আইপি অ্যাড্রেস যেভাবে খুঁজে লোকেশন বের করবেন! Thats how you'll find out IP Address and it's location!

আসসালামু আলাইকুম,
গত পোস্টে তো আইপি অ্যাড্রেসের কথা জানালাম। এবার আইপি অ্যাড্রেস খুঁজে বের করা শেখাবো আপনাদের।
আইপি অ্যাড্রেস হ্যাকিঙের এবিসি, মানে প্রাথমিক। আইপি ছাড়া হ্যাকিং অচল। তাই এই পোস্ট দেখা দরকার আপনার।



প্রথমে আমি নিজেদের আইপি বের করা শেখাবো।

নিজের আইপি বের করাঃ

  1. স্টার্ট বাটন চাপুন
  2. Command Prompt লিখুন এবং ওপেন করুন।
  3. অথবা কীবোর্ডের স্টার্ট বাটন আর R বাটন একত্রে চাপ দিন। রান কমান্ড আসবে, ওখানে cmd লিখে এন্টার চাপলেই একটা টার্মিনাল ইন্টারফেস পাবেন, এই টার্মিনাল ইন্তারফেস দেখলেই নিজেকে প্রফেশনাল হ্যাকার মনে হয় :3
  4. এবার netstat -n লিখে এন্টার চাপুন।
এবার Local IP সব গুলো একরকম পাবেন, এবং এটাই আপনার আইপি।


অথবা,
  1. www.google.com এ যান।
  2. IP Address লিখে সার্চ করলেই সবার আগে আপনার আইপি দেখতে পাবেন।


কোনও ওয়েবসাইটের আইপি খুঁজে বের করাঃ

  1. Command Prompt ওপেন করুন। start->Run->cmd
  2. এবার লিখুন tracert google.com
  3. তাহলে এবার কমান্ড প্রমোট গুগোল ডট কমকে ট্রেস রাউট করবে।
  4. প্রথমেই যে আইপি আসবে সেটা গুগলের আইপি এবং পরের গুলো গুগলের একটিভ সার্ভারের আইপি।
  5. এভাবে আপনি গুগলের বদলে অন্য কোনও ওয়েবসাইট বসিয়ে আইপি ট্রেস করতে পারবেন। এভাবে আপনি ৩০টি পর্যন্ত হোপ দেখতে পাবেন।
  6. কিছু ওয়েবসাইটের আইপি এর পাশে * দেখতে পাবেন। এর মানে এতে ফায়ার ওয়াল একটিভ করা, আপনি একে স্প্যাম করতে পারবেন না।

হোপ কি?
আপনি যখন কোনও ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করেন বা অ্যাড্রেস বারে এন্টার করেন, তখন আপনার ডিভাইস কিছু ডাটা প্যাকেট ঐ ওয়েবসাইটের সার্ভারে পাঠায়, আবার ঐ ওয়েবসাইট কিছু ডাটা প্যাকেট আপনাকে পাঠায়। এর ফলে আপনি এই ওয়েবসাইটকে দেখতে পান। এখনে গুগলের কাছে আপনি কমান্ড দেওয়ার পর ৩০টি হোপ বা ডাটা প্যাকেট রিসিভ করবেন, এগুলোই আপনি কমান্ড স্ক্রিনে দেখতে পান। গুগলের একাধিক সার্ভার থাকায় হোপের সংখ্যা বেশি হয়।



আপনি হয়তো ভাবতে পারেন, মিডিয়া ফায়ার বা র‍্যাপিড শেয়ারের মতো সাইটে এগুলো দেখা বা তথ্য চুরি সম্ভব নয়।
সবি সম্ভব।

আপনি যদি কমান্ডে লেখেন nslookup url.com

এখানে যদি লেখা আসেও non-authorotative answer, তবে বুঝবেন এতে স্পরশকাতর তথ্য আছে।
যেকোনো আইপি এর লোকেশন পেতে আইপি এই ওয়েবসাইটে সিয়ে সার্চ করেন আর মজা দেখেন!

https://www.iplocation.net/





Related Posts
Previous
« Prev Post

মোট পাতাদর্শিত