এইচটিএমএলঃ পর্ব- ৪ঃ কমেন্ট ট্যাগ

চতুর্থ অধ্যায়
<!...> ট্যাগ এবং এর অ্যাট্রিবিউট



একে কমেন্ট ট্যাগ বলা হয়।

<!...> হল কোড লেখকের মন্তব্য ও স্বাক্ষরের জায়গা।




যেমন একটি নমুনা এইচটিএমএল ফাইল,এটা লিখলে কেবল HTML Means Hypertext markup language.Tim Barners Lee Developed The Language লেখাটুকু দেখা যাবে। বাকিটা উহ্য থাকবে।



<p>HTML Means Hypertext markup language.Tim Barners Lee Developed The Language<p>








এই ট্যাগ সোর্স কোডে কমেন্ট লিখতে ব্যবহার হয়। তুমি যদি অনেক কোড লিখো, তবে গেঞ্জাম মনে হবে। তাই এটা দিয়ে মাঝে মাঝে লিখে দিতে পারো কোন কোড কি কাজে ব্যাবহার হচ্ছে।

কমেন্ট ট্যাগের কোনও অ্যাট্রিবিউট নেই।


       

Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত