আজ রাতে কোনও রুপকথা নেই - ওল্ড স্কুল

আজ রাতে কোনও রুপকথা নেই - ওল্ড স্কুল
Aj rate kono rukotha nei - old school




Download Aj rate kono rupkotha nei mp3


চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি,
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেয়া হামি।

রোজরাতে আর চাঁদের বুড়ি
কাটেনা চরকা রোজ,
ও বুড়ি,তুই আছিস কেমন?
হয়না নেয়া খোঁজ।

কোথায় গেলো সে রুপকথার রাত
হাজার গল্প শোনা,
রাজার কুমার,কোটাল কুমার,পঙ্খীরাজ সে ঘোড়া।

কেড়ে নিলো কে সে আজব সময়?
আমার কাজলা দিদি।
কে রে তুই,কোন দৈত্যদানব
সব যে কেড়ে নিলি!

কেরে কেরে তুই?
সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে।
তুই,কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে।

আলাদিন আর জাদুর জীনি
আমায় ডাকছে শোনো,
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় তো নেই কোনো।

আলীবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে,
সিন্দাবাদটা একলা বসে
আছে সাগর তীরে।

সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি,
তারাগুলো আজো মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি?

কেড়ে নিলো যে সেই...।।

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত