আরেকটি মডিফাই করা টেম্পলেট Old Note Papers



আসসালামু আলাইকুম,

লাইসেন্স মেনেই এটা এমসোরা নামের একটা টেমপ্লেটকে বেজ করে তৈরি করা হয়েছে।

এটার ফিচারগুলো হলো-
১। রেসপোন্সিভ: হাহাহা! আপনি হয়তো অনেক রেসপোন্সিভ টেমপ্লেট দেখেছেন, কিন্তু এটা বোধহয় রেসপোন্সিভের তালিকায় শীর্ষে। ইয়েলোউইশও রেসপোন্সিভ টেমপ্লেট কিন্তু ৮০% এর বেশি জুমে একটু রেসপোন্স কমে যায়। রেসপোন্সিভ করার জন্য সর্বোচ্চ নজর দেওয়া হয়েছে এই টেমপ্লেটে।
২। গ্র্যাডিয়েন্ট বারস
৩। কালার: ডার্ক আর ব্রাইট কালারের চমৎকার কম্বিনেশন।
৪। টেক্সচারঃ অসাধারণ কাগজের ব্যাকগ্রাউন্ড টেক্সচার
৫। নো থাম্বনেইল ইমেজ: টিউনে কোন ইমেজ না থাকলে দেখাবে।
৬। ৪০৪ এর পেজ: সুন্দর ৪০৪ এরর পেজ।
৭। সার্চ বক্স: সার্চ বক্সটা একদমই নতুন ডিজাইন। হয়তো কখনোই দেখেননি।
৮। এসইও ফ্রেন্ডলি: বেশ দ্রুতই লোড হবে।
৯। আরো ১ বস্তা ফিচার। আমার পক্ষে সব বর্ণনা সম্ভব না।
এই টেমপ্লেটের দুইটা ভার্সন আছে। ফ্রি ভার্সনে ৯৯% ফিচারই পাবেন। শুধু দুই নং ফিচারটা পাবেন না। আর এটা বেজের উপর ভিত্তি করে তৈরি তাই পেইড ভার্সনেও ফুটার ক্রেডিট থাকবে।

তো আশা করি ভালোই লাগবে টেমপ্লেটটা। এখন ইন্সটলের পালা। ইন্সটলের ক্ষেত্রে টেমপ্লেটের সাথে পাওয়া ডকুমেন্টেশন ফলো করবেন। তাও কোন সমস্যা হলে ফেসবুক তো আছেই।
সবশেষে কিছু কথা: যদি এই টেমপ্লেটটি ভালো না লাগে টিউমেন্টে কারণগুলো জানাবেন। পরবর্তীতে আমাদের উপকার করবে। টেমপ্লেটটি ভালো লাগলে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। তবে আমি অনুরোধ করবো আমাকে সাপোর্ট করতে পেইড ভার্সন ক্রয় করবেন। এর মূল্য ১২০ টাকা ধরা হয়েছে যা খুবই কমই মনে করি।


Free Verson Download:
http://www.ge.tt/8mkufnY2

Premium Verson Buy Here, only 120 tk:
http://www.grplusbd.net/p/blog-page_44.html

DEMO:



Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত