাখেবেন না, এতে সিগন্যাল ডিসরাপ্ট হতে পারে।







৫ নম্বর টিপ
৫ নম্বর টিপঃ
কর্ডলেস ডিভাইজ বা মাইক্রোওয়েভ অভেনের পাশে রাখবেন না






৬ নম্বর টিপ
৬ নম্বর টিপঃ
রাউটার খোলা স্থানে রাখবেন, কেবিনেট বা আলমারির মাঝে নয়।






৭ নম্বর টিপ
৭ নম্বর টিপঃ
পানির মধ্য দিয়ে ওয়াইফাই সিগন্যাল যেতে পারে না, সো বুঝতেই পারছেন। 
গোল্ডফিশ নেট ইউজ করে না :p





৮ নম্বর টিপ
৮ নম্বর টিপঃ
যেসব অ্যাপ বেশি ব্যান্ডউইথ ব্যাবহার করে সেগুলো পিক আওয়ারের মতো ব্যাবহার করুন, এতে অন্য ডিভাইজ কম কষ্ট পাবে :p






৯ নম্বর টিপ

৯ নম্বর টিপঃ
নিয়মিত রাউটার রিবুট করুন এবং পাসওয়ার্ড চেঞ্জ করুন।



Tags : WiFi, Internet, WiFi router

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত