ডিফেস পেজ কি এবং কিভাবে হ্যাক করা সাইটে ডিফেস পেজ বিল্ট করা হয়? What is Deface Page and how to make it?

আসসালামু আলাইকুম,কেমন আছেন?

আমি কখনো হ্যাকিং করার চেস্টা করিনি, কিন্তু কয়দিন হল বেশ কিছু মেথড শিখতে শুরু করেছি ফারুক আহমেদের কল্যাণে!

তো আজ আপনাদের দেখাবো দিফেস পেজ কি এবং কিভাবে হ্যাক করা সাইটে ডিফেস পেজ বিল্ট করা হয়। এটা বানানো হয় Advace Deface Creator নামের একটা প্রোগ্রাম দিয়ে, এরকম আরও প্রোগ্রাম আছে, তবে আমার কাছে এটাই আছে।



তো, ডিফেস পেজ হল এমন একটি ওয়েবপেজ যা হ্যাকাররা নিজেদের সিগনেচার বা স্বাক্ষর করতে ব্যাবহার করে। এছাড়া এসব পেজের সোর্স পাওয়া যায় না।
হ্যাক করা ওয়েবসাইটে ঢুকলে একটা পেজ আসে, যা অনেকেই দেখেছেন, সেখানে হয়তো লেখা থাকে Hacked By 1qaz2wsx ইত্যাদি ইত্যাদি।

তো এই পেজ আপনারা নিজেই বানিয়ে নিতে পারেন, সাধারণ এইচটিএমএল আর সিএসএস দিয়েই বানাতে পারবেন। তবে চাইলে অন্য হ্যাকারদের থেকে কপি করে নিতে পারেন।

এই পোস্ট মূলত করা ডিফেস পেজের সংজ্ঞা দিতে, তবে আমি আরও তথ্য দেবো।
তো একটা দিফেজ পেজের ডেমো দেখে নিন, এই পেজটি একজন বাংলাদেশি হ্যাকারের তৈরি করা, নাম বললাম না। কোড নেম X3N4X.

ডাউনলোড 
ডেমো












Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত